Canada Goose UK

Canada Goose UK the Islamic Speech

Permanently closed.
🇧🇩 বিশ্বের সকল প্রবাসী/রেমিট্যান্স যুদ্ধাদের কে, পবিত্র ঈদুল আযহার  শুভেচ্ছা ও শুভকামনা। তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া ম...
08/07/2022

🇧🇩 বিশ্বের সকল প্রবাসী/রেমিট্যান্স যুদ্ধাদের কে, পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও শুভকামনা।
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম! 🇧🇩🌙

15/05/2022

তুরিন আফরোজ vs আল্লামা এনায়তুল্লা আব্বাসি ডেবিট

Face The People-ফেস দ্যা পিপল এর কর্ণধার জনাব Shaifur Rahman সাগর ভাই গতকাল একটি টকশো'র আয়োজন করেছিলেন। ইতিমধ্যেই আমরা অ...
15/05/2022

Face The People-ফেস দ্যা পিপল এর কর্ণধার জনাব Shaifur Rahman সাগর ভাই গতকাল একটি টকশো'র আয়োজন করেছিলেন। ইতিমধ্যেই আমরা অনেকে সেটা দেখেছি। ৪ জন অতিথি’র মধ্যে ড. মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী, এডভোকেট মিজানুল ইসলাম, ব্যরিস্টার নিঝুম মজুমদার ও ব্যরিস্টার তুরিন আফরোজ ছিলেন মুখ্য আলোচক।

আলোচনায় কুরআন ও সুন্নাহর জ্ঞানহীন মানুষগুলোর জ্ঞানের গভীরতা আসলে কতটা ঠুনকো তা গতকাল আবারো প্রমাণিত হলো। আমাদের সমাজে মিডিয়ার কিছু অনৈতিক সমর্থন পাওয়া সুশীল সমাজ, বিদেশি শক্তির ক্রীড়নকরা কতটা স্ববিরোধী তাও দেশবাসি দেখতে পেয়েছেন।

গতকালের আলোচনায় নিঝুম মজুমদার সরকারী পৃষ্টপোষকতা পেয়ে নিজেদের কতটা মহাপন্ডিত মনে করেন তা তার কথা ও হুমকিতে প্রকাশ পেয়েছে। জঙ্গি বিমান, জঙ্গি পুলিশ ইত্যাদির উদাহরণ দিয়ে বলতে গিয়ে জনাব আব্বাসী সাহেব যখন বললেন, অর্থের ব্যবহারের দিক দিয়ে আমাদের সম্মানিত মুক্তিযোদ্ধারাও জঙ্গী। কারণ তারা ছিলেন যোদ্ধা, দেশপ্রেমিক লড়াকু। জং থেকে জঙ্গী। এই কথার প্রেক্ষিতে নিঝুম সাহেব বলে উঠলেন, আব্বাসী সাহেব আপনি যা বলেছেন তা নিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় মামলা করা যায়। অর্থাৎ ডিজিটাল নিরাপত্তা আইনের কতটা অপব্যবহার হচ্ছে তার মতো বালিষ্টারের কথাতেই বুঝা যাচ্ছে।

তুরিন আফরোজকে ‘ভদ্র মহিলা’ সম্মোধন করায় তার আঁতে ঘা লাগে। আসলে যে ভদ্র মহিলা না, তাকে ভদ্র মহিলা বললে খারাপ লাগারই কথা। এটা জনাব আব্বাসী সাহেব স্মরণও করিয়ে দিয়েছেন। অথচ এই মহিলা কিছুক্ষণ পরেই যখন জাহানারা ইমামের কথা তুললেন, তখন তিনি নিজেই জাহানারা ইমামকে ভদ্র মহিলা হিসেবে আখ্যায়িত করলেন। এতে বুঝা গেলো এরা কতটা স্ববিরোধী।

তুরিন আফরোজ ইংরেজিতে ড. এনায়েতুল্লাহ আব্বাসীকে স্মরণ করিয়ে দিয়ে বলে, বাংলায় টকশো হচ্ছে, এখানে কেন আরবীতে কিছু বলা হবে? এরা জাহেল, কিন্তু এতটা জাহেল, মানুষ কী করে বুঝবে? জনাব আব্বাসী সাহেব শুরুতে কিছু রেফারেন্স ও দুআ করেছেন আরবীতে। মুর্খ মহিলা এর অর্থ না বুঝার কারণে সে আরবী উচ্চারণের প্রতিবাদ করছে ইংরেজি ভাষায়। এরপরও এদেরকে রাষ্ট্র- জ্ঞানী মনে করে। শিক্ষিত মনে করে। এদের প্রতিটি কাজই এমন স্ববিরোধী।

এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব একজন মেধাবী, যোগ্য, প্রতিভাবান আলেম। তিনি তাঁর আলোচনায় সকল আলেম সমাজের প্রতিনিধিত্ব করেছেন। জনাব তারেক মনোয়ার, গুনবী, মামুনুল হক সাহেবের পক্ষে ডিফেন্স করেছেন। আলেমদের মধ্যে কোনো প্রকার বিভাজন চিন্তা করেননি। আমাদের অনেক বড় বড় আলেম নিজের পক্ষের আলেমদের পক্ষে বললেও ভিন্নমতের আলেমদের সহ্য করেন না। তাদের পক্ষে যায় এমন কথা বলেন না। আব্বাসী সাহেব সমস্ত আলেমদের মুখ উজ্জ্বল করেছেন। ১১৬জন আলেমের মধ্যে সত্যিকার অর্থেই বিতর্কিত ওয়াজ করেন এমন আলেমও আছেন। কিন্তু তুরিন আফরোজদেরকে তাদের আলাদা মার্ক করে কথা বলার সুযোগ দেননি। এটাই আব্বাসীর বৈশিষ্ট্য। এ জন্যই আজ গোটা ফেসবুক জুড়ে তাঁর প্রশংসা ভাসছে।

একজন আলেমকে এমনই হওয়া উচিত। শত্রুকে কোনো প্রকার সুযোগ দেওয়া ঠিক নয়। শত্রুর সাথে কথা বলার সময় নিজেদের সকল প্রকার ‍দুর্বলতা ঢেকে রাখতে হয়। আমাদেরকে জনাব আব্বাসী সাহেবের আলোচনার বিভিন্ন খুটি-নাটি বিষয় থেকে অনেক কিছু শেখার আছে। তিনি আরবী, ইংরেজি ও মাতৃভাষায় সমান পারদর্শী। একজন যোগ্য আলেমের পরিচয় এমনই হতে পারে। বর্তমান যুগের একজন শ্রেষ্ঠ আলেম, অথচ তিনি ভালো বাংলা জানবেন না, ভালো আরবী পারবেন না, ইংরেজি বুঝবেন না, এটা হয় না। আমাদের গর্ব আল্লামা তাকী উসমানি সাহেব তিনটি ভাষাতেই সমান পারদর্শী। যে কারণে তিনি সারা বিশ্বে সমাদৃত।

গতকালের টকশোতে একপর্যায়ে ড. আব্বাসী সাহেবের খ্যাপে যাওয়াটা ছিল সময়ের সঠিক দাবি এবং একেবারে যুৎসই খ্যাপা।

কারণ, ডেবিটে যখন ব্যারিস্টার নিঝুম মজুমদার আব্বাসীর তথ্য ও জ্ঞানভিত্তিক কোনো প্রশ্নেরই উত্তর না দিতে পেরে অসংলগ্ন কথা বলছিলেন এবং আপত্তিকর কথা বলতে শুরু করেছিলেন তখন টকশো সঞ্চালক- সাইফুর সাগরের উচিত ছিলো নিঝুম মজুমদারকে ইন্টারাপ করা। কিন্তু সাইফুর সাগর তা করেননি। এই অবস্থায় আব্বাসী সাহেবের খ্যাপে যাওয়া ছাড়া উপায় ছিল না। তিনি খ্যাপে গিয়ে বুদ্ধিদীপ্ত কাজটাই করেছেন। নিঝুম মজুমদারকে আর অসংলগ্ন কথা বলার সুযোগ দেননি। আব্বাসী সাহেবের তথ্য ও জ্ঞানের সামনে তথাকথিত সুশীলরা যে দশ মিনিটও দাঁড়িয়ে থাকতে পারেনা গতকালের টকশোতে আব্বাসী সাহেব আবারও নিজেকে প্রমাণ করে দিলেন।

সঞ্চালক- সাইফুর সাগর সাহেবকে বলবো, তিনি যেনো সঞ্চালনায় আরও দক্ষ ও পারঙ্গম হয়ে উঠেন।

এডভোকেট মিজানুল ইসলাম ডেবিটে চমৎকার যৌক্তিক আলোচনা করেছেন। দেশজুড়ে উনার পরিচিতি হওয়া দরকার।

আল্লাহ তা'আলা মুহতারাম আব্বাসী সাহেবকে তাঁর বিশেষ নিরাপত্তার চাদরে আবৃত রাখুন। তাঁর ইলমী যোগ্যতা আরো বাড়িয়ে দিন। ইসলামের একজন নিবেদিত সৈনিক হিসেবে, দ্বীনের একজন বীর মুজাহিদ হিসেবে আল্লাহ তাআলা তাঁকে কবুল করুন।

সংগৃহিত ও সংযোজিত

12/04/2022

যাকাত ধনীরা দেয় আর গরীবরা খায় !
আর সুদ গরীবরা দেয় আর ধনীরা খায়।
এটাই যাকাত আর সুদের মধ্যে পার্থক্য।

06/04/2022

প্রানের মাদিনা সবাই শেয়ার করেন।

05/04/2022
আমরা একথা স্বীকার করতে বাধ্য হব যে, পরিপূর্ণ তাকওয়া আমরা সিয়ামের মাধ্যমে অর্জন করতে পারছি না।  একজন রোযাদার প্রচুন্ড ক্ষ...
05/04/2022

আমরা একথা স্বীকার করতে বাধ্য হব যে, পরিপূর্ণ তাকওয়া আমরা সিয়ামের মাধ্যমে অর্জন করতে পারছি না। একজন রোযাদার প্রচুন্ড ক্ষুধা বা পিপাসায় কাতর হয়েও কোনো অবস্থাতে পানাহার করতে রাজি হয় না। নিজের ঘরের মধ্যে, একাকী নির্জনে সকল মানুষের অজান্তে পিপাসা মেটানোর সুযোক থাকলেও তিনি তা করেন না। কারন তিনি জানেন তা করলে দুনিয়ার কেউ না জানলেও আল্লাহ জানবেন ও তিনি অসন্তুষ্ট হবেন। এ হলো তাকওয়ার প্রকাশ। কিন্তু এ ব্যক্তিই রোযা অবস্থায় বা অন্য সময়ে এর চেয়ে অনেক কম পিপাসায় বা প্রলোভনে সুদ, ঘুষ,মিথ্যা, গীবত,ভেজাল,ওযনে ফাঁকি, কর্মে ফাঁকি,অন্যের পাওয়া না দেওয়া ও অন্যান্য কঠিনতুম পাপের মধ্যে নিমজ্জিত হচ্ছেন। কেন এরূপ হচ্ছে? এর অন্যতম কারন হলো আমরা প্রেসক্রিপশন পাল্টে ফেলেছি। কোনো রোগে যদি ডাক্তার দুটি বা তিনটি ঔষধ দেন,আর রোগী একটি ঔষধ খেয়ে সুস্থ হতে চান তাহলে তিনি প্রকৃত সুস্থতা লাভ করতে পারবেন না। মহান আল্লাহ তাকওয়া অর্জনের জন্য আমাদের দুটি বিষয় একত্রে দিয়েছেন: সিয়াম ও কুরআন। কিন্তু দুঃখজনকভাবে আমরা সিয়াম নিয়েছি এবং কুরআন বাদ দিয়েছি। এজন্য প্রকৃত ও পরিপূর্ণ তাকওয়া অর্জন করতে পারছি না
★★সূরা বাকারা: ১৮৩ আয়াত★★

Address

Cumilla

Telephone

+8801798738365

Website

Alerts

Be the first to know and let us send you an email when Canada Goose UK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Canada Goose UK:

Share