স্বপ্ন ছোয়া

স্বপ্ন ছোয়া - পরিবার একদিন ঠিকই মেনে নিবে-

- কিন্তু পরিবারের জন্য প্রিয় মানুষকে হারালে কখনো ফিরে পাবে না....!🖤🥀🥺
(1)

একটা বয়সে কিংবা সময়ে এসে সবার কাছেই অপ্রিয় হয়ে যেতে হয়! ভালো কাজেও কখনো কখনো সবাই দোষ ধরা শুরু করে। আপনার চলাফেরা, কথা-ব...
14/07/2025

একটা বয়সে কিংবা সময়ে এসে সবার কাছেই অপ্রিয় হয়ে যেতে হয়! ভালো কাজেও কখনো কখনো সবাই দোষ ধরা শুরু করে। আপনার চলাফেরা, কথা-বার্তা যতই মার্জিত হোক না কেন, সেখানেও মানুষ আপনাকে ভুল ধরবে!

খুব কাছের মানুষগুলোও আপনাকে পছন্দ করবে না আর, আপনি সবার চোখে অসহ্য হয়ে যাবেন! আস্তে আস্তে এতটা বিরক্তিকর হয়ে যাবেন সবার কাছে যে, নিজেকে একদম একা আবিষ্কার করতে একপ্রকার বাধ্যই হবেন।

সামান্য শান্তি, ভরসা, দয়া পেতে যখন আপনি মরিয়া, তখন কাছের মানুষগুলোই আপনাকে দূরে ঠেলে দিবে! যারা আপনার সুসময়ে বন্ধু সেজে ছিল, তারা তো সবার আগে আপনাকে এভোয়েড করতে থাকবে!

জানেন তো?
পৃথিবীতে একমাত্র মানুষ নামের প্রাণীগুলোই কাউকে ভালো না বেসেও দিব্যি ভালোবাসার অভিনয় করে যেতে পারে। কাউকে ঘৃণার চোখে দেখেও, দিব্যি উপরে উপরে পছন্দের মানুষ হিসাবে আখ্যায়িত করতে পারে। আর এটা ঠিক তখনই অনুধাবন করতে পারবেন, যখন আপনার সময়টা আপনার বিপরীতে। মানুষ যতই বলুক তারা আপনার ভালো চায়, আপনার শুভাকাঙ্ক্ষী, তাদের কথা ঠিক ততক্ষণ অবধি বিশ্বাস করতে নেই, যতক্ষণ না আপনার সময় আপনার বিপরীতে অবস্থান করছে। যতক্ষণ না মানুষ আপনাকে তার আসল রূপটা দেখাচ্ছে।

স্রোতের সাথে যে কেউ ঘা ভাসাতেই পারে। তবে স্রোতের বিপরীতে আপনার সাথে ঠিক ক'জন থাকে, এটাই হচ্ছে দেখার বিষয়। ততদিন মানুষকে অপছন্দ করতে দিন, ঘৃণা করতে দিন, দূরে চলে যেতে দিন। দু'চোখ বন্ধ করে লম্বা একটা শ্বাস ছাড়ুন আর সবকিছুকে যেতে দিন।

মানুষ আমারে এমন ভাবে ভাঙে যেনও আমি কাঠের ‘পুতুল’আমার “ব্যথা” লাগেনা.!😔💔
14/07/2025

মানুষ আমারে এমন ভাবে ভাঙে যেনও আমি কাঠের ‘পুতুল’আমার “ব্যথা” লাগেনা.!😔💔

গল্পটা শেষ হলেও, মানুষটা আমার খুব শখের ছিল শুধু আমি তোমার যোগ্য ছিলাম না!💔😅
14/07/2025

গল্পটা শেষ হলেও, মানুষটা আমার খুব শখের ছিল শুধু আমি তোমার যোগ্য ছিলাম না!💔😅

কিছু মানুষ আমাদের ভাগ্যে থাকে না, তবে হৃদয়ে, স্মৃতিতে চিরকালের জন্য থেকে যায়..!❤️‍🩹
13/07/2025

কিছু মানুষ আমাদের ভাগ্যে থাকে না, তবে হৃদয়ে, স্মৃতিতে চিরকালের জন্য থেকে যায়..!❤️‍🩹

পৃথিবীর সবকিছু পেয়ে গেলেও তোমাকে আর, কোনো কালেই পাবো না, এই একখানা আপসোস আমার সারাজীবন থাকবে..!'🥺❤️‍🩹
13/07/2025

পৃথিবীর সবকিছু পেয়ে গেলেও তোমাকে আর, কোনো কালেই পাবো না, এই একখানা আপসোস আমার সারাজীবন থাকবে..!'🥺❤️‍🩹

একদিন তুমি নিজেই ফিরে দেখবে,, যে হাতটা ধরতে পারতে সেটা কতটা দামী ছিল।একদিন তোমার চোখেই জমে উঠবে না-পাওয়া ভালোবাসার কুয়াশ...
13/07/2025

একদিন তুমি নিজেই ফিরে দেখবে,, যে হাতটা ধরতে পারতে সেটা কতটা দামী ছিল।

একদিন তোমার চোখেই জমে উঠবে না-পাওয়া ভালোবাসার কুয়াশা। তখন আর আমি থাকবো না, তোমার নাম ধরে অপেক্ষা করবো না।

তুমি বুঝবে-
আমি ছিলাম না কোনো ভিখারি, ভালোবাসা দিয়েছি রাজার মতো।

তুমি বুঝবে-
যাকে অবহেলা করেছিলে, যাকে গুরুত্বহীনতায় রেখেছিলে সেই ছিল তোমার জীবনের সবচেয়ে সত্যি আশ্রয়।

কিন্তু সেই দিন, প্রিয় আমি ফিরবো না আর।

- মানুষ প্রশ্নের ব্যাখ্যা খুঁজে, আর আমি তো আমার জীবনেরই কোনো ব্যাখ্যা খুঁজে পাই না!'😅🌸
13/07/2025

- মানুষ প্রশ্নের ব্যাখ্যা খুঁজে, আর আমি তো আমার জীবনেরই কোনো ব্যাখ্যা খুঁজে পাই না!'😅🌸

আমি কতোই না চেষ্টা করে ছিলাম তোমায় ফেরাতে, তবে তুমি আর ফিরলে-বা কই!💔😅
12/07/2025

আমি কতোই না চেষ্টা করে ছিলাম তোমায় ফেরাতে, তবে তুমি আর ফিরলে-বা কই!💔😅

হাসিখুশি চঞ্চল মানুষ'টা কেন যে হঠাৎ করে নিরব হয়ে গেলো, কেউ আর তাহার খুঁজ নিলো না! 🙂❤️‍🩹
12/07/2025

হাসিখুশি চঞ্চল মানুষ'টা কেন যে হঠাৎ করে নিরব হয়ে গেলো, কেউ আর তাহার খুঁজ নিলো না! 🙂❤️‍🩹

বয়স আদৌ বেশি হয়নি, অথচ শরীর-মন দুটোই কত ক্লান্ত.!😥💔🥀
12/07/2025

বয়স আদৌ বেশি হয়নি, অথচ শরীর-মন দুটোই কত ক্লান্ত.!😥💔🥀

মানুষ আকাশের তারা'দের দিকে তখনই তাকায়! যখন সে পৃথিবীর বুকে প্রিয় কোনো জিনিস হারিয়ে ফেলে!'😊❤️‍🩹
12/07/2025

মানুষ আকাশের তারা'দের দিকে তখনই তাকায়! যখন সে পৃথিবীর বুকে প্রিয় কোনো জিনিস হারিয়ে ফেলে!'😊❤️‍🩹

আমাদের ভালো থাকাটা কেন যেন হয়ে ওঠে না আসলে! যাদের সংস্পর্শে আমরা একটু ভালো থাকতে পারি, তারাও কেন যেন ধরাছোঁয়ার বাইরে থাক...
11/07/2025

আমাদের ভালো থাকাটা কেন যেন হয়ে ওঠে না আসলে! যাদের সংস্পর্শে আমরা একটু ভালো থাকতে পারি, তারাও কেন যেন ধরাছোঁয়ার বাইরে থাকে!

জীবনে যাদের সবচেয়ে কাছের মানুষ ভাবি, আপন ভাবি, তারাও যোজন যোজন দূরত্বে বাস করে পর মানুষের মতো আচরণ করে। সামান্য একটু ভালো থাকার লোভে আমরা যারা জীবনে শুধু ত্যাগ করে চলি, পৃথিবীর সব দুঃখ-কষ্ট যেন আমাদের জীবনেই এসে ভীড় জমায়!

একাকিত্ব আর হতাশার হাত থেকে বাঁচতে আমরা যারা সামান্য একটু সঙ্গ চাই, সেই সঙ্গই যেন আমাদের আরও দ্বিগুণ নিঃসঙ্গ করে দেয়! যাকে বিশ্বাস করে হৃদয়ের সব ভালোবাসা নিংড়ে দেই, সেই বিশ্বাসের ঘরে আগুন দিয়ে নিশ্চিন্তে থাকে।

আমরা যারা ভালোবাসা লোভী, সামান্য ভালো থাকার লোভী, ঠিক আমাদের মতো মানুষদেরই চরম ভাবে ঠকানো হয়! আমরা যারা সরল মনের মানুষ, ঠিক আমাদের মতো মানুষের মনটাকেই বেছে নেয়া হয়।

চতুরতা দিয়ে যারা পৃথিবী গিলে খায়, এই আমাদের মতো কোমল হৃদয়ের মানুষগুলোই তাদের কাছে অসহায়! আমরা যদি ভালো থাকার আশা করি, আমাদের ভালো থাকতে দেয়া হয় না। এমন ভাবে অনুভূতি আর বিশ্বাস নষ্ট করে দেয়া হয়, আমরা বেঁচে থাকতে মানুষকে বিশ্বাস করতে ভয় পাই, ভরসা করতে ভয় পাই। আমাদের বেঁচে থাকতে হয়, অসীম মৃ ত্য র যন্ত্রণা নিয়ে!

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when স্বপ্ন ছোয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to স্বপ্ন ছোয়া:

Share