19/06/2025
অনেক দিন আগে শুরু করেছিলাম এই পেইজে,
হাসি, মজা আর আমার ছোট ছোট অনুভূতি শেয়ার করতে।
এই ১.৫ বছরে আর ভিডিও দিতে পারিনি, সময়টা যেমন বদলেছে,
তেমনি আমার মনোভাবও বদলেছে।
আজ আমি এই পেইজে আর নতুন কোনো ভিডিও আপলোড করব না।
কিন্তু এই পেইজটা আমার ছোট্ট একটা যাত্রার স্মৃতি,
যেটা আমি কোনোদিন ভুলব না।
সবাইকে ধন্যবাদ, যারা পথচলায় আমার সাথে ছিলেন।
নতুন যাত্রায় আমার সঙ্গ দিতে চাইলে —
“Rafi On The Move” এ আসো,
নতুন গল্প, নতুন অভিজ্ঞতা নিয়ে।
ভালোবাসা রইলো আপনাদের প্রতি।
— Rafi ❤️