04/10/2023
সাল ২০১৫। সবাই টিভির সামনে জড়সড় হয়ে বসে আছেন। ইংল্যান্ডকে হারাতে পারলেই প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে বাংলাদেশ। ক্রিজে সেট হয়েছিলেন ক্রিস ওকস। তবে তাকে আউট করার সহজ চান্স ক্রিয়েট করা হলেও, লং অনে দাঁড়িয়ে থাকা তামিম ইকবাল ক্যাচটি ছেড়ে দিলেন। টেনশন আরো বাড়লো।
এরপর আসলেন রুবেল। ১২ বলে প্রয়োজন মাত্র ১৬। নন স্ট্রাইকে তামিমের ভুলে জীবনদান পাওয়া ওকস। স্ট্রাইকে ব্রড। আউট করলেন স্টুয়ার্ট ব্রডকে। এরপর জিমি অ্যান্ডারসন আসলেন। অ্যান্ডারসন যদি কোনোভাবে একটি সিঙ্গেল নেন, তাহলে নি:সন্দেহে ওকস খেলা শেষ করে দিবেন।
রুবেল দৌড় শুরু করলেন...পিনপতন নিরবতা...হঠাৎ তিনটি স্টাম্প ভাঙার শব্দ এবং কমেন্ট্রিবক্সে নাসির হুসেইনের চিৎকার,
"goes for hero, Bangladesh tigers have knocked the England lions out of the world cup!!"
এবং আমরা পৌঁছালাম কোয়ার্টারে। যার যার এই ঘটনাটি মনে আছে এতক্ষণে নিশ্চয় গায়ের পশম দাঁড়িয়ে গিয়েছে।
আজ প্রায় ৮ বছর পর আরো একটি বিশ্বকাপ। বড় ভাই রুবেলকে ফোন করে দোয়া চাইলেন তাসকিন। এবারের আমাদের পেইস অ্যাটাকের নেতা তাসকিন। তার উপর সবার আশাভরসা টিকে আছে।
আশাকরি তাসকিনও এবার আমাদের বড়ভাই রুবেলের মতো একটি সোনালী দিন উপহার দিবেন...এই দোয়া রুবেলের এবং প্রত্যেকটি বাংলাদেশির.. shakil buyhia