Bristi Saha

Bristi Saha Bristi Saha is ready to give you full computer skill and freelancing service

ডিজিটাল মার্কেটিং ফ্রি সেমিনার  করতে আগ্রহী ব্যক্তিরা দ্রুত ইনবক্স করুন। এই ফ্রি সেমিনারে থাকছে ডিজিটাল  মার্কেটিং সম্পর...
05/06/2024

ডিজিটাল মার্কেটিং ফ্রি সেমিনার করতে আগ্রহী ব্যক্তিরা দ্রুত ইনবক্স করুন। এই ফ্রি সেমিনারে থাকছে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে A to Z বিস্তারিত আলোচনা। সেমিনারটি অনুষ্ঠিত হবে ৭ ই জুন ২০২৪ ইং ২:৪৫ মিনিটে।

ডিজিটাল মার্কেটিং ফ্রি সেমিনার  করতে আগ্রহী ব্যক্তিরা দ্রুত ইনবক্স করুন। এই ফ্রি সেমিনারে থাকছে ডিজিটাল  মার্কেটিং সম্পর...
06/04/2024

ডিজিটাল মার্কেটিং ফ্রি সেমিনার করতে আগ্রহী ব্যক্তিরা দ্রুত ইনবক্স করুন। এই ফ্রি সেমিনারে থাকছে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে A to Z বিস্তারিত আলোচনা। সেমিনারটি অনুষ্ঠিত হবে ৯ ই এপ্রিল ২০২৪ ইং ২:৩০ মিনিটে।

ফ্রিল্যান্সিং বিষয়ক ফ্রি সেমিনার 💁‍♀️আমরা অনেকেই আছি ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছি কিন্তু কোথায় থেকে কিভাবে শুরু করব সেটা ব...
02/04/2024

ফ্রিল্যান্সিং বিষয়ক ফ্রি সেমিনার

💁‍♀️আমরা অনেকেই আছি ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছি কিন্তু কোথায় থেকে কিভাবে শুরু করব সেটা বুঝে উঠতে পারি না। এছাড়া অনেকেই ভাবি বর্তমানে তো অনেক আইটি প্রতিষ্ঠান আছে কোনটা ভালো হবে?

এসব ভাবতে ভাবতে আমাদের আর ফ্রিল্যান্সিং শিখা হয়ে উঠে না।

👉🏻👉🏻তাই এসব চিন্তা দূর করার জন্য আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ফ্রিল্যান্সিং বিষয়ক ফ্রি সেমিনার।

👉🏻👉🏻আপনি যদি ভালো একটা আইটি প্রতিষ্ঠান থেকে সঠিক গাইডলাইন, দক্ষ মেন্টর, লাইফটাইম সাপোর্ট, এবং সবসময় যেকোন সমস্যা সমাধানের জন্য আপলাইন বা মেন্টরদের সহযোগিতার মাধ্যমে ফ্রিল্যান্সিং শিখতে চান তাহলে আমাদের ফ্রি সেমিনারে অংশ গ্রহণ করতে পারেন।
সেমিনারটি অনুষ্ঠিত হবে ৫ই এপ্রিল ২০২৪ ইং ২:৩০ ঘটিকায়।

📢টিভি চ্যানেল নিউজপেপার চারিদিকে ফ্রিল্যান্সিং এর সমালোচনা, তাহলে আপনি কেন সময় নষ্ট করতেছেন ?🚫😒পড়াশোনার গ্রেজুয়েশন শে...
02/04/2024

📢টিভি চ্যানেল নিউজপেপার চারিদিকে ফ্রিল্যান্সিং এর সমালোচনা, তাহলে আপনি কেন সময় নষ্ট করতেছেন ?🚫😒

পড়াশোনার গ্রেজুয়েশন শেষ করেও
এখন হাজার হাজার যুবক যুবতী
ভালো একটা চাকরি পাচ্ছে না 🚫

কিন্তু ফ্রিল্যান্সিং করে খুবই অল্প সময়ে আপনার কেরিয়ার পরিবর্তন করতে পারেন, এর জন্য প্রয়োজন শুধুমাত্র
আপনার ইচ্ছাশক্তি আগ্রহ এবং সঠিক গাইড লাইন 🤗

আর দেরি না করে আজই শুরু করুন আপনার
ফ্রিল্যান্সিং ক্যারিয়ার✅

গত ২৯/০৩/২০২৪ ইং তারিখে Workshoper ৪র্থ ক্লাসটি সম্পন্ন হয়। ক্লাসটি পরিচালনায় ছিলেন Mohammad Md. Imranul Hoque Imran স্য...
02/04/2024

গত ২৯/০৩/২০২৪ ইং তারিখে Workshoper ৪র্থ ক্লাসটি সম্পন্ন হয়। ক্লাসটি পরিচালনায় ছিলেন Mohammad Md. Imranul Hoque Imran স্যার। ক্লাসের বিষয়বস্তু ছিল How to approach. ধন্যবাদ জানাই স্যারকে ক্লাসটি সুন্দরভাবে পরিচালনা করার জন্য।

অনেকেই ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিং এর কাজ কি, কিভাবে ই বা ফ্রিল্যান্সিং করা যায়????এই বিষয় গুলো না জেনেই অন্যের দে...
25/03/2024

অনেকেই ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিং এর কাজ কি, কিভাবে ই বা ফ্রিল্যান্সিং করা যায়????
এই বিষয় গুলো না জেনেই অন্যের দেখাদেখি ফ্রিল্যান্সিং শুরু করে।
কোন জিনিস শুরু করার আগে সেটা সম্পর্কে একটা মোটামুটি ধারণা থাকতে হবে। তবেই আপনি সেই সেক্টরে সাকসেস হতে পারবেন।
তাই অন্যের দেখাদেখি নয়,,,, ফ্রিল্যান্সিং বিষয়ক আমাদের ফ্রি সেমিনার এ অংশগ্রহন করে নিজেই সবকিছু ফ্রিল্যান্সিং সম্পর্কে বিস্তারিত জানুন,বুঝুন,, তারপর সিদ্ধান্ত নিন।
এটি সম্পূর্ণ ফ্রী সেমিনার,,তাই আপনাকে কোন টাকা দিতে হবে না।

ফ্রিল্যান্সার কে?একজন ফ্রিল্যান্সার বা ফ্রিল্যান্স কর্মী এমন একজন স্ব-কর্মযুক্ত ব্যক্তি যিনি একাধিক ক্লায়েন্টকে তার সেব...
24/03/2024

ফ্রিল্যান্সার কে?
একজন ফ্রিল্যান্সার বা ফ্রিল্যান্স কর্মী এমন একজন স্ব-কর্মযুক্ত ব্যক্তি যিনি একাধিক ক্লায়েন্টকে তার সেবাসমূহ তথা সার্ভিস সরবরাহ করার বিনিময়ে অর্থ উপার্জন করেন।
এই পরিষেবাগুলি ব্যক্তির দক্ষতার সাথে সম্পর্কিত এবং যেমন তেমন ব্যবসায়গুলিতে এগুলো সরবরাহ করা হয় না।

অনলাইনে যে সময়টাতে কেউ কেউ ফেসবুকে হতাশার স্ট্যাটাস দিচ্ছে, ঠিক একই সময়ে সে একই অনলাইনকে কাজে লাগিয়ে কেউ কেউ ফ্রিল্যান্স...
21/03/2024

অনলাইনে যে সময়টাতে কেউ কেউ ফেসবুকে হতাশার স্ট্যাটাস দিচ্ছে, ঠিক একই সময়ে সে একই অনলাইনকে কাজে লাগিয়ে কেউ কেউ ফ্রিল্যান্সিং করে দিনশেষে ভালো একটা ইনকাম করছে । চাইলে সারাদিন সবাইকে লাইক আর কমেন্ট দিয়ে দিনটা পার করা যায়। আবার চাইলে অবসর সময়টাতে ফ্রিল্যান্সিং করে ক্যারিয়ার আর ইনকাম দাঁড় করানো যায়। কিন্তু কিভাবে করা যায়?

ফ্রিল্যান্সিং কি সবাই করতে পারে? কতক্ষণ সময় দেয়া লাগে? কত টাকা ইনকাম করা যায়? এটার কি সার্টিফিকেট আছে?হ্যা আপনার সব প্রশ্ন নিয়ে আগামী রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্রিল্যান্সিং ফ্রি ক্লাস।

লিড জেনারেশন ডিজটাল মার্কেটিং এর একটি জনপ্রিয় পন্থা। সঠিকভাবে লিড জেনারেশনের মাধ্যমে খুব সহজেই একটি ব্যবসাকে পৌঁছে দেওয়া...
19/03/2024

লিড জেনারেশন ডিজটাল মার্কেটিং এর একটি জনপ্রিয় পন্থা। সঠিকভাবে লিড জেনারেশনের মাধ্যমে খুব সহজেই একটি ব্যবসাকে পৌঁছে দেওয়া যায় কাংক্ষিত লক্ষ্যে।
কোন একটি কাংক্ষিত বিষয়ের উপর সংগ্রহকৃত তথ্য এবং উপাত্তগুলোকে Lead বলা হয়ে থাকে। আর কোন ব্যবসা বা উদ্দেশ্যের উপর ভিত্তি করে যখন একটি নির্ধারিত লক্ষ্যে Lead সংগ্রহ করা হয়, তখন সেই প্রক্রিয়াকে লিড জেনারেশন বলা হয়।
সাধারণত দুই ভাবে লিড জেনারেশন করা হয়।
১। ফানেল তৈরি করে।
২। বিভিন্ন প্লাটফর্ম থেকে লিড কালেক্ট করে।
১। ফানেল কনসেপ্টঃ এই পদ্ধতি ব্যবহার করে মূলত গ্রাহকের কাছে থেকে তার মাধ্যমে লিড কালেক্ট করা হয়ে থাকে। জনপ্রিয় কিছু ফানেল কনসেপ্টের নাম হলো :
Awareness Funnel, Interest Funnel, Consideration Funnel.
২। বিভিন্ন প্লাটফর্ম থেকে লিড কালেকশনঃ
বর্তমানে অনলাইনে অনেক B2B, B2C এবং স্যোশাল প্লাটফর্ম রয়েছে, যার মাধ্যমে ব্যবসার চাহিদার উপর ভিত্তি করে সহজেই আপনার টার্গেট কাস্টমারের প্রয়োজনীয় তথ্য গুলো খুঁজে বের করতে পারবেন।
লিড জেনারেশনের বিভিন্ন ধাপসমূহ হলো :
১। পরিকল্পনা এবং বিশ্লেষণ
২।গবেষণা করা
৩। প্রি-টার্গেটিং
৪। ল্যান্ডিং পেজ
৫। কার্যকর বিষয়বস্তুর মাধ্যমে লিড আকর্ষণ করা
৬। কাস্টমারদের নিকট পৌঁছানো
৭। রিপোর্টিং
ফ্রি লিড জেনারেশন টুলস সমূহ :
১। HubSpot Marketing ফ্রেএ
২। Mailchimp
৩। Sumo
৪। Leadformly
৫। Bitrix24
পেইড লিড জেনারেশন টুলসসমূহ :
১। Leadfeeder
২। LinkedIn Sales Navigator
৩। Unbounce
৪। Salesforce
৫। HubSpot Marketing Hub
লিড সংগ্রহ করা যায় এমন সোশ্যাল মিডিয়াসমূহঃ
১। Facebook
২। Instagram
৩। LinekdIn
৪। Twitter
৫। Pinterest
সোশ্যাল মিডিয়া থেকে লিড সংগ্রহের টুলসমূহঃ
১। Leadfeeder
২। LinkedIn Lead Gen Forms
৩। Facebook Lead Ads
৪। Twitter Lead Generation Cards
শেষ কথা-

লিড জেনারেশনের বিভিন্ন প্রকারের কৌশল বা উপায় রয়েছে এবং এটি সহজ মনে হলেও, কার্যকরভাবে বেশ কঠিন। যেকোনো ব্যবসার জন্য লিড জেনারেশন মুখ্য ভূমিকা রাখে। যখন লিড জেনারেশন সফলভাবে প্রতিষ্ঠিত হয়, তখন ব্যবসাটি খুব ভালভাবে বেড়ে উঠতে পারে।

ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে অংশ নিন অনলাইন ফ্রি সেমিনারে।✔✔️⌚️⌚️স্বল্প সময়ে ফ্রিল্যান্সিং এক্সপার্ট হয়ে উঠুন ডিজিটাল ...
16/03/2024

ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে অংশ নিন অনলাইন ফ্রি সেমিনারে।✔✔️

⌚️⌚️স্বল্প সময়ে ফ্রিল্যান্সিং এক্সপার্ট হয়ে উঠুন ডিজিটাল মার্কেটিং কোর্স করে।

🏆🏆ক্যারিয়ার নিয়ে চিন্তিত? কিভাবে পাবো এমন সুযোগ, যেন ঘরে বসেই আয়টা করতে পারবো? সুযোগ আছে কিন্তু শুরুটা কোথায়? ফ্রিল্যান্সিং জগতে প্রবেশ করতে চাওয়া নতুনদের মাথায় আসে এমন হাজারটা প্রশ্ন।

👌👌আপনাদের কথা চিন্তা করেই আমরা নিয়ে এসেছি ডিজিটাল মার্কেটিং ফ্রি ওরিয়েন্টেশন ক্লাস।

যেসকল ভাই ও বোনেরা SSC পরীক্ষা শেষ করলেন তাদের দৃষ্টি আকর্ষন করছি। আপনাদের হাতে এখন সুবর্ণ সময় রয়েছে। এই সময়টাকে অযথা অন...
13/03/2024

যেসকল ভাই ও বোনেরা SSC পরীক্ষা শেষ করলেন তাদের দৃষ্টি আকর্ষন করছি। আপনাদের হাতে এখন সুবর্ণ সময় রয়েছে। এই সময়টাকে অযথা অনলাইনে সময় নষ্ট না করে, অনলাইন থেকে কিভাবে ইনকাম করা যায় সেটা শিখতে পারেন এবং নিজের দক্ষতা বৃদ্ধি করে সুন্দর একটি ক্যারিয়ার গঠন করতে পারেন।
ফ্রিল্যান্সিং এ অনেক সেক্টর আছে। কিন্তু তার মধ্যে ডিজিটাল মার্কেটিং খুব সহজে এবং কম সময়ে শিখে ইনকাম করা যায়। কিন্তু ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আপনারা অনেকে জানেন না। তাই এই ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে একটি ফ্রি সেমিনারের আয়োজন করা হয়েছে। সেমিনারটি অনুষ্ঠিত হবে আগামী ১৬ ই মার্চ ২:৪৫ মিনিটে।

সেমিনার সম্বন্ধে বিস্তারিত জানতে ইনবক্সে মেসেজ করুন।



ফ্রিল্যান্সিং বিষয়ক ফ্রি সেমিনার 💁‍♀️আমরা অনেকেই আছি ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছি কিন্তু কোথায় থেকে কিভাবে শুরু করব সেটা ব...
09/03/2024

ফ্রিল্যান্সিং বিষয়ক ফ্রি সেমিনার

💁‍♀️আমরা অনেকেই আছি ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছি কিন্তু কোথায় থেকে কিভাবে শুরু করব সেটা বুঝে উঠতে পারি না। এছাড়া অনেকেই ভাবি বর্তমানে তো অনেক আইটি প্রতিষ্ঠান আছে কোনটা ভালো হবে?

এসব ভাবতে ভাবতে আমাদের আর ফ্রিল্যান্সিং শিখা হয়ে উঠে না।

👉🏻👉🏻তাই এসব চিন্তা দূর করার জন্য আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ফ্রিল্যান্সিং বিষয়ক ফ্রি সেমিনার।

👉🏻👉🏻আপনি যদি ভালো একটা আইটি প্রতিষ্ঠান থেকে সঠিক গাইডলাইন, দক্ষ মেন্টর, লাইফটাইম সাপোর্ট, এবং সবসময় যেকোন সমস্যা সমাধানের জন্য আপলাইন বা মেন্টরদের সহযোগিতার মাধ্যমে ফ্রিল্যান্সিং শিখতে চান তাহলে আমাদের ফ্রি সেমিনারে অংশ গ্রহণ করতে পারেন।
সেমিনারটি অনুষ্ঠিত হবে ১২ ই মার্চ ২০২৪ ইং ২:৪৫ মিনিটে।

👉🏻👉🏻ফ্রি সেমিনারে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করতে এবং
বিস্তারিত জানতে মেসেঞ্জারে মেসেজ করুন

07/03/2024

আমার নাম বৃষ্টি সাহা।আমি একজন ছাত্রী। বর্তমানে আমি অধ্যয়নরত আছি এবং Success Biz Family এর Atomic Club একজন সদস্য।আমার Employee Id SBF407,আমার ASM Badhon Roy মেম।তাদের প্রতেকের সহযোগিতায় আমি আজ এই পর্যন্ত আসতে পেরেছি। ভবিষ্যতে আমি সাকসেস বীজ ফ্যামিলির জন্য ভালো কিছু করার চেষ্টা করবো।সবাই আমার জন্য দোয়া অথবা আশির্বাদ করবেন।আমি আবারও ধন্যবাদ জানাই আমাদের সবার প্রিয় Rubaiyat ul karim sir কে এবং সাকসেস বীজ ফ্যামিলির সকল শিক্ষকদের।
Freelancing সেক্টরে কাজ করার মাধ্যমে আলাদা একটি পরিচয় তৈরী করতে চাই।ধন্যবাদ জানাই তাদের আমাকে SO হিসেবে কাজ করার সুযোগ দেওয়ার জন্য। আমি এই সুযোগটা কাজে লাগিয়ে আমার ক্যারিয়ারে আরও ভালো কিছু করতে চাই।

ফ্রিল্যান্সিং কি / ফিল্যান্সিং মানে কি?ফ্রিল্যান্সিং শব্দের অর্থই হচ্ছে মুক্ত পেশা। অর্থাৎ কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান বা ...
06/03/2024

ফ্রিল্যান্সিং কি / ফিল্যান্সিং মানে কি?
ফ্রিল্যান্সিং শব্দের অর্থই হচ্ছে মুক্ত পেশা। অর্থাৎ কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান বা ব্যক্তির আদেশ অনুযায়ী কারো কাজ না করাকেই ফ্রিল্যান্সিং বলে। মূলত যারা এ ধরনের কাজ করে থাকে তাদেরকে ফ্রিল্যান্সার বলা হয়।

💁‍♀️আমরা অনেকেই আছি ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছি কিন্তু কোথায় থেকে কিভাবে শুরু করব সেটা বুঝে উঠতে পারি না। এছাড়া অনেকেই ভাবি বর্তমানে তো অনেক আইটি প্রতিষ্ঠান আছে কোনটা ভালো হবে?

এসব ভাবতে ভাবতে আমাদের আর ফ্রিল্যান্সিং শিখা হয়ে উঠে না।

আপনি যদি ভালো একটা আইটি প্রতিষ্ঠান থেকে সঠিক গাইডলাইন, দক্ষ মেন্টর, লাইফটাইম সাপোর্ট, এবং সবসময় যেকোন সমস্যা সমাধানের জন্য আপলাইন বা মেন্টরদের সহযোগিতার মাধ্যমে ফ্রিল্যান্সিং শিখতে চান তাহলে আমাদের ফ্রি সেমিনারে অংশ গ্রহণ করতে পারেন।
সেমিনারটি অনুষ্ঠিত হবে ৮ ই মার্চ ২০২৪ ইং দুপুর ২:৪৫ ঘটিকায়

👉🏻👉🏻ফ্রি সেমিনারে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করতে এবং
বিস্তারিত জানতে মেসেঞ্জারে মেসেজ করুন

21/02/2024

👉🏻Content📝 to skill test 🔎

🎉🎉আমাদের স্কিল টেস্ট পরীক্ষার প্রিপারেশন ক্লাস অনুষ্ঠিত হয় গত 17- 02- 2024 ইং তারিখে।ক্লাসটি পরিচালনা করেন ইমরানুল হক স্যার।

◻️স্যারের ক্লাস বরাবরই আমার কাছে ভালো লাগে।স্যার যখন ক্লাস নেন তখন আর অন্য কোনদিকে মন যায় না।স্যার অনেক সুন্দর করে পুরো ক্লাসের বিষয়গুলো সুন্দর করে সহজ করে বুঝিয়ে দেন।স্যার অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদের ক্লাসটি নেন।

🔳 স্যার আমাদের স্কিল টেস্ট পরীক্ষার সকল প্রশ্নপত্র একটা একটা করে ধরে ধরে বুঝিয়ে দিয়েছেন।যাতে করে আমাদের স্কিল টেস্ট পরীক্ষার সময় কোনো অসুবিধায় পড়তে না হয়।স্যার আমাদের প্রত্যেকের যার যেখানে বুঝতে সমস্যা হয়েছে তা বুঝিয়ে দিয়েছেন।স্যারকে অসংখ্য ধন্যবাদ ।❤️‍🩹❤️‍🩹

◻️এই স্কিল টেস্ট পরীক্ষার শেষ সময় ছিল ২০ ফেব্রুয়ারি ২০২৪ইং তারিখ পর্যন্ত।কিন্তু এর আগে আমার উত্তেজনার শেষ ছিল না।কিভাবে সমস্ত কাজ গুছিয়ে পরিপাটি করে করব? সময় মতো সব কাজ করে কাজগুলো সাবমিট করতে পারব কি না?

◽️এই স্কিল টেস্ট দিতে গিয়ে অনেক কিছু সম্পর্কে জানলাম শিখলাম।কিভাবে অনলাইনে অনলাইনে এমন একটা পরীক্ষা দেওয়া যায় এবং সাথে সাথে নিজের স্কিলও আগে থেকে অনেকটা ডেভেলপ হয়েছে, যা আমি কার্যতভাবে নিজে উপলব্ধি করতে পেরেছি স্কিল টেস্ট দিতে গিয়ে।

◼️ধন্যবাদ সাকসেস বিজ ফ্যামিলিকে,আমাকে এমন একটা প্লার্টফর্ম করে দেওয়ার জন্য।আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব ভবিষ্যতে আমি যেন এই প্লাটফর্মের মাধ্যমে নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি।❤️🥰

গত ৪ঠা ও ১১ই এপ্রিল ডিজিটাল মার্কেটিং কোর্সের লেভেল ১ এর ৭ম ও ৮ম ক্লাসটি পরিচালিত হয়। ক্লাস দুটি পরিচালনা করেন Moahammad...
19/04/2023

গত ৪ঠা ও ১১ই এপ্রিল ডিজিটাল মার্কেটিং কোর্সের লেভেল ১ এর ৭ম ও ৮ম ক্লাসটি পরিচালিত হয়। ক্লাস দুটি পরিচালনা করেন Moahammad Masudul Islam স্যার এবং ক্লাসের বিষয়বস্তু ছিলো Video Editing by Mobile & Social media accounts creating. ধন্যবাদ স্যার পরপর সুন্দর দুটি ক্লাস উপহার দেওয়ার জন্য।

গত ৩রা এপ্রিল ২০২৩ ইং তারিখে ডিজিটাল মার্কেটিং কোর্সের লেভেল ১ এর ৫ম ক্লাসটি অনুষ্ঠিত হয়। ক্লাসের বিষয়বস্তু ছিল Content ...
18/04/2023

গত ৩রা এপ্রিল ২০২৩ ইং তারিখে ডিজিটাল মার্কেটিং কোর্সের লেভেল ১ এর ৫ম ক্লাসটি অনুষ্ঠিত হয়। ক্লাসের বিষয়বস্তু ছিল Content Creation. ক্লাসটি পরিচালনা করেন Shaikh Rafiul Mahmud স্যার। ধন্যবাদ স্যার ক্লাসটি সুন্দরভাবে পরিচালনা করার জন্য।

Address

Lalmai
Cumilla
3570

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bristi Saha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share