
28/01/2024
আবূ হুরাইরা (রাদি.) বলেন, আমি আল্লাহর রাসূল সা.-কে বলতে শুনেছি:
‘‘যখন নামাযের জন্য ইক্বামত (তাকবীর) দেওয়া হয়, তখন তোমরা দৌড়ে আসবে না; বরং গাম্ভীর্য-সহকারে স্বাভাবিকভাবে হেঁটে আসবে। তারপর যতটা নামায (ইমামের সাথে) পাবে, পড়ে নেবে। আর যা ছুটে যাবে, তা (নিজে) পূরণ করে নেবে।’’
(বুখারী ৬৩৬, ৯০৮, মুসলিম ৬০২)