05/06/2025
আরবি:
لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ، لَا شَرِيكَ لَكَ
📖 বাংলা উচ্চারণ:
লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল-হামদা ওয়ান-নিঅ’মাতা লাকা ওয়াল-মুল্ক, লা শারিকা লাক।
🌟 বাংলা অর্থ:
“আমি হাজির, হে আল্লাহ! আমি হাজির। আপনার ডাকে সাড়া দিতে আমি হাজির। আপনার কোনো শরীক নেই, আমি হাজির। নিঃসন্দেহে সমস্ত প্রশংসা, সমস্ত নিয়ামত ও সার্বভৌমত্ব আপনারই। আপনার কোনো শরীক নেই।”