আল-হেরা ইসলামি একাডেমি।

আল-হেরা ইসলামি একাডেমি। চেষ্টা করেন ইনশাআল্লাহ সফলতার পথ খুলে যাবে।
আল-হেরা ইসলামি একাডেমিতে আপনাকে স্বাগতম।

> يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِن يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَىٰ ذِكْرِ اللَّهِ وَذَر...
26/09/2025

> يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِن يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَىٰ ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ ۚ ذَٰلِكُمْ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ
(سورة الجمعة: ٩)
🔹 অর্থ: “হে ঈমানদারগণ! যখন জুমার দিনে নামাজের আহ্বান দেওয়া হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে (খুতবা ও নামাজে) দ্রুত ছুটে যাও এবং ব্যবসা-বাণিজ্য ছেড়ে দাও। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে।”

1️⃣
رسول الله ﷺ قال:

> خَيْرُ يَوْمٍ طَلَعَتْ عَلَيْهِ الشَّمْسُ يَوْمُ الْجُمُعَةِ، فِيهِ خُلِقَ آدَمُ، وَفِيهِ أُدْخِلَ الْجَنَّةَ، وَفِيهِ أُخْرِجَ مِنْهَا، وَلَا تَقُومُ السَّاعَةُ إِلَّا فِي يَوْمِ الْجُمُعَةِ
(رواه مسلم، حديث ٨٥٤)
🔹 অর্থ: “সর্বোত্তম দিন হলো জুমার দিন। এ দিনেই আদমকে সৃষ্টি করা হয়েছে, এ দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে, এ দিনেই জান্নাত থেকে বের করা হয়েছে এবং কিয়ামত হবে জুমার দিনেই।”
2️⃣
قال النبي ﷺ:

> مَنْ غَسَّلَ وَاغْتَسَلَ، وَبَكَّرَ وَابْتَكَرَ، وَمَشَى وَلَمْ يَرْكَبْ، وَدَنَا مِنَ الإِمَامِ فَاسْتَمَعَ وَلَمْ يَلْغُ، كَانَ لَهُ بِكُلِّ خُطْوَةٍ يَخْطُوهَا أَجْرُ سَنَةٍ، صِيَامُهَا وَقِيَامُهَا
(رواه الترمذي، حديث ৪৯৬)

🔹 অর্থ: “যে ব্যক্তি জুমার দিনে গোসল করে, সুন্দরভাবে প্রস্তুতি নেয়, আগে মসজিদে যায়, ইমামের কাছে গিয়ে খুতবা মনোযোগ দিয়ে শোনে এবং অযথা কথা বলে না, তার প্রতিটি কদমের বিনিময়ে এক বছরের রোজা ও নামাজের সওয়াব লেখা হয়।”

3️⃣
قال رسول الله ﷺ:

> فِيْهِ سَاعَةٌ، لا يُوَافِقُهَا عَبْدٌ مُسْلِمٌ وَهُوَ قَائِمٌ يُصَلِّي يَسْأَلُ اللهَ تَعَالَى شَيْئًا إِلا أَعْطَاهُ إِيَّاهُ
(رواه البخاري ومسلم)

🔹 অর্থ: “জুমার দিনে একটি বিশেষ মুহূর্ত আছে, যখন কোনো মুসলিম আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ তা তাকে দান করেন।”

لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لاَ شَرِيكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الْحَمْدَ، وَالنِّعْمَةَ،لَكَ وَالْمُلْكَ، ل...
22/09/2025

لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لاَ شَرِيكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الْحَمْدَ، وَالنِّعْمَةَ،لَكَ وَالْمُلْكَ، لاَ شَرِيكَ لَكَ
হে আল্লাহ! সকল মুসলমানদের কে ক্ষমা করে দেন,এবং ওমরাহ -হজ্জ করার তৌফিক দান করুন আমিন। ইয়া রব🤲

আলহামদুলিল্লাহ রওনা হলাম খানায়ে কা'বার উদ্দেশ্যে, সকলের কাছে দোয়া প্রার্থী 🤲।আপনাদের জন্য ও মন ভরে দোয়া করবো ইনশাআল্লাহ...
21/09/2025

আলহামদুলিল্লাহ রওনা হলাম খানায়ে কা'বার উদ্দেশ্যে, সকলের কাছে দোয়া প্রার্থী 🤲।আপনাদের জন্য ও মন ভরে দোয়া করবো ইনশাআল্লাহ।

18/09/2025

The Holy Quran! The light of hope, the peace of heart, and the salvation of the hereafter.

07/09/2025

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।

আল-হেরা ইসলামি একাডেমির পক্ষ থেকে আমরা নিয়ে এসেছি বিশেষ একটি কোরআন শিক্ষা কোর্স।

পবিত্র কোরআন- এটাই আমাদের জীবনের আলো, পথের দিশা, হৃদয়ের প্রশান্তি, পরকালের মুক্তি,। কিন্তু আমরা কি সত্যিই কোরআনকে সেইভাবে শিখছি বা পড়ছি যেভাবে আল্লাহ তায়ালা 'শিখতে বা পড়তে বলেছেন।

এই প্রয়োজন থেকেই শুরু হয়েছে-অনলাইন কোরআন শিক্ষা কোর্স।

এই কোর্সে টিচার হিসেবে যারা থাকছেন, তারা হলেন বিশ্ববিখ্যাত প্রাচীনতম বিদ্যাপিঠ আল আজহার ইউনিভার্সিটিতে অধ্যায়নরত মেধাবী শিক্ষার্থীগন।

আমাদের এই কোর্সে যেই যেই টপিক গুলো রয়েছে :
১/ তাজবিদ সহকারে কোরআন শিক্ষা।
২/ নুরানি কায়দা ও আমপারা।
৩/ ইসলামি শিষ্টাচার
৪/ ইসলামি আকায়েদ।
৫/ পরিপূর্ণ নামাজ শিক্ষা।
৬/ বিভিন্ন মাসআলা মাসায়েল শিক্ষা ও ইসলামের ইতিহাস।
৭/ রাসুল সা: ও সাহাবিদের জীবনী।
৮/ ইসলামের মৌলিক সকল বিষয়ের শিক্ষাদান।

যেখানেই থাকুন-বাংলাদেশ বা বিশ্বের যেকোনো প্রান্তে-আপনি ঘরে বসে সহজেই আমাদের সাথে যুক্ত হতে পারবেন গুগল মিট,ইমু বা হোয়াটসঅ্যাপে আপনার সময়সুযোগ অনুযায়ী।

রাসুল (সাঃ) বলেছেন! তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ, যে কোরআন শিখে এবং অন্যকে শেখায়।

তাহলে আর দেরি কেন? আজই শুরু করুন কোরঅনের এই সুন্দর যাত্রা।

যোগাযোগ :হোয়াটসঅ্যাপ
+201279374984
+8801690223857

🕋 লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক 🕋আলহামদুলিল্লাহ! ছুম্মা আলহামদুলিল্লাহ!! আল্লাহর অশেষ কৃপায় ওমরাহ 'র ভিসা সম্পূর্ণ হয়েছ...
07/09/2025

🕋 লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক 🕋
আলহামদুলিল্লাহ! ছুম্মা আলহামদুলিল্লাহ!!
আল্লাহর অশেষ কৃপায় ওমরাহ 'র ভিসা
সম্পূর্ণ হয়েছে।

জীবনের এক মহামূল্যবান সফরে যাচ্ছি—ওমরাহ পালন করতে। সবার কাছে দোয়া কামনা করছি, যেন এই সফর কবুল হয় এবং বরকতময় হয়। 🌺

01/09/2025
আলহামদুলিল্লাহ!  বাংলাদেশ থেকে আমাদের প্রাণপ্রিয় ব্যক্তিগণ, বিশ্ব-বিখ্যাত আল - আজহার বিশ্ববিদ্যালয়, কায়রো,মিশর। সফরে এসে...
31/08/2025

আলহামদুলিল্লাহ! বাংলাদেশ থেকে আমাদের প্রাণপ্রিয় ব্যক্তিগণ, বিশ্ব-বিখ্যাত আল - আজহার বিশ্ববিদ্যালয়, কায়রো,মিশর। সফরে এসেছেন।
👉 হযরত মা: মাহফুজুল হক সাহেব দা:বা:
👉 হযরত মা: রেজাউল করিম আবরার হা:

তূর পাহাড়,  যেখানে মুসা আঃ আল্লাহর সাথে সরাসরি কথোপকথন করেছেন সুবহানাল্লাহ।
25/08/2025

তূর পাহাড়, যেখানে মুসা আঃ আল্লাহর সাথে সরাসরি কথোপকথন করেছেন সুবহানাল্লাহ।

04/12/2023

সাইয়েদুল ইস্তেগফার
ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দো'আ,,

সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা,আমরা জীবনে অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকি। এবং সমস্যা সমাধানের জন্য কতোনা উপায়, কতোনা না ব্যবস্থা আমরা করে থাকি। আল্লাহ্পাক আমাদেরকে সকল সমস্যার সমাধান দেখিয়েছেন, যে আমলের মাধ্যমে তা হল ইস্তেগফার। শুধু সমস্যার সমাধন নয় বরং ইস্তেগফার করার মাধ্যমে আল্লাহপাক আমাদের অনেক আকর্ষণীয় পুরুষ্কার দান করবেন। আল্লাহর নবী নূহ (আ) তার জাতিকে বলেছিলেন যে, তোমরা ইস্তেগফার করো তোমাদের রবের কাছে , তার কাছে ক্ষমা প্রার্থনা করো, নিঃসন্দেহে তিনি ক্ষমাশীল।

যে ব্যক্তি দিনে (সকালে) দৃঢ় বিশ্বাসের সঙ্গে এ ইস্তেগফার পড়বে আর সন্ধ্যা হবার আগেই সে মারা যাবে।সে জান্নাতী হবে। আর যে ব্যক্তি রাতে(প্রথম ভাগে) দৃঢ় বিশ্বাসের সঙ্গে এ দু'আ পড়েনেবে আর সে ভোর হবার আগেই মারা যাবে, সে জান্নাতী হবে।

সাইয়েদুল ইস্তেগফার (Sayyidul Istighfar):
হাদিসে অসংখ্য ইস্তেগফার বা ক্ষমার দো‘আ পাওয়া যায়। কিন্তু সব ইস্তেগফারের মধ্যে শ্রেষ্ঠ ইস্তেগফার হল সাইয়েদুল ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দো‘আ। নিচে সাইয়েদুল ইস্তেগফারের আরবি-অর্থসহ বাংলা উচ্চারণ দেওয়া হলঃ

اَللَّهُمَّ أَنْتَ رَبِّىْ لآ إِلهَ إلاَّ أَنْتَ خَلَقْتَنِىْ وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوْذُبِكَ مِنْ شَرِّمَا صَنَعْتُ، أبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَىَّ وَأَبُوْءُ بِذَنْبِىْ فَاغْفِرْلِىْ، فَإِنَّهُ لاَيَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ
উচ্চারণঃ আল্লা-হুম্মা আনতা রব্বী লা ইলা-হা ইল্লা আনতা খালাক্বতানী, ওয়া আনা ‘আবদুকা ওয়া আনা ‘আলা আহদিকা ওয়া ওয়া‘দিকা মাসতাত্বা‘তু, আ‘ঊযুবিকা মিন শার্রি মা ছানা‘তু। আবূউ লাকা বিনি‘মাতিকা ‘আলাইয়া ওয়া আবূউ বিযাম্বী ফাগফিরলী ফাইন্নাহূ লা ইয়াগফিরুয্ যুনূবা ইল্লা আনতা।

হে আল্লাহ! তুমি আমার পালনকর্তা। তুমি ব্যতীত কোন উপাস্য নেই। তুমি আমাকে সৃষ্টি করেছ। আমি তোমার দাস। আমি আমার সাধ্যমত তোমার নিকটে দেওয়া অঙ্গীকারে ও প্রতিশ্রুতিতে দৃঢ় আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট হ’তে তোমার নিকটে আশ্রয় প্রার্থনা করছি। আমি আমার উপরে তোমার দেওয়া অনুগ্রহকে স্বীকার করছি এবং আমি আমার গোনাহের স্বীকৃতি দিচ্ছি। অতএব তুমি আমাকে ক্ষমা কর। কেননা তুমি ব্যতীত পাপসমূহ ক্ষমা করার কেউ নেই।
সহীহ্ বোখারী :(৬৩০৬)

03/12/2023

আল কোরআন

মহা পবিত্র আল-কোরআন
তাওরাত, যাবুর,ইঞ্জিলের প্রধান
আল্লাহর স্বয়ং সৃষ্টি, সংবিধান
অতি ভাগ্যবান মুসলিম জাহান,
কোরআনকে করলে অসম্মান
আখেরাতে নিশ্চিত জাহান্নাম
দুনিয়াতে ধিক্কার, অপমান।

আল-কোরআন পূর্নাঙ্গ জীবন বিধান
বিশ্ব-জাহানের এক সত্যের আহ্বান।
রাসুল সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম
মেহনত করেছেন এর সারা জনম,
প্রথম নাজিল যখন হেরা গুহায়
জিব্রাইল আলিঙ্গন করলেন শিনায়-
শেষ ওহি লাইলাতুলকদর মিনায়।

Address

Cumilla
TITAS

Website

Alerts

Be the first to know and let us send you an email when আল-হেরা ইসলামি একাডেমি। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share