মাহ্ফুজুল হক সরকার

মাহ্ফুজুল হক সরকার اَلسَلامُ عَلَيْكُم وَرَحْمَةُ اَللهِ وَبَرَكاتُهُ‎
নামাজ ছেড়ো না বন্ধু, দুনিয়ার থেকে আখিরাত, অনেক কঠিন।

24/08/2025

কতবার ডাকা হলো কল্যাণের দিকে আসো,
অথচ তুমি ক্ষতিগ্রস্ত হয়েই রইলে।
কতবার তোমাকে ডাকা হলো সালাতের দিকে আসো, অথচ তুমি ফাসাদের ওপরই অনড় থাকলে! ................[বই : সময়কে কাজে লাগান, পৃষ্ঠা- ২৪]

24/08/2025

যে ব্যক্তি তিনবার আল্লাহর কাছে জান্নাতের প্রত্যাশা করে; জান্নাত বলবে, হে আল্লাহ! তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও। জান্নাত চাওয়ার জন্য এভাবে দু'আ করতে পারেন বেশি বেশি:-

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْجَنَّةَ

"আল্ল-হুম্মা ইন্নী আস্ আলুকাল জান্নাহ"।
অর্থাৎ- হে আল্লাহ! আমি তোমার নিকট জান্নাত চাই।

মিশকাতুল মাসাবীহ/হাদিস নম্বরঃ ২৪৭৮

23/08/2025

জীবনসঙ্গী থাকুক কিংবা না থাকুক- আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর হলে একাকিত্বও উপভোগ্য হয়!

#সংগৃহিত

22/08/2025

আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসুলাল্লাহ (ﷺ).
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ (ﷺ).❤️

21/08/2025

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন “তোমরা মৃত্যু'কে বেশি বেশি স্মরণ করো, কেননা এটি সব রকম ভোগ-বিলাসের স্বাদ নষ্ট করে দেয়”
[তিরমিজি, হাদিস: ২৩০৭]

21/08/2025

মানুষ! আমাদের ১০০০ ভালো গুন ভুলে যায় ১টা দোষ পেলে!
আল্লাহ! আমাদের ১০০০ গুনাহ ক্ষমা করে দেন ১ টি ভালো আমলের বিনিময়ে!.............................................সুবহানআল্লাহ।🌺

20/08/2025

নবীজি ﷺ বলেছেন:
"যে ব্যক্তি হালাল রিজিক উপার্জনের জন্য চেষ্টা করে, সে আল্লাহর রাস্তায় মুজাহিদের মতো।"
— (মু'জামুল আওসাত: ৮০১৭)

20/08/2025

সূরা ইয়াসিন
এর এমন একটা আয়াত আছে যেটা জিকির করলে জীবনের সকল সমস্যা দূর হয়ে যায়
سَلَامٌ قَوْلًا مِّن رَّبٍّ رَّحِيمٍ
"সালামুন কাওলাম মীর রাব্বীর রাহীম"
(আয়াতঃ- ৩৬:৫৮)

19/08/2025

মানুষ আমাদের খারাপ কাজ মনে রাখে এবং ভালো কাজ ভুলে যায়!
আল্লাহ আমাদের ভালো কাজ মনে রাখে এবং খারাপ কাজ ক্ষমা করে দেন!
আলহামদুলিল্লাহ

18/08/2025

ফজর হলো সেই পবিত্র সময় যখন আকাশের অন্ধকার কাটতে শুরু করে, আর মুমিনের হৃদয় আল্লাহর স্মরণে জেগে ওঠে। এটি শুধু দিনের সূচনা নয়, বরং হৃদয়ে প্রশান্তি, বরকত আর রহমতের দ্বার খুলে দেওয়ার এক অপূর্ব সুযোগ!

18/08/2025

যখনি আমি অসুস্থ হতাম তখন আমি কালোজিরা খেতাম।

হযরত মোহাম্মদ (সাঃ)
-(সহীহ বুখারী: ৫৬৮৭)

23/02/2025

সুসংবাদ তাঁর জন্য
যে রমাদানের আগেই নিজের নফসকে পরিশুদ্ধ করে নিতে পেরেছে।

~আমর ইবনে কায়েস

Address

Chandina
Cumilla
3510

Telephone

+8801674117183

Website

Alerts

Be the first to know and let us send you an email when মাহ্ফুজুল হক সরকার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মাহ্ফুজুল হক সরকার:

Share