11/03/2023
"জাগ্রত হোক বিবেক"
তবে কি ঈশ্বর, খোদা,গড,ভগবান খুশি হয়েছেন বা হবেন ?
তাঁর নামে ধ্বনি দিয়ে ভয়ংকর তাণ্ডবলীলা চালিয়ে- জানমালের যে ক্ষতি করছে তা দেখে?
যদি ভেবে থাকো খুশি হয়েছে
তবে তুমি মাতাল, ভয়ংকর, নিকৃষ্ট নরাধম ,
সার্বজনীন স্রষ্টা হয়না তুষ্ট করলে সৃষ্টির অনিষ্ট
যদি ভাব প্রাণনাশে স্রষ্টা খুশি তবে ইহা তোমার মহা- ভ্রম।
মতাদর্শের ভিন্নতার কারণে ভিন্ন মতাবলম্বীদের উপর আক্রমণ, পৈশাচিক নির্যাতন, বাড়িঘর পুড়িয়ে দেয়া, লুঠ করা কোনো সভ্য মানুষের, আদর্শিক দলের, সভ্যধর্মের নির্দেশ ও কর্ম হতে পারে কি?
তুমি কে? তুমি কি? ভেবেছ কি কখনো?
তুমি যা, যাকে মারছ সেও তো তা। এখানে তুমি সবল তাই দুর্বলকে মারছ আবার যেখানে তুমি দুর্বল সেখানে সবলের হাতে তুমি মার খাবে যদি এমন নীতি হয়ে থাকে যে,দুর্বল সবলের দ্বারা আক্রান্ত হব ।
ভিন্ন মতাবলম্বী, ধর্মাবলম্বী, ভিন্নগোত্র ও সম্প্রদায়ভুক্তদের উপর ভয়ংকর আগ্রাসনের উস্কানি ও নির্দেশ দিচ্ছ, দুর্বলের উপর আক্রমনের নোংরা পরিকল্পনা করছো, তাণ্ডবলীলা চালাচ্ছ, তবে তুমি যেই হও, তোমাকে বলতে দ্বিধা নেই তুমি অসভ্য, তুমি বর্বর, তুমি নবরূপে ভয়ংকর চেঙ্গিস খান, তুমি নর্দমার কীট, অসুন্দর ও অশান্তির নিকৃষ্ট অশুভ আও৭দূত।
মানি না, মানব না তোমার ধর্ম, তোমার গ্রন্থ, যদি সে কাউকে আক্রমণ, হত্যা ও লুঠতরাজের হুকুম দেয়, ঘৃণা করি তোমার নেতাদের যে তোমায় লেলিয়ে দেয় অন্যজনকে আক্রমন করতে হত্য করতে।
তবে কুর্নিশ করি তাদের যারা সৃষ্টির সেবায় ছুটে চলছে অবিরত, কুর্নিশ করি সে ধর্ম, ও গ্রন্থ এবং মানুষকে যে জীবনের কথা, প্রেমের কথা, সুন্দর ও শান্তিশৃঙ্খলার কথা বলে, মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করে।
জেগে উঠো, জাগ্রত কর বিবেক, ভালোবাস মানুষকে, পাশে থাকো মানুষের মানবিক মূল্যবোধ নিয়ে, তোমার সুখেদুঃখে, বিপদকালে পশু কিংবা কোনো স্বর্গীয় দূত আসবে না ছুটে তোমার পাশে, আসবে ছুটে কোনো মানুষ। তবে কেনো মারছ মানুষ?
বাদ দাও সে ধর্ম, ছুড়ে ফেলো সে ধর্মগ্রন্থ
যে তোমায় শেখান অন্যের অনিষ্ট।
মানুষ ছাড়া বাঁচবে না কোনা মানুষ
পূর্ণতা পাবেনা ধরণী পৃষ্ঠ।
মানুষকে ভালোবাস, মানুষের পাশে থাকো
আজকের পৃথিবী বাসযোগ্য করেছে মনুষ্য হস্ত,
মতাদর্শিক সহিংসতা প্রতিরোধ কর
নয়তো তুমিও হবে আক্রান্ত, জনপদ হবে বিপর্যস্ত।
মাথায় তুলে রাখি, হৃদয়ে গাথি
যে মোরে শেখান ন্যায়নীতি,
মানি সে ধর্ম, মানি সে গ্রন্থ
যদি সে হয় মানবিক এবং শেখান -
মানুষে মানুষে প্রেমপ্রীতি আর সম্প্রীতি।
© দেলোয়ার শাহ্