Siddiqua

Siddiqua ❄️ Blessed To Be A Muslim ❄️
Alhamdulillah ❤️

স্বামী বাইরে শ্রম দিবে, স্ত্রী তার উত্তম আয়ের জন্য আমল করবে, দু'আ করবে।সংসারের আয়ে কন্ট্রিবিউট করার মানেই স্ত্রীর টাকা র...
09/11/2024

স্বামী বাইরে শ্রম দিবে, স্ত্রী তার উত্তম আয়ের জন্য আমল করবে, দু'আ করবে।

সংসারের আয়ে কন্ট্রিবিউট করার মানেই স্ত্রীর টাকা রোজগার করার জন্য বাইরে যাওয়াকেই বুঝায় না।

ইনশাআল্লাহ, ঘরে বসে নামাজ, ইবাদত, আমল করেও একজন স্ত্রী তার স্বামীর উত্তম আয়ে সহযোগীতা করতে পারে। 🤲🖤🌸

দুমড়ে মুচড়ে ভেঙে গেলে ও,অন্তরের শক্তি টুকু শেষ করবেন না, যত আঘাত আসুক না কেনো।মাঝে মাঝে কিছু ব্যাপার ছেড়ে দিতে হয়, কিছ...
14/09/2024

দুমড়ে মুচড়ে ভেঙে গেলে ও,অন্তরের শক্তি টুকু শেষ করবেন না, যত আঘাত আসুক না কেনো।
মাঝে মাঝে কিছু ব্যাপার ছেড়ে দিতে হয়, কিছু দুঃখ চোখ বুজে সহ্য করে যেতে হয়, কিছু আঘাত দাঁতে দাঁত কামড়ে সবর করে যেতে হয়।
:
কিছু ব্যাপার ইগ্নোর করতে হয়, কিছু সময় চুপ থাকতে হয়, কিছু কস্ট ভুলে থাকতে হয় শুধুমাত্র এই আশায় যে একদিন আমার রব সব কিছুর প্রতিদান দিবেন। 💞
আর এত এত নিঁখুত আর পুঙ্খানুপুঙ্খ ভাবে দিবেন যে আজকের ক্ষণিকের পাওয়া এই কষ্ট সেদিন আনন্দ অশ্রু হয়ে চোখ বেয়ে পড়বে বিইযনিল্লাহ্।

“নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে।”
:
অবশ্যই তাওয়াক্কুলের সাথেই দিন পার করতে হবে,তিনি নিরাশ করবেন না,এবং শুকরিয়া আদায় করলে নেয়ামত কে বহুগুণ বাড়িয়ে দিবে। সুবহানআল্লাহ।

সকল কিছুর মূলমন্ত্র হলো, তাওয়াক্কুল+ সবর

17/07/2024

❝দাড়ি একমাত্র দৃশ্যমান সুন্নাহ। যা নিয়ে আপনি কবরে যাবেন।❞✨🤍

22/05/2024

জীবনে দুটো জিনিসের প্রতি লক্ষ্য রাখা জরুরী! প্রথমটি- কি করতে হবে? দ্বিতীয়টি- কি ছাড়তে হবে?
এই "কি করতে হবে এবং কি ছাড়তে হবে" এই দুটি বিষয় বুঝতে শিখে গেলে, জীবন সহজ হয়ে যায়! আমরা বেশিরভাগ সময় কেবল কি করতে হবে, এই উত্তরটার অনুসন্ধান করি!

কখনো কি ভেবেছেন- কি ছাড়তে হবে!?

কিছু করার চেয়ে ছাড়ার ব্যাপারটা বেশি গুরুত্বপূর্ণ! জীবন থেকে যেসব জিনিস ছাড়লে, জীবন সুন্দর হয়; সবার আগে সেসব জিনিসগুলোকে জীবন থেকে বাদ দিতে হবে। বন্ধুর কথাই ভাবুন- আপনার সব বন্ধু আসলে আপনার বন্ধু নয়। বন্ধুত্ব ব্যাপারটা টিকায়ে রাখতে হলে, আপনাকে কিছু বন্ধুও ছাড়তে হবে।

মানুষের কথা যদি বলি- কখনো কখনো প্রিয় মানুষ থেকেও সরে আসা লাগে। আপনার প্রিয় মানুষটি যখন আপনার যাপিত জীবনকে এক ধরনের তিক্ততার ভেতর ফেলে দেয়, তখন আপনার জীবন থেকে সেই প্রিয় মানুষটিকেই বাদ দিতে হবে। এমন কারো সাথে থাকা উচিত নয়, যাকে গেলা'ও যায়না, ফালানোও যায়না।

পরীক্ষার আগের রাতে আপনি পুরো বই পড়তে পারবেন না। গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো পড়বেন, বাকিগুলো ছাড়বেন। জীবনও তো একটা পরীক্ষা। সময় বড্ড সীমিত। এই সীমিত সময়ের ভেতর আপনি পুরোটা পড়ে শেষ করতে পারবেন না। আপনাকে এই জীবনের পরীক্ষায় পাশ করতে হলে, কিছু অধ্যায় ছেড়ে আসতে হবে।

কিছু করার আগে, কিছু ছাড়তে চেষ্টা করুন। জীবন সহজ এবং সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ! ✨❤️

19/03/2024

"নিজেকে শক্ত করুন, আল্লাহ আপনাকে ছেড়ে চলে যাননি।
জীবনে আশা কতো মানুষ তো আপনাকে ছেড়ে চলে গিয়েছে, অথচ আল্লাহ তিনি কিন্তু এখনো আছেন। দিনশেষে একটি সম্পর্কই টিকে থাকবে, বান্দার সাথে তার রবের, রবের সাথে তার বান্দার।
কেউ তো জানে না আপনি কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন। কিন্তু আপনার রব তো জানেন, এইটুকুই কি যথেষ্ট নয়।
ভরসা করুন, তিনিই আপনার জন্য যথেষ্ট। (ইন শা আল্লাহ)। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। আল্লাহ যার প্রতি কল্যাণের ইচ্ছে করেন, তাকে বিপদগ্রস্ত করেন, এতে ভেঙে পড়বেন না। ধৈর্যের সাথে রহমতের অপেক্ষা করুন। দেখবেন একদিন আপনার সব দুঃখের অবসান ঘটাবেন।
জেনে রাখুন আল্লাহর সাহায্য অতি নিকটবর্তী। একদিন আল্লাহ তায়ালা নিশ্চয়ই চোখের পানি গুলো মুছে দিবেন। আপনি শুধু শক্ত হয়ে জমে থাকুন। কখনো ঝরে যাবেন না (ইন শা আল্লাহ)
মনে রাখবেন, আল্লাহ ছাড়া কেউ আপনার হৃদয়কে প্রশান্ত করার ক্ষমতা রাখে না। ❤️

11/03/2024

~ রামাদান মুবারক 💙

06/03/2024

লাইফে না পাওয়ার তালিকা যখন দীর্ঘ হয়, আল্লাহর নিকটবর্তী হওয়ার সম্ভাবনাও ততটাই গাঢ় হয়!

সে কি পেলো যে সব পেয়েও আল্লাহকে হারালো!
সে সব পেলো, যে সব হারিয়েও আল্লাহকে পেলো! 💚

04/03/2024

একজন বিজ্ঞ ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয়েছিল,

"এমন একটি কথা বলুন যেটা মনে পড়লে আমার দুঃখের সময় সুখানুভব হবে এবং সুখের সময় কষ্টের উদ্রেক করবে!"

উত্তরে তিনি বলেছিলেন, "এই সময় শীঘ্রই কেটে
যাবে!" ❤

29/02/2024

~ হেদায়াত হৃদয়ের বসন্ত, আর এই বসন্ত যার হৃদয়ে আসে তার জীবন বদলে যায় 🌸🌿
- আরিফ আজাদ ❤️

28/02/2024

দুমড়ে মুচড়ে ভেঙে গেলে ও,অন্তরের শক্তি টুকু শেষ করবেন না, যত আঘাত আসুক না কেনো।
মাঝে মাঝে কিছু ব্যাপার ছেড়ে দিতে হয়, কিছু দুঃখ চোখ বুজে সহ্য করে যেতে হয়, কিছু আঘাত দাঁতে দাঁত কামড়ে সবর করে যেতে হয়।💞💞💞

কিছু ব্যাপার ইগ্নোর করতে হয়, কিছু সময় চুপ থাকতে হয়, কিছু কস্ট ভুলে থাকতে হয় শুধুমাত্র এই আশায় যে একদিন আমার রব সব কিছুর প্রতিদান দিবেন। 💞

আর এত এত নিঁখুত আর পুঙ্খানুপুঙ্খ ভাবে দিবেন যে আজকের ক্ষণিকের পাওয়া এই কষ্ট সেদিন আনন্দ অশ্রু হয়ে চোখ বেয়ে পড়বে বিইযনিল্লাহ্।

“নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে।” 💞💞💞
:

অবশ্যই তাওয়াক্কুলের সাথেই দিন পার করতে হবে,তিনি নিরাশ করবেন না,এবং শুকরিয়া আদায় করলে নেয়ামত কে বহুগুণ বাড়িয়ে দিবে।
সুবহানআল্লাহ।💞💞💞

সকল কিছুর মূলমন্ত্র হলো, তাওয়াক্কুল+ সবর ❤️

25/02/2024

আপনি যেটা চান, সেটা পাবার জন্য সর্বোচ্চ চেষ্টা করার দায়িত্ব আপনার। কিন্তু রেজাল্ট নির্ধারণের ক্ষমতা আপনার হাতে রাখা হয় নি। সেটা মহাপ্রাক্রমশালী আল্লাহ তায়ালা নিজের হাতে রেখে দিয়েছেন।

সর্বোৎকৃষ্ট চেষ্টা করার পরও ফলাফল আশানুরূপ না পেলে সেটার প্রতি আপনার যে বিশ্বাস থাকাটা জরুরি তা হলো, আপনি যা চাইছেন তার চেয়ে বেটার কিছু আল্লাহ আপনার জন্য সামনেই রেখে দিয়েছেন। জাস্ট আল্লাহর প্রতি আপনার বিশ্বাসের গভীরতাটা আর সেই সাথে আপনার ধৈর্যটা একটু দেখে নেয়া হচ্ছে। সামনেই সুন্দর সময়!

আল্লাহ তাঁর বান্দার জন্য যা রেখেছেন সেটাই সর্বোৎকৃষ্ট। 💚

Address

Nangalkot
Cumilla
3500

Telephone

+8801838174118

Website

Alerts

Be the first to know and let us send you an email when Siddiqua posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Siddiqua:

Share