
14/07/2025
একটা বয়সে কিংবা সময়ে এসে সবার কাছেই অপ্রিয় হয়ে যেতে হয়! ভালো কাজেও কখনো কখনো সবাই দোষ ধরা শুরু করে। আপনার চলাফেরা, কথা-বার্তা যতই মার্জিত হোক না কেন, সেখানেও মানুষ আপনাকে ভুল ধরবে!
খুব কাছের মানুষগুলোও আপনাকে পছন্দ করবে না আর, আপনি সবার চোখে অসহ্য হয়ে যাবেন! আস্তে আস্তে এতটা বিরক্তিকর হয়ে যাবেন সবার কাছে যে, নিজেকে একদম একা আবিষ্কার করতে একপ্রকার বাধ্যই হবেন।
সামান্য শান্তি, ভরসা, দয়া পেতে যখন আপনি মরিয়া, তখন কাছের মানুষগুলোই আপনাকে দূরে ঠেলে দিবে! যারা আপনার সুসময়ে বন্ধু সেজে ছিল, তারা তো সবার আগে আপনাকে এভোয়েড করতে থাকবে!
জানেন তো?
পৃথিবীতে একমাত্র মানুষ নামের প্রাণীগুলোই কাউকে ভালো না বেসেও দিব্যি ভালোবাসার অভিনয় করে যেতে পারে। কাউকে ঘৃণার চোখে দেখেও, দিব্যি উপরে উপরে পছন্দের মানুষ হিসাবে আখ্যায়িত করতে পারে। আর এটা ঠিক তখনই অনুধাবন করতে পারবেন, যখন আপনার সময়টা আপনার বিপরীতে। মানুষ যতই বলুক তারা আপনার ভালো চায়, আপনার শুভাকাঙ্ক্ষী, তাদের কথা ঠিক ততক্ষণ অবধি বিশ্বাস করতে নেই, যতক্ষণ না আপনার সময় আপনার বিপরীতে অবস্থান করছে। যতক্ষণ না মানুষ আপনাকে তার আসল রূপটা দেখাচ্ছে।
স্রোতের সাথে যে কেউ ঘা ভাসাতেই পারে। তবে স্রোতের বিপরীতে আপনার সাথে ঠিক ক'জন থাকে, এটাই হচ্ছে দেখার বিষয়। ততদিন মানুষকে অপছন্দ করতে দিন, ঘৃণা করতে দিন, দূরে চলে যেতে দিন। দু'চোখ বন্ধ করে লম্বা একটা শ্বাস ছাড়ুন আর সবকিছুকে যেতে দিন।