নিকোটিন Nicotine

নিকোটিন Nicotine Welcome to my page

21/06/2025
কখনো কখনো অন্যের ভালোর জন্য-নিজেকে সরিয়ে নিতে হয়,,,Tanvir0709 ✍️🤝Pic :- 📸 Billal Hossain
06/10/2023

কখনো কখনো অন্যের ভালোর জন্য
-নিজেকে সরিয়ে নিতে হয়,,,

Tanvir0709 ✍️🤝

Pic :- 📸 Billal Hossain

24/09/2023

৩২ কোটি মানুষের দেশ আমেরিকানদের বার্ষিক মাথা পিছু আয় ৭৬ হাজার ডলার আর ৩ কোটি ৮৪ লাখ মানুষের দেশ সৌদী আরাবিয়ানদের বার্ষিক মাথাপিছু আয় ৫৫,৪০০ ডলার।
আমেরিকা কোন শ্রমিক নিয়োগ দিলে তাকে গ্রীনকার্ডও দিয়ে দেয় - ৫ বছর পর সে আমেরিকার নাগরিক হবার যোগ্যতা অর্জন করে। সৌদী আরব কোন কালেও কোন শ্রমিককে নাগরিকত্ব দূরে থাকুক - গ্রীনকার্ডও দেয় না।
আমেরিকায় কোন শ্রমিক গেলে তাকে মিনিমাম ওয়েজের নীচে বেতন দেবার কোনও সুযোগ নেই। অর্থাৎ যে লোকটি আজ আমেরিকায় গেলো সে যদি নিউ ইয়র্কে ক্লিনারের কাজও করে তাকেও মিনিমাম ১৫ ডলার ঘন্টা প্রতি প্রদান করতে হয় বা করার বাধ্যবাধকতা রয়েছে। যদিও বাস্তবতা হচ্ছে নিউ ইয়র্ক সিটিতে কাজ করা একজন ক্লিনারের গড় বেতন ৩০ ডলারের বেশী - প্রতি ঘন্টায়। অর্থাৎ একজন অনুমতিপ্রাপ্ত বিদেশী শ্রমিকও বছরে কমপক্ষে ন্যূনতম ৮০ থেকে ৯০ হাজার ডলার আয় করে।
সৌদী আরবে একজন বৈধ বিদেশী শ্রমিক মাসে আয় করে কত টাকা?
আরাফাতের ময়দানে আমার সংগে দাড়ানো একজন সৌদী আরবের প্রবাসী শ্রমিককে দেখছেন- যিনি আমাকে বিনীতভাবে অনুরোধ করেছেন তার পরিচয় প্রকাশ না করতে (আমি তার চোখ ঢেকে দিয়েছি)। মক্কা মদীনাসহ সৌদী আরবের এয়ারপোর্টগুলো থেকে শুরু করে রাস্তা ঘাটে যত ক্লিনার কাজ করে তাদের এক কথায় বলা হয় ‘বলদিয়া’।
আমার ধারণা, (যতটুকু আমি দেখেছি) সৌদী আরবের মোট ক্লিনিং পেশায় কর্মরত শ্রমিকদের ৯০% বা তারও বেশী কর্মী বাংলাদেশী। অর্থাৎ ‘বলদিয়া’য় কর্মরত প্রায় সকল ক্লিনারই বাংলাদেশী প্রবাসী শ্রমিক।
এসব শ্রমিকরা দেশের ম্যানপাওয়ার ব্যবসায়ীদের চাতুরতায় কমপক্ষে ৪ লাখ টাকা এককালীন খরচ করে সৌদী আরব যায়। এদের বলা হয় ৩ হাজার রিয়েল বেতন হবে; ২ বছরের আকামা দেয়া হবে ইত্যাদি।
কিন্তু সৌদী আরব যাবার পর এদের ভাগ্যে জোটে ‘বলদিয়া’র চাকুরী। আর বেতন হয় ৬০০ থেকে ১২০০ রিয়াল (মাসে) বা কপাল ভালো হলে ১৮০০ রিয়াল। আকামার জন্য তাদের আরও ৩ লাখ টাকা খরচ করতে হয়।
যদি এদের বেতন গড়ে ১২০০ রিয়ালও হয় - অর্থাৎ ৩৬ হাজার বাংলা টাকা তাহলে এদের খরচকৃত ৭ লাখ টাকা তুলে আনতে কত বছর সময় লাগবে বা লাগে?
যাই হোক, আমার প্রশ্ন এটা নয়।
আমার প্রশ্নটি হচ্ছে মুহাম্মদ (সা) কৃতদাসপ্রথা বিলুপ্ত করেছিলেন প্রায় ১৫০০ বছর আগে। আর আমেরিকায় কৃতদাসপ্রথা বিলুপ্ত হয়েছে ১৫৭ বছর মাত্র।
ইসলামের পিত্রদেশ সৌদী আরব ‘ইসলামী আকিদায়’ চলেও একজন শ্রমিককে কৃতদাসের চেয়েও কম বেতনে কাজ করাচ্ছে। যেখানে ইসলামহীন বিধর্মী ’কাফের-মোনাফেক’দের দেশ আমেরিকায় সকলকে সমমর্যাদা প্রদান করা হচ্ছে - ’ইসলামী অনুশাসন’ বাস্তবায়িত করেছে।
আমরা কোথায় ইসলাম খুঁজবো?

Tanvir0709 ✍️

23/09/2023

আমার অগোচরেও যে আমাকে সন্মান দেখায়, তার প্রতি আমার অগাধ শ্রদ্ধা! ভালো থাকুক হে মহৎপ্রান 💝🤝

Tanvir0709 ✍️

31/08/2023

Start any relationship
without expecting much
from the end
Be it friendship or love

Tanvir0709 ✍️🤝💞

28/08/2023

স্বার্থ থাকলে অনেক কথা হবে, স্বার্থ ফুরালে চেনার জন্য আবার পরিচয় দিতে হবে।

Tanvir0709 ✍️ 🤝

যা তোমার জন্য লিখিত তা পাহাড়ের চুড়াই থাকলেও তোমার হবে। আর যা কিছু তোমার জন্য লিখা হয়নি,সেটা দুই ঠোঁটের মাঝখানে থাকলেও তো...
27/08/2023

যা তোমার জন্য লিখিত তা পাহাড়ের চুড়াই থাকলেও তোমার হবে। আর যা কিছু তোমার জন্য লিখা হয়নি,সেটা দুই ঠোঁটের মাঝখানে থাকলেও তোমার হবে না।🖤🥀
ইমাম শাফঈ(রহ.) ✍️

Address

Cumilla

Telephone

+966509582289

Website

Alerts

Be the first to know and let us send you an email when নিকোটিন Nicotine posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নিকোটিন Nicotine:

Share

Category