স্বপ্ন ছোয়া

স্বপ্ন ছোয়া - পরিবার একদিন ঠিকই মেনে নিবে-

- কিন্তু পরিবারের জন্য প্রিয় মানুষকে হারালে কখনো ফিরে পাবে না....!🖤🥀🥺
(1)

মাঝে মাঝে আমার কি যে হয়ে যায়। আমি নিজেও বুঝি না। হুটহাট মনে খারাপ হয়ে যাওয়া, ব্যাপার টা খুবই বাজে!'
08/08/2025

মাঝে মাঝে আমার কি যে হয়ে যায়। আমি নিজেও বুঝি না।
হুটহাট মনে খারাপ হয়ে যাওয়া, ব্যাপার টা খুবই বাজে!'

যদি এমন কাউকে ভালোবেসে ফেলেন, যে একদিন আপনাকে চোখে চোখে আগলে রাখে, আর বাকি চারদিন আপনাকে ভেতরে ভেতরে পোড়ায়, জানবেন সে শু...
08/08/2025

যদি এমন কাউকে ভালোবেসে ফেলেন, যে একদিন আপনাকে চোখে চোখে আগলে রাখে, আর বাকি চারদিন আপনাকে ভেতরে ভেতরে পোড়ায়, জানবেন সে শুধু প্রেমিক নয়, সে একজন নিঃসন্দেহে নার্সিসিস্ট। এমন মানুষ নিজের আনন্দ আর তৃপ্তির জন্য আপনার মনকে খেলনার মতো ঘুরিয়ে ঘুরিয়ে দেখে, আপনার কষ্ট দেখেও শান্তির নিশ্বাস ফেলে।

নার্সিসিস্টদের সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, প্রথম দেখায় আপনি বুঝতেও পারবেন না। তারা চমৎকারভাবে কথা বলতে জানে, আপনাকে মুহূর্তেই মুগ্ধ করবে, আপনার চোখে চোখ রেখে এমনভাবে হাসবে যে মনে হবে পৃথিবীর সেরা মানুষটিকে পেয়েছেন। তারা হয়তো খুবই স্মার্ট, বুদ্ধিমান, আর সবার মন জয় করতে ওস্তাদ।

কিন্তু কাছ থেকে দেখলে বোঝা যায়, এরা আসলে ভয়ংকর এক ধরণের খেলোয়াড়। আপনার অনুভূতিগুলো আস্তে আস্তে তারা তাদের মুঠোয় পুরে নেয়, আপনাকে নিজের মতো করে ভাঙে গড়ে। যখন এদের আসল রূপ দেখবেন, তখন আবিষ্কার করবেন একেবারে ভিন্ন একজন মানুষ—যার মনে দয়া নেই, যিনি কেবল নিজের স্বার্থটুকু দেখে।

বিশ্ববিখ্যাত মনোবিজ্ঞানীরা বলেন, নার্সিসিস্টরা একধরনের দ্বিমুখী জীবনযাপন করে। বাইরে মানুষকে দেখায় তারা কত মানবিক, কত সৎ আর কেয়ারিং। কিন্তু নিজের ঘরের দরজার ভেতর তারা হয়ে ওঠে হৃदयহীন, স্বার্থপর, আর নির্মম এক স্বত্বা—যা শুধু প্রিয় মানুষকে কষ্ট দিয়ে আনন্দ পায়।

এরা ভালোবাসা দিয়েই আপনাকে আটকাবে, আবার সেই ভালোবাসার নামেই আপনার মন ভেঙে ফেলবে। যখন আপনি এদের কথার বা ইচ্ছের বিরুদ্ধে দাঁড়াবেন, তখনই বুঝতে পারবেন তাদের আসল রূপ। আপনার চোখের জল, কাকুতি-মিনতি কিছুই তখন আর ওদের কাছে দাম পাবে না।

সবচেয়ে কষ্টের জায়গাটা হলো, এরা কখনো পরিবর্তন হয় না। এরা মনে করে, তাদের কথাই সঠিক, তারা সবার চেয়ে আলাদা আর বিশেষ। আর সবচেয়ে কাছের মানুষটিকেই তারা সবচেয়ে বেশি কষ্ট দেয়, মানসিক খেলায় পরিণত করে।

তাই যদি এমন কারো প্রেমে পড়েন, খেয়াল রাখবেন, যেন তার সুন্দর মুখোশের আড়ালে লুকোনো অন্ধকার আপনাকে গিলে না ফেলে।

আমরা সকলেই কারো না কারো কাছে ভীষণরকম অসহায়। দেখা যায় পুরো পৃথিবী যাকে মাথায় তুলে রাখে, সেই মানুষও নির্দিষ্ট একজনার কাছে ...
07/08/2025

আমরা সকলেই কারো না কারো কাছে ভীষণরকম অসহায়। দেখা যায় পুরো পৃথিবী যাকে মাথায় তুলে রাখে, সেই মানুষও নির্দিষ্ট একজনার কাছে কেবল অবহেলার পাত্র হয়ে রয় সবসময়। যার একফোঁটা ভালোবাসা পেলে যে কেউ নিজেকে ধন্য মনে করবে, দেখা যায় তার সবটুকু ভালোবাসা পাওয়ার পরও একজন তাকে পায়ে ঠেলে অন্যত্র চলে গেছে।

যে পুরুষের জন্য শতশত তরুণী ঘুম হারাম করে বসে আছে। রোজ তাকে নিয়ে স্বপ্ন সাজাতে ব্যস্ত। ইশারা পেলেই সব ছাড়তেও দ্বিধা করবে না। সেই পুরুষটাও হয়তো সবার অগোচরে নির্দিষ্ট কারো বিরহে ছারখার হচ্ছে রাতজুড়ে। যে মেয়ের জন্য লাখো পুরুষ মরিয়া, যার এক ঝলকের জন্য প্রহর গোনে শতবছর, তাকে পাওয়ার তরে সবকিছু করতে পারে। সেই মেয়েটাও হয়তো তার মানুষটাকে নিজের করে না পেয়ে দুঃখে, ক্ষোভে, রাগে সবকিছু থেকে মুখ ফিরিয়ে রেখেছে।

পৃথিবীর চমৎকার একটা দিক আছে। সে তোমাকে অনেককিছু দেবে, দরকার হয় সবটাই দিয়ে দেবে। কেবল বঞ্চিত করবে তোমার কাঙ্খিত বস্তু কিংবা তীব্রভাবে চাওয়া সেই ব্যক্তি থেকে। যার জন্য তুমি ভেবে বসে আছো- তাকে ছাড়া বাঁচতে পারবে না। জীবন ঠিক সেই মানুষকে ছাড়া তোমাকে জীবন কাটাতে বাধ্য করে দেখিয়ে দেবে সবই সম্ভব।

প্রথম প্রথম নিজেকে খুব লাকি মনে হবে। দিনে ৫০ খানা ম্যাসেজ, ১০বার ফোন, 'কবে দেখা করবে?' এর আব্দার। 'কী করছো? ম্যাসেজের উত...
07/08/2025

প্রথম প্রথম নিজেকে খুব লাকি মনে হবে। দিনে ৫০ খানা ম্যাসেজ, ১০বার ফোন, 'কবে দেখা করবে?' এর আব্দার।
'কী করছো? ম্যাসেজের উত্তর দিচ্ছ না কেন? ফোন করোনি কেন? আমায় মনে পড়ে না বুঝি? স্নান করেছো? খেয়েছো? ঘুমিয়ে পড়ো কিন্তু! নিজের যত্ন নাও ঠিক করে...' কতো কেয়ার, কতো ভালোবাসা, নিজেকে খুব মূল্যবান মনে হবে। মনে হবে এই তো সে, যার জন্য আমাকে পাঠিয়েছেন ঈশ্বর।

তারপর আস্তে আস্তে যত সময় কাটবে, সম্পর্কের শরীর থেকে উরে যাবে টাটকা তরতাজা গন্ধ, তত কমে যাবে ফোন, ম্যাসেজ, দেখা করার ইচ্ছা।
'ফোন তোলোনি কেন? ম্যাসেজের উত্তর দাওনি কেন? এত্ত ব্যস্ত যে সারাদিনে একটা ফোন করতে পারোনি?'
এ'সব প্রশ্নের উত্তরে আসবে, 'এত এক্সপ্ল্যানেশন দিতে হবে নাকি তোমাকে কথায় কথায়?' , 'বিরক্ত কোরো না তো, পরে কথা বলছি'...
প্রশ্ন একই থাকবে, উত্তর বদলে যাবে।

তখন নিজেকে আর মূল্যবান বা লাকি মনে হবে না, বরং খুব বোকা লাগবে যে একদিন নিজেকে এত্ত ইম্পর্টেন্ট ভেবেছিলাম।
শোনো, মানুষ পাশে বসে, সুখ দুঃখের গল্প করে, হাতের ভিতর হাত রেখে মায়া বাড়ায় তারপর হঠাৎ করে একদিন বিনা নোটিশে সব মায়া ভেঙে দেয়। এটাই জীবন।
তাই আজ নতুন কোনও মানুষ যদি তোমার খুব খেয়াল রাখে, খুব যত্ন করে, খুব খোঁজ খবর নেয় চারবেলা; তবে শুরুতেই নিজেকে ভীষণ লাকি বা সেই মানুষটাকে খুব কেয়ারিং ভেবে ফেলো না। অপেক্ষা করো, আগে দেখো, সময়ের ঝড়ে তার যত্ন-ভালোবাসা-অভ্যাস সব ধীরে ধীরে উরে যায় নাকি!
আসলে এক্সপেক্টেশন একটু কমই থাকা ভালো। পরে সব ভেঙে গেলে, যন্ত্রণা কম হয়...
😢😢😢😢😢😢😢😢 So be careful 🙏🙏🙏

সেদিন বিচ্ছেদ হয়নি, তোমার ইচ্ছে পূরণ হয়েছিলো আর আমার হয়েছিল ধ্বংস।🖤
07/08/2025

সেদিন বিচ্ছেদ হয়নি, তোমার ইচ্ছে পূরণ হয়েছিলো আর আমার হয়েছিল ধ্বংস।🖤

মানুষ আপনাকে তখনই ভালোবাসবে, যখন আপনি সুন্দর, ধনী বা হারিয়ে যাবেন!💔😥
06/08/2025

মানুষ আপনাকে তখনই ভালোবাসবে, যখন আপনি সুন্দর, ধনী বা হারিয়ে যাবেন!💔😥

আমাকে ভুলে যেয়ো তুমি; যেমন করে আমি ভুলে যেতাম তোমার দেওয়া সকল ব্যথা। যেমন করে আমি ভুলে যেতাম, আমিও র`ক্তে-মাংসে গড়া একজন...
06/08/2025

আমাকে ভুলে যেয়ো তুমি; যেমন করে আমি ভুলে যেতাম তোমার দেওয়া সকল ব্যথা। যেমন করে আমি ভুলে যেতাম, আমিও র`ক্তে-মাংসে গড়া একজন মানুষ।

আমাকে ভুলে যেয়ো তুমি; যেমন করে আমি ভুলে যেতাম প্রচণ্ড বুক ব্যথায় নিশ্বাস থেমে আসার যন্ত্রণা, যে যন্ত্রণা ছিলো তোমার হাসির কাছে ভিষণ তুচ্ছ আর সামান্য।

আমাকে মনে রাখলে তুমি কখনোই ভালো থাকতে পারবেনা। এত অমানবিক নিষ্ঠুরতার পরেও যে তোমাকে এতটুকু দুখী দেখতে পারেনা, অন্য কারো দেওয়া দুঃখের সময় তুমি কিভাবে ভালো থাকবে?

নির্ঘাত তুমি আমার কথা মনে করে চোখের জল ফেলবে তখন। ভাববে আমিও কাউকে এভাবে দুঃখ দিতে ভালোবাসতাম, যে ভালোবাসতো আমাকে।

আমাকে ভুলে যেয়ো তুমি। আমাকে মনে রাখলে তোমার ভালো থাকার কোনো পথ দেখিনা আমি, তখন যে কী হাহাকার লাগে আমার তোমার জন্য!! তোমার ভালো থাকা জরুরী।

ভুলে যেয়ো; তোমার চিন্তায় আমি ঘুমাতে পারিনা। তুমি আমাকে ভুলে গেলেই আমি নিশ্চিন্তে ঘুমোতে পারবো যখন তখন। এত ভালো চাই তোমার এই দিকে তাকিয়ে হলেও, "আমাকে ভুলে যেয়ো তুমি।"

আমার ক্যান এমন লাগে, কইতে পারো?ক্যান তোমারে ছাড়া বেবাক দুঃখ আমারে ধ্বংস কইরা ছাড়ে? ক্যান তোমারে ছাড়া নিজেরে সুখী ভাববার ...
06/08/2025

আমার ক্যান এমন লাগে, কইতে পারো?
ক্যান তোমারে ছাড়া বেবাক দুঃখ আমারে ধ্বংস কইরা ছাড়ে? ক্যান তোমারে ছাড়া নিজেরে সুখী ভাববার পারি না? তুমি না থাকলে ক্যান জগতের বেবাক কিছু আমার বিশ্রী লাগে? ক্যান তোমার অবহেলায় জ্বর আইসা কাবু করে আমারে?

এই যে শত ব্যস্ত থাকার পরেও ক্ষণে ক্ষণে তোমার হাসি মুখটা চোখে ভেসে আসছে, এটা কি ভালোবাসা নয়? তোমাকে বারবার ছুঁয়ে দেখছি কল...
06/08/2025

এই যে শত ব্যস্ত থাকার পরেও ক্ষণে ক্ষণে তোমার হাসি মুখটা চোখে ভেসে আসছে, এটা কি ভালোবাসা নয়? তোমাকে বারবার ছুঁয়ে দেখছি কল্পনায়, এটা কি অস্বীকার করতে পারবে, ভালোবাসা নয়?

প্রেম কিংবা মোহ ভেবে তুমি এড়িয়ে যাও, কেবলই শরীরের চাহিদা বলে দায়সারা দিয়ে তুমি দিব্যি ভুলে থাকো আমায়!

আমার অস্থিরতা-ব্যকুলতায় তুমি প্রেমকে কাম ভেবে দূরত্ব বাড়াও, কাছে ডাকলেও সাড়া দাওনা!

তোমার অপেক্ষায় থাকতে থাকতে যখন হতাশায় জর্জরিত হয়ে, তোমার তীব্র আলিঙ্গন চাই; তখন তুমি ঘৃণায় মুখ ফিরিয়ে নাও। আলিঙ্গনে নাকি তোমার দম বন্ধ হয়ে আসে!

পুরুষ মানুষ তো!
এটুকু মানিয়ে কিংবা মেনে নিতে পারো না? দুশ্চরিত্র তো আর নই, সব নারীর প্রতিই তো আগ্রহ কাজ করে না! সব নারীকেই তো আর ছোঁয়ার ইচ্ছে কিংবা বাসনা জাগে না। অন্য কোনো নারীর দিকে তাকানো তো দূরের কথা, ফিরেও যে তাকাতে ইচ্ছে করে না চোখ তুলে।

আমি যে তোমাতে আসক্ত।
তোমার মন বলো, শরীর বলো কিংবা তোমার গায়ে জড়ানো শাড়িটার কথাই বলো; সবকিছুতে আমি সারাক্ষণ বিভোর থাকি। তবে এটা কি ভালোবাসা নয়?

তোমার ভালোবাসার অংকে আমি উপপাদ্য প্রমাণ করতে না পারি, অন্তত এটুকু তো বোঝো? কাউকে ভালোবাসলে নিজেকে উজাড় করেই বাসতে হয়।

এত শত মিথ্যার ভীড়ে, এই কথা তো তোমার কাজল কালো দু'চোখের নিষ্পাপ জলের মতোই সত্যি, " তোমাকে ছাড়া বেঁচে থাকা যায় ঠিকই, তবে ভালো থাকা যায় না–একদমই ভালো থাকা যায় না! "

কেউ দেহে ম.রে কেউ বিশ্বাসে ম.রে,কেউ ম.রে ভরসায়। বলবো না তুমি কোথায় মরলে। তিন কবুলে অবিশ্বাসে নাকি নিশ্বাসে।শুধু জানি তুম...
06/08/2025

কেউ দেহে ম.রে কেউ বিশ্বাসে ম.রে,কেউ ম.রে ভরসায়। বলবো না তুমি কোথায় মরলে।
তিন কবুলে অবিশ্বাসে নাকি নিশ্বাসে।শুধু জানি তুমি আর কখনো ফিরবে না।ফিরতে পারবে না!
তুমি যে আড়াই হাত মাটির নিচে চলে গেছো,ওখান থেকে যে কেউ কখনো ফিরে আসে না, আসেনি কখনো।
ফিরে আসবে পথ নেই তোমার।
আমারও জানা নেই ফিরিয়ে আনার পথ কোথায়?

৬ ইঞ্চি কপালে তুমি নেই,কিন্তু দেখো ২৮৩.৪৯ গ্রাম হৃদয়ে তুমি কেমন না চাইতেও থেকে গেছো।
তোমাকে ভুলে যাওয়ার সমীকরণটা মনে হয় ভুল লিখেই পাস করেছি।মস্তিষ্ক নামক পরীক্ষক হয়তো আমাকে অসাবধানতায় পাস করে দিয়েছিল আর না হলে মায়ায়।আমি বোধহয় তোমাকে এখনও ভালবাসি, নয়তো নতুন জীবনে আবার তোমার মতো কাউকে খুজতাম না।

তুমি মস্তিষ্কের পিসিতে কপি করা ছিলে নতুন করে যাই লিখতে যাই পেস্ট হয়ে যায়। তোমার চোখ নাক কান গলা তোমার মুখ, তোমার হাসি।
তোমার কন্ঠস্বর ভেসে আসে নতুন গানে, নব বসন্তের দিগন্তে। আমি বোধহয় তোমাকে এখনও ভালবাসি, এখনও ভালবাসি।

তোমার আদর,যত্ন,ভরসায়, রাগে,অনুরাগে অভিমানে নতুনে যে তোমাকেই আমার লাগবে। তোমাকে ছাড়া আমার চলবেই না। আমি বোধহয় তোমাকে এখনও ভালবাসি।এই ভালবাসার সীমান্ত নেই,অসীম। ভালবাসা ম.রে না।
ম.রে যায় কেবল দেহের মানুষ, বিশ্বাসের মানুষ আর ভরসা মানুষ।

তুমিও মরেছো কোথাও না কোথাও, চাইলেও ফিরিয়ে আনা যায় না,ফিরতে পারে না আগের জায়গায়।

📍📍মানুষ সত্যিই ভুলে যায়“কিছু সময় চুপ থেকে দেখলাম, মানুষ সত্যি ভুলে যায়।”এই কথাটি শুধুই একটি বাক্য নয়; এটি এক গভীর উপল...
05/08/2025

📍📍মানুষ সত্যিই ভুলে যায়
“কিছু সময় চুপ থেকে দেখলাম, মানুষ সত্যি ভুলে যায়।”এই কথাটি শুধুই একটি বাক্য নয়; এটি এক গভীর উপলব্ধির প্রতিফলন। সম্পর্ক, ভালোবাসা, ত্যাগ, স্মৃতি সবই যেন সময়ের প্রবল স্রোতে একদিন বিস্মৃতির অতলে তলিয়ে যায়।

মানুষের মন ক্ষণস্থায়ী। আজ যে মানুষ কাঁদে, ভালোবাসে, প্রতিশ্রুতি দেয় কাল সে-ই হয়তো এক নতুন পরিবেশ, নতুন সম্পর্ক কিংবা নতুন চাহিদার মধ্যে পুরনো সব কিছু ভুলে যায়। এই ভুলে যাওয়ার ক্ষমতা কখনো আশীর্বাদ, আবার কখনো অভিশাপ হয়ে ওঠে।

প্রতিটি সম্পর্কের পেছনে থাকে বহু মুহূর্ত, বহু স্মৃতি, কিছু হাসি আর কিছু চোখের জল। কিন্তু সময় যখন এগিয়ে যায়, তখন সেই মুহূর্তগুলোকে ধারণ করার দায় যেন একপাক্ষিক হয়ে পড়ে। আপনি হয়তো এখনো ধরে রেখেছেন কারো জন্য একঝাঁক স্মৃতি, অথচ তিনি হয়তো আপনাকে এক কোণায় রেখে জীবনের আরেক অধ্যায়ে পা রেখে দিয়েছেন।

সবচেয়ে বড় ব্যথা তখনই হয়, যখন আপনি বুঝতে পারেন যার জন্য আপনি ছিলেন নিঃশর্ত, সেই মানুষটিই আজ আপনাকে স্মরণ করাও প্রয়োজন মনে করে না। আপনি হয়তো তাকে ছোট্ট একটা বার্তা পাঠান, তার কথা মনে করেন, অথচ সে ব্যস্ত নতুন মানুষ, নতুন আলাপ, নতুন পৃথিবী নিয়ে।

এই ভুলে যাওয়ার বাস্তবতা ভয়াবহ হলেও অস্বীকার করার উপায় নেই। কেউ মনে রাখে কৃতজ্ঞতাবশত, কেউ ভুলে যায় স্বার্থপরতাবশত। তবে আপনি যা করেছেন, যেভাবে নিঃস্বার্থ ছিলেন, তার মূল্য সময় বুঝতে না পারলেও জীবনের কোনো না কোনো পর্যায়ে তা ফিরে আসে অন্য রূপে, অন্য উপলব্ধিতে।

তবে কি ভুলে যাওয়াই মানুষের স্বভাব?

আসলে মানুষ ভুলে যায়, কারণ মানুষই সময়ের সন্তান। সময় সবকিছুকে ধুয়ে নিয়ে যায় মনে রাখার তাগিদ থাকলে কিছু থেকে যায়, না হলে মুছে যায়। কিন্তু ভুলে যাওয়ার আগে একজন মানুষ যেন বুঝতে শিখে কারা তাকে সত্যিই ভালোবেসেছিল, আর কারা ছিল শুধু পাশে।

উপসংহার:

কিছু সময় চুপ থেকে দেখলে সত্যিই বোঝা যায় মানুষ ভুলে যায়। কিন্তু আপনার মনের গভীরে যে ভালবাসা, যে স্মৃতি, সেই জায়গা যেন কখনো বিষিয়ে না ওঠে। তাদের ভুলে যাওয়ার অধিকার থাকলেও, আপনার মনে রাখার সৌন্দর্য থাকুক। কারণ সম্পর্কের সত্যিকার মর্যাদা ভুলে যাওয়া নয়, হৃদয়ে ধরে রাখা।

Address

Chhay Gram Bazar, Burichong
Cumilla
3192

Alerts

Be the first to know and let us send you an email when স্বপ্ন ছোয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to স্বপ্ন ছোয়া:

Share