17/02/2023
একদম ফ্রি তে - কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে ১৫ দিন ব্যাপী চলচ্চিত্র উৎসব
---
আপনারা যারা বাংলা সিনেমা মানেই জায়েদ খান, শাকিব খান বলে ট্রল করেন তাদের এই সুযোগ, নিজেদের ধারণাটি পাল্টে নেবার। বাংলাদেশের ৬৪ জেলার প্রতিটি শিল্পকলা একাডেমি মিলনায়তনে আগামিকাল ১৭ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত ১৫ দিনের বিশাল চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে। কুমিল্লা শিল্পকলাতেও আগামিকাল থেকে ৩ মার্চ পর্যন্ত সর্বমোট ২৯ টি সিনেমা দেখানো হবে।
উৎসবে রায়হান রাফির 'দামাল' যেমন থাকবে তেমনি থাকছে জহির রায়হানের 'বেহুলা'। নিচের শিডিউল থেকে আপনার পছন্দমত দিনক্ষণ বাছাই করে বন্ধুবান্ধব সহ সদলবলে একদম ফ্রি তে দেশীয় ভাল সিনেমা দেখতে আসুন জেলা শিল্পকলা একাডেমিতে