Muradnagar News

Muradnagar News মুরাদনগর নিউজ
আসে পাসে অন্যায় গুলো ভিডিও অথবা ছবি তুলে আমাকে ইনবক্সে দিন।

04/11/2025

কোম্পানিগঞ্জ এখন ময়লা স্তুপ কারখানা

এ কেমন ভাই?-মুরাদনগর উপজেলার সিমানারপার গ্রামে ৬ বছর বয়সী ছোট্ট আদিবাকে নৃ/শং/স ভাবে হ/ ত্যা করেছে তারই আপন চাচাতো ভাই। ...
04/11/2025

এ কেমন ভাই?
-
মুরাদনগর উপজেলার সিমানারপার গ্রামে ৬ বছর বয়সী ছোট্ট আদিবাকে নৃ/শং/স ভাবে হ/ ত্যা করেছে তারই আপন চাচাতো ভাই। বাঙ্গরা বাজার থানা পুলিশ ইতিমধ্যেই প্রধান আসা/মি কে গ্রে/প্তা/ র করেছে বলে জানিয়েছেন।

03/11/2025

আজকের খেলা ভবানীপুর একাদশ বনাম কোম্পানিগঞ্জ একাদশ

02/11/2025

মোচাগড়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত আছেন চট্রগ্রাম থানা সাংগঠনিক সম্পাদক বি এন পি নাজমুল হোসেন ফিরুজ ভাই।

01/11/2025

আজকের ফুটবল খেলা মির্জাপুর ২ ইউনাইটেড ক্লাব ০

01/11/2025

প্রথম আর্ধের খেলা চলছে
আজকে মির্জাপুর ক্লাব ১ ইউনাইটেড ক্লাব ০

দুলালপুর ইউনিয়নের বেজুরা গ্রামের রাস্তা সংলগ্ন বসত বাড়ির পাশে অপরিচ্ছন্ন পরিবেশে ৩ টি পোল্ট্রি ফার্ম স্থাপন করে আশেপাশের...
01/11/2025

দুলালপুর ইউনিয়নের বেজুরা গ্রামের রাস্তা সংলগ্ন বসত বাড়ির পাশে অপরিচ্ছন্ন পরিবেশে ৩ টি পোল্ট্রি ফার্ম স্থাপন করে আশেপাশের লোকজনের বসবাসের সমস্যা সৃষ্টি করায় ও নিবন্ধন না থাকায় উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তার প্রসিকিউশনের ভিত্তিতে মালিককে পশুরোগ আইন, ২০০৫ অনুযায়ী ১০,০০০/ টাকা জরিমানা করা হয়। ফার্মে পরিস্কার, পরিচ্ছন্নতা সঠিকভাবে মেনে চলার জন্য এবং সকল কাগজপত্র হালনাগাদ করে ব্যবসা পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়।
# পিপল সুইটস এন্ড ব্যাকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের জন্য মালিককে ৫,০০০/ টাকা জরিমানা করা হয় ও ঢাকনা ব্যবহার করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
# সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ৩ জন মোটরসাইকেল আরোহীকে ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় মোট ১২০০ টাকা জরিমানা করা হয়।

এছাড়া, বেজুরাতে চলমান প্রকল্পের কাজ পরিদর্শন করা হয়।
জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

30/10/2025

মুরাদনগর উপজেলা ব্লাড ডোনার্স সোসাইটির পক্ষ থেকে ১৪তম বার ব্লাড ডোনেশন।

29/10/2025

নেয়ামতপুর গ্রামে ৭ বছরের শিশু ধর্ষন।

শাহপুর একাদশ ৩-২ জিতে গেল।
28/10/2025

শাহপুর একাদশ ৩-২ জিতে গেল।

28/10/2025

ধনপতিখোলা একাদশ বনাম শাহপুর একাদশ খেলার ফলাফল শাহপুর 2 ধনপতিখোলা 1

★★ চলো যাই  #যুদ্ধে ..          মাদকের  #বিরুদ্ধে ..★★**  অদ্য ২৮/১০/২০২৫ তারিখ মধ্যরাত পর্যন্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রে...
27/10/2025

★★ চলো যাই #যুদ্ধে ..
মাদকের #বিরুদ্ধে ..★★

** অদ্য ২৮/১০/২০২৫ তারিখ মধ্যরাত পর্যন্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী কর্তৃক আইন-শৃঙ্খলা রক্ষার নিমিত্তে যৌথ বাহিনীর পেট্রোলিং ও অভিযান পরিচালিত হয়**

১। নবীপুর (পূর্ব) ইউনিয়ন এর বাখরনগর এলাকায় এক দম্পতি মাদকের সাথে জড়িত থাকায় এবং জনগণের শান্তি বিনষ্ট করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্টে হালিমা বেগম নামের এক ব্যাক্তিকে ২০০/- টাকা অর্থদণ্ড এবং ১ মাসের বিনাশ্রম #কারাদণ্ড প্রদান করা হয়।

২। নবীপুর (পশ্চিম) ইউনিয়ন এর উত্তরপাড়া এলাকায় এক দম্পতি মাদক ব্যবসার সাথে জড়িত থাকায় তল্লাশী করে আকলিমা আক্তার নামের এক মহিলার পার্স থেকে ৭৮ পিস #ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৬৫,৪২০/- জব্দ করা হয়। আটককৃত আকলিমা আক্তার এবং তার পলাতক স্বামীর বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তা, মুরাদনগর থানাকে নির্দেশ দেওয়া হয়।

#জনস্বার্থে যৌথ বাহিনীর পেট্রোলিং চলমান থাকবে।

Address

Cumilla
3542

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muradnagar News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muradnagar News:

Share