তবিয়া

তবিয়া .

ফেলে দেওয়ার কিছু নেই ♻️
চিন্তার ঝলক, হাসির ছোঁয়া আর চমকপ্রদ টিপস
পুরনো জিনিসেই লুকিয়ে থাকে নতুন কাণ্ড!
সাথেই থাকুন — নতুন চমক দেখতে প্রতিদিন।✨
(449)

তোমাকে বিস্কুট বানিয়ে এই চায়ের কাপে ভিজিয়ে কুটুস করে খাবো!🫣😕
26/07/2025

তোমাকে বিস্কুট বানিয়ে এই চায়ের কাপে ভিজিয়ে কুটুস করে খাবো!🫣😕

পা ভেঙে বসে আছি, প্লাস্টার করালাম আজ 🙃এদিকে এক্সাম এখনো বাকি অনেকটা।কয়েকদিন আগে এক্সাম দিতে যাওয়ার পথে রিকশায় উঠেছিলাম, ...
25/07/2025

পা ভেঙে বসে আছি, প্লাস্টার করালাম আজ 🙃
এদিকে এক্সাম এখনো বাকি অনেকটা।

কয়েকদিন আগে এক্সাম দিতে যাওয়ার পথে রিকশায় উঠেছিলাম, হঠাৎ একটা বাস সাথে ধাক্কা লাগে রিকশা । পড়ে যাই রাস্তায়, আর মাত্র আধা হাত দূরে ছিলাম সেই বাসের চাকার নিচে পড়ার!
আলহামদুলিল্লাহ, বেঁচে গেছি।

ভেবেছিলাম মচকেছে হয়তো, ব্যথা একটু বেশিই মনে হচ্ছিল। ওষুধ খেয়েও ব্যথা না কমায় শেষমেশ এক্স-রে করাই, আর তখনই জানা গেল, হাড়ে ফাটল!

একজন সাধারণ মানুষ হিসেবে নিজেকে যত বুঝিয়ে চলি, ততই দেখি সামনে আরেকটা বিপদ এসে দাঁড়ায়।
এদিকে চাকরি না থাকলে পেটে ভাত যাবে কোথা থেকে? নিজের খরচ তো আছেই, মা আর ছোট বোনকে দেখার দায়িত্বটাও তো আমারই!

চেয়েছিলাম এইবার এক্সামই না দিতে, কিন্তু কিছু কাছের মানুষ আর আমার বোন ওরাই পেছন থেকে সাহস যুগিয়েছে, বলেছে, “তুমি পারবে”।
তাদের কথা শুনে, ভালোবাসা পেয়ে আবার স্বপ্ন দেখলাম।

ঠিক তখনই পা ভেঙে গেল!
এখন আবার ভাবছি, এই প্লাস্টার করা পা নিয়ে কীভাবে বাকি এক্সাম দেবো? আর স্কুলে সামনে মাসে জয়েন না হলে চাকরি থাকবে না প্রিন্সিপাল জানিয়ে দিয়েছেন। স্কুলে জয়েন না করলে অন্য কাউকে নিয়ে নিবেন!

মন থমকে আছে, সাথে শরীরও।
কিন্তু তবুও ভাঙা পায়ের মাঝেও একটা আশা রয়ে যায়, আল্লাহ হয়তো আরেকটা রাস্তা খুলে দেবেন ইন শা আল্লাহ।😊

fans

"I love you" — অর্থ, আমি তোমাকে ভালোবাসি!🤗এমন নতুন নতুন ইংরেজি জানতে চাইলে,"I love you 2" বলে পাশে থেকো সবসময়!😉😘
23/07/2025

"I love you" — অর্থ, আমি তোমাকে ভালোবাসি!🤗
এমন নতুন নতুন ইংরেজি জানতে চাইলে,
"I love you 2" বলে পাশে থেকো সবসময়!😉😘

23/07/2025

"তুমি, আমি
আর একদিনের বৃষ্টি...
শহরটা ঘুরবো রিকশায় করে!" 🌧️🌹

ছোটবেলায় দেখতামআগের দিনের বাসি ভাত,পরের দিন সকালেমা ডিম-সবজি দিয়ে ভেজে দিত,নাম ছিল “ভাত ভাজা”।আর এখন?সেই গরম গরম ভাত,তেম...
23/07/2025

ছোটবেলায় দেখতাম
আগের দিনের বাসি ভাত,
পরের দিন সকালে
মা ডিম-সবজি দিয়ে ভেজে দিত,
নাম ছিল “ভাত ভাজা”।

আর এখন?
সেই গরম গরম ভাত,
তেমনি ডিম আর সবজিতে ভেজে
প্লেটে সাজিয়ে বলে
“ফ্রাইড রাইস!” 🍳🥦🍚

নামের ফারাক,
কিন্তু মায়ের হাতের স্বাদের তো
কোনও অনুবাদ হয় না... ❤️

22/07/2025

"একটুখানি যত্নেই বদলে গেল সব! 🪴

#তবিয়া fans

এদেশের নিষ্পাপ ফুলেরা ঝরে যায়অযত্নে, অবহেলায়, অনাদরে,আর কখনো কখনো, সম্পূর্ণ অন্যায়ের কারণে।স্কুলের ক্লাসরুমে যারা স্বপ্ন...
22/07/2025

এদেশের নিষ্পাপ ফুলেরা ঝরে যায়
অযত্নে, অবহেলায়, অনাদরে,
আর কখনো কখনো, সম্পূর্ণ অন্যায়ের কারণে।

স্কুলের ক্লাসরুমে যারা স্বপ্ন বুনেছিল,
তাদের কণ্ঠস্বর থেমে যায় এক নিমিষেই।
তবুও কেউ দেয় না জবাব,
কেউ নেয় না কোনো দায়!

আর যারা প্রশ্ন তুলতে যায়
তারাই ফেরে ফিরে আ'ঘাতে, অপমানে।

এদেশে ফুল ঝরে গেলে কাঁদে না মানুষের হৃদয়,
ফুলের মৃত্যুতেও ওঠে না প্রতিবাদের ঢেউ
শুধু চারপাশ ভরে যায় স্তব্ধ নীরবতায়।

এখানে আমরা শিখি
নিষ্পাপ প্রাণের দামে,
প্রশ্ন নয়,নীরবতাই নিরাপদ!🙂

21/07/2025

একটা বাচ্চা আ*গুনে ঝ''লসে যাওয়া চা*মড়া নিয়ে আপনার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, আপনি সাহায্য না করে ভিডিয়ো করে ফেসবুকে আপলোড দিয়ে টাকা কামাইতেছেন। সেই টাকা দিয়ে চাল কিনে বউ পোলাপান নিয়ে যখন ভাত খেতে বসবেন, সেই ভাত গলা দিয়ে নামবে?

এত অ*মানুষ কেন ভাই, আপনারা?

জলজ্যান্ত সন্তানকে স্কুলে নিয়ে এসে, এক টুকরো কয়লা নিয়ে বাড়ি ফিরে যাওয়ার মতন দুঃখ বোধয় পৃথিবীতে আর কোন কিছুতে নাই।💔
21/07/2025

জলজ্যান্ত সন্তানকে স্কুলে নিয়ে এসে, এক টুকরো কয়লা নিয়ে বাড়ি ফিরে যাওয়ার মতন দুঃখ বোধয় পৃথিবীতে আর কোন কিছুতে নাই।💔

নিজের Ex কে অন্য কারোর সাথে দেখলে,কষ্ট পাওয়ার কিছু নাই!🙃পুরনো জিনিস গরীব"দের মাঝে দা'ন করতে হয়।😁It's মানবতা...🤪🤐😉
21/07/2025

নিজের Ex কে অন্য কারোর সাথে দেখলে,
কষ্ট পাওয়ার কিছু নাই!🙃
পুরনো জিনিস গরীব"দের মাঝে দা'ন করতে হয়।😁
It's মানবতা...🤪🤐😉

ইটামি তিটোমাকে ভিটালো বিটাসি 🫶যারা এই 'ভাষা' বুঝে তারাই লিজেন্ড।😉
20/07/2025

ইটামি তিটোমাকে ভিটালো বিটাসি 🫶
যারা এই 'ভাষা' বুঝে তারাই লিজেন্ড।😉

সবাই তো ভালোবাসা প্রকাশ করে গোলাপের ঘ্রাণে, বেলীর শুভ্রতায়, রজনীগন্ধার কোমলতায়…বর্ষার কদম কিংবা দোলনচাঁপার রঙে রঙে ভরিয়ে...
17/07/2025

সবাই তো ভালোবাসা প্রকাশ করে গোলাপের ঘ্রাণে, বেলীর শুভ্রতায়, রজনীগন্ধার কোমলতায়…
বর্ষার কদম কিংবা দোলনচাঁপার রঙে রঙে ভরিয়ে তোলে প্রিয়জনের মন।

কিন্তু আমি?
আমি সব ছেড়ে যদি একমুঠো কুমড়ো ফুল হাতে,
হাসিমুখে, কাঁচা খুশির গন্ধ মেখে
তোমার সামনে দাঁড়াই!

তাহলে তুমি কি শুধুই অবাক হবে,
না কি হাসবে আমায় দেখে আর বলবে....
"ভালোবাসা তো ফুলের নাম নয়,
ভালোবাসা তো তোমার মতো একজনে থাকে!"

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when তবিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to তবিয়া:

Share

Category