06/09/2022
পৃথিবী সমন্ধে কিছু তথ্যঃ
১.পৃথিবীর "ডেথ ভ্যালি" নামক জায়গায় পাথর হাটাচলা করতে দেখা যায়।
২.পৃথিবী একমাত্র গ্রহ যার পোল গুলো জায়গা বদল করে। উত্তর - দক্ষিন পোল দুটি ২ থেকে ৩ লাখ বছরে একবার জায়গা বদলায়।
৩.পৃথিবীর একটা সময় দুটো চাঁদ ছিলো বলে মনে করা হতো আর এখনো মনে করা হয়।
৪. পৃথিবীর উপগ্রহ চাদকে মৃত মরে করা হতো। কিন্তু এখন আর মনে করা হয়না কারন চাদেও ভুমিকম্প হয় যাকে "মুনকোয়েক" বলে।
৫. "মারিয়ানা ট্রেঞ্চ" গ্রহের সবথেকে গভীরতম জায়গা প্রায় সমুদ্র পিষ্ট হতে ১১ কিলোমিটার গভীর। সবথেকে উচু মাউন্ড এভারেস্ট এর উচ্চতা ৮.৮কিলোমিটার।
৬. পৃথিবিতে দিন দিন স্বচ্ছ পানির হারিয়ে যাচ্ছে ক্লাইমেট চেঞ্জ এর কারনে।
৭. এই সবুজ পৃথিবী একসময় বেগুনি রঙের মতো দেখাতো।
৮. পৃথিবীর সবগুলো মহাদেশ আগে একত্রে একটি মহাদেশ ছিলো।
৯. পৃথিবীতে কিছু হ্রদ বিস্ফোরন করতে পারে কারন এই হ্রদ গুলোর নিচে আগ্নেয়গিরি রয়েছে।
১০. পৃথিবীতে দৈনিক ৬০টন কসমিক ডাস্ট পড়ে।
১১. পৃথিবী সবথেকে গরম জায়গা কেলিফোর্নিয়ামে ধরা হয় এখানে একবার তাপমাত্রা ১৩৪ ডিগ্রি ফারেনহাইট বা ৫৬ ডিগ্রি সেলসিয়াস থাকে।
১২. পৃথিবী একমাত্র গ্রহ যে নিজেকে রিসাইকেল করতে পারে মানে আবার নিজেকে সুন্দর ভাবে তৈরি করতে পারে।
১৩. হাওয়াই তে পৃথিবীর সবথেকে একটিভ আগ্নেয়গিরির গুলোর সন্ধান পাওয়া যায়।
১৪. চিলিতে পৃথিবীর সবথেকে বড় মাত্রার ভুমিকম্প হয় যার মেগনেটিউট ছিলো ৯.৫ যাতে প্রায় ৬০০০ মানুষ মারা যায়।
#সংগ্রহীত