11/05/2025
কেউ হতাশ হবেন না — আল্লাহর রহমত সবকিছুর চেয়ে বড়
জীবনের পথে চলতে গিয়ে আমরা অনেক সময় কষ্টে পড়ি, ভুল করি, বিপদে পড়ি— তখন মনে হয়, সব কিছু শেষ! কিন্তু না, আল্লাহর বান্দার জন্য কখনোই হতাশ হওয়া উচিত নয়।
আল্লাহ তাআলা কুরআনে স্পষ্ট বলেন:
"قُلْ يَا عِبَادِيَ ٱلَّذِينَ أَسْرَفُوا عَلَىٰٓ أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِن رَّحْمَةِ ٱللَّهِ ۚ إِنَّ ٱللَّهَ يَغْفِرُ ٱلذُّنُوبَ جَمِيعًا ۚ إِنَّهُۥ هُوَ ٱلْغَفُورُ ٱلرَّحِيمُ"
(সূরা যুমার, ৩৯:৫৩)
অর্থ: বলো, “হে আমার সেই বান্দাগণ, যারা নিজেদের উপর সীমালঙ্ঘন করেছো! তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু।”
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:
“لو تعلمونَ ما أعلمُ لضحِكتُم قليلًا ولبكَيتُم كثيرًا”
(সহীহ বুখারী)
অর্থ: “তোমরা যদি সে জ্ঞান রাখতে, যা আমি জানি— তাহলে তোমরা কম হাসতে আর বেশি কাঁদতে।”
কিন্তু তারপরও তিনি ছিলেন সব চেয়ে আশাবাদী মানুষ। কারণ, তিনি জানতেন — আল্লাহর রহমত কখনো শেষ হয় না।
আপনার কষ্ট, আপনার ভুল, আপনার দুঃখ — সবকিছুই আল্লাহ জানেন। তাই কখনোই ভাববেন না, আপনি একা, আপনি শেষ।
আল্লাহ আছেন — আর যাঁর পাশে আল্লাহ থাকেন, তিনি কখনো হারেন না।
দোয়া করুন, ধৈর্য ধরুন, চেষ্টা চালিয়ে যান — বিজয় আপনারই হবে ইনশাআল্লাহ।