Bithi Akter

Bithi Akter Digital creator আসসালামু আলাইকুম Welcome to Bithi Akter page ❤️💜❤️
(1)

প্রেমিকা VS স্ত্রীঅপ্রিয় হলেও সত্যিপ্রতিটা দম্পতিদের পড়া উচিত।♦️খেয়াল করে দেখবেন, প্রেমিক যুগলদের প্রায়ই দেখা যায়, রেস...
13/11/2024

প্রেমিকা VS স্ত্রী
অপ্রিয় হলেও সত্যি
প্রতিটা দম্পতিদের পড়া উচিত।

♦️খেয়াল করে দেখবেন, প্রেমিক যুগলদের প্রায়ই দেখা যায়, রেস্টুরেন্টে, পার্কে, সিনেপ্লেক্সে, নদীর পাড়ে, লেকের ধারে কিন্ত এ সমস্ত জায়গায় স্বামী স্ত্রী কে খুব কম পাবেন। কথাটা অপ্রিয় হলেও সত্য😐🙊

📍 প্রেমিকার ভালোবাসা পেতে নতুন মডেলের আই-ফোনটা দিতে পারলে প্রেমিকের ধন্য মনে হয়। অথচ বউয়ের জন্য লাল কাঁচের চুড়িটা কিনতে গেলে বিরক্তি বোধ হয়। 😐

📍প্রেমিকার সাথে সারারাত কথা বলাটা ভালোবাসার পরিচয় হলেও,বউয়ের সাথে একরাত গল্প করাটাই নেহাৎ বোকামী।😐

📍প্রেমিকার লাল গোলাপ পছন্দ বলে সারা দুনিয়া এক করে লাল গোলাপ হাতে দিতে ব্যস্ত প্রেমিক,কিন্তু বউয়ের জন্য কখনোও একটা লাল গোলাপের আবদারে তার আদিখ্যেতা লাগে।😐

📍প্রেমিকার হাতে বিস্বাদের খিচুড়িও অমৃত মনে হয়, অথচ বউয়ের রান্নায় একদিন লবণ কম হলেই সেটা তার ভিষণ বড় অপরাধ।😐

📍প্রেমিকার জন্মদিনে মাথায় শুধু তাকে সারপ্রাইজ দেওয়ার চিন্তা ঘুরপাক খায়,আর স্ত্রীর বেলায় হিসেবটা শুধু পাওনার দুয়ারে গিয়েই ঠেকে😐😐

📍প্রেমিকার জন্য ৩২ মাইল দূরে গিয়ে ৩০ টাকার ফুচকা কিনতেও বাধে না,আর স্ত্রীর জন্য মাসে একদিন সময় বের করাটা অপচয় বলে মনে হয়!😔😔

📍প্রেমিকা অসুস্থ হলে ১০ মিনিট পরপরই তার খোজ নেওয়াটা কেয়ার বলে গন্য, আর স্ত্রী অসুস্থ হলে কেয়ার দরকার হয় না বিরক্ত বিরক্ত লাগে😔😔

একটা অনিশ্চিত সম্পর্ককে মানুষ যেভাবে গুরুত্ব দেয়, তার ১০ ভাগের ১ ভাগও যদি বিবাহিত সম্পর্কে দেওয়া হতো, তাহলে-এই এক জীবনে সুখের কোন কমতি থাকতো না আর চারদিকে এত ডিভোর্সের ছড়াছড়ি হতো না।☺️☺️☺️
👉 আপনার কাছে কি মনে হয়…..❓

কবিতা

07/08/2024
07/08/2024
13/02/2024

রিজিকঃ
রিজিকের সর্বনিম্ন স্তরঃ টাকা, পয়সা, অর্থ, সম্পদ।
সর্বোচ্চ স্তরঃ শারীরিক ও মানসিক সুস্থতা।
সর্বোত্তম স্তরঃ পুণ্যবান স্বামী/স্ত্রী ও পরিশুদ্ধ নেক সন্তান
পরিপূর্ণ স্তরঃ মহান আল্লাহর সন্তুষ্টি।

রিজিক খুব গভীর একটি বিষয় যদি আমরা বুঝতে পারি।

আমি পুরো জীবনে কত টাকা আয় করবো সেটা লিখিত, কে আমার জীবনসঙ্গী হবে সেটা লিখিত, কবে কোথায় মারা যাবো সেটা লিখিত।

আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আমি কতগুলো দানা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাবো সেটা লিখিত। একটি দানাও কম না, একটিও বেশি না।

ধরেন এটা লিখিত যে আমি সারাজীবনে ১ কোটি টাকা আয় করবো, এই সিদ্ধান্ত আল্লাহ্‌ তায়ালা নিয়েছেন।
আমি হালাল উপায়ে আয় করবো না হারাম উপায়ে আয় করবো সেই সিদ্ধান্ত আমার।

যদি ধৈর্য ধারণ করি, আল্লাহ্‌ তায়ালার কাছে চাই, তাহলে হালাল উপায়ে ওই ১ কোটি আয় করেই আমি মারা যাবো, হারাম উপায়ে হলেও ওই ১ কোটিই... নাথিং মোর, নাথিং লেস!

আমি যেই ফলটি আজকে ঢাকা বসে খাচ্ছি, সেটা হয়ত ইতালি কিংবা থাইল্যান্ড থেকে ইমপোর্ট করা। ওই গাছে যখন মুকুল হয়েছে তখনই এটা নির্ধারিত যে সেটি আমার কাছে পৌঁছাবে। এর মধ্যে কত পাখি ওই ফলের উপর বসেছে, কত মানুষ এই ফলটি পাড়তে গেছে, দোকানে অনেকে এই ফলটি নেড়েচেড়ে রেখে গেছে, পছন্দ হয় নি, কিনে নি। এই সব ঘটনার কারণ একটাই, ফলটি আমার রিজিকে লিখিত। যতক্ষণ না আমি কিনতে যাচ্ছি, ততক্ষণ সেটা ওখানেই থাকবে।

এর মধ্যে আমি মারা যেতে পারতাম, অন্য কোথাও চলে যেতে পারতাম, কিন্তু না। রিজিকে যেহেতু লিখিত আমি এই ফলটি না খেয়ে মারা যাবো না।
রিজিক জিনিসটা এতোটাই শক্তিশালী!

কিংবা যেই আত্মীয় কিংবা বন্ধু-বান্ধব আমার বাসায় আসছে, সে আসলে আমার খাবার খাচ্ছে না। এটা তারই রিজিক, শুধুমাত্র আল্লাহ্‌ তায়ালা আমার মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছেন। হতে পারে এর মধ্যে আমাদের জন্য মঙ্গল রয়েছে।

আলহামদুলিল্লাহ্‌...
কেউ কারওটা খাচ্ছে না, যে যার রিজিকের ভাগই খাচ্ছে।

আমরা হালাল না হারাম উপায়ে খাচ্ছি সেটা নির্ভর করছে আমি আল্লাহ্‌ তায়ালার উপর কতটুকু তাওয়াক্কাল আছি, কতটুকু ভরসা করে আছি।
আল্লাহ্‌ তায়ালা আমাদের সঠিক পথ ও রিজিক এর তৌফিক দান করুন।
(সংগৃহীত)

আমি তোমার ভাই!  হতাশ হয়োনা❤️❤️❤️
18/10/2023

আমি তোমার ভাই! হতাশ হয়োনা❤️❤️❤️

16/10/2023

সাদা গোলাপ 🤍🤍🤍💙💜

16/10/2023

মাতৃত্ব ভয়ঙ্কর সুন্দর ❤️💔
গর্ভের ৪০ সপ্তাহ আর ব্রেস্ট ফিডিং এর ২ বছর। মায়ের ৯০% নিংড়ে এই ছোট্ট জীবনটা বেড়ে উঠে। আর মা থাকেন রক্তস্বল্পতা, হাটু ব্যথা, ফ্যাকাশে চোখ, খসখসে চামড়া, মুঠো মুঠো চুল পড়ে যাওয়া, নখ ভেংগে যাওয়া আর ভুলোমন, এলোমেলো মাথা, আর খিটখিটে মেজাজ নিয়ে।
তবুও মাতৃত্ব ভয়ঙ্কর রকমের সুন্দর। আর এই ভয়ংকর সুন্দর মাতৃত্বের জন্য মেয়েরা তাদের স্বাস্থ্য, সৌন্দর্য, ক্যারিয়ার, চাওয়া-পাওয়া, ভালো লাগা- মন্দ লাগা সব কিছুই নিমিষেই বিসর্জন দিয়ে দেয়😑
তাই কেউ অতি দরদী হয়ে জানতে চাইবেননা যে, তোমার মেজাজ এত খিটখিটে কেন? চেহারার এই বেহাল দশা কেন?বুড়ি বুড়ি লাগছে কেন?এই অবান্তর কথাগুলো আসলেই একটা মা কে খুব কষ্ট দেয়😭 তাকে অস্থির করে তোলে। যদি পারেন তাঁকে একটু সাহায্য করুন, আনন্দ দিন।❤️❤️

Address

Cumilla

Telephone

+8801860986189

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bithi Akter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share