22/05/2024
জীবনে দুটো জিনিসের প্রতি লক্ষ্য রাখা জরুরী! প্রথমটি- কি করতে হবে? দ্বিতীয়টি- কি ছাড়তে হবে?
এই "কি করতে হবে এবং কি ছাড়তে হবে" এই দুটি বিষয় বুঝতে শিখে গেলে, জীবন সহজ হয়ে যায়! আমরা বেশিরভাগ সময় কেবল কি করতে হবে, এই উত্তরটার অনুসন্ধান করি!
কখনো কি ভেবেছেন- কি ছাড়তে হবে!?
কিছু করার চেয়ে ছাড়ার ব্যাপারটা বেশি গুরুত্বপূর্ণ! জীবন থেকে যেসব জিনিস ছাড়লে, জীবন সুন্দর হয়; সবার আগে সেসব জিনিসগুলোকে জীবন থেকে বাদ দিতে হবে। বন্ধুর কথাই ভাবুন- আপনার সব বন্ধু আসলে আপনার বন্ধু নয়। বন্ধুত্ব ব্যাপারটা টিকায়ে রাখতে হলে, আপনাকে কিছু বন্ধুও ছাড়তে হবে।
মানুষের কথা যদি বলি- কখনো কখনো প্রিয় মানুষ থেকেও সরে আসা লাগে। আপনার প্রিয় মানুষটি যখন আপনার যাপিত জীবনকে এক ধরনের তিক্ততার ভেতর ফেলে দেয়, তখন আপনার জীবন থেকে সেই প্রিয় মানুষটিকেই বাদ দিতে হবে। এমন কারো সাথে থাকা উচিত নয়, যাকে গেলা'ও যায়না, ফালানোও যায়না।
পরীক্ষার আগের রাতে আপনি পুরো বই পড়তে পারবেন না। গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো পড়বেন, বাকিগুলো ছাড়বেন। জীবনও তো একটা পরীক্ষা। সময় বড্ড সীমিত। এই সীমিত সময়ের ভেতর আপনি পুরোটা পড়ে শেষ করতে পারবেন না। আপনাকে এই জীবনের পরীক্ষায় পাশ করতে হলে, কিছু অধ্যায় ছেড়ে আসতে হবে।
কিছু করার আগে, কিছু ছাড়তে চেষ্টা করুন। জীবন সহজ এবং সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ! ✨❤️