M.I Ahmad

M.I Ahmad Hello guys..Welcome to my official page.please like,follow and stay with us.
(1)

ঈদ মোবারক❤️সবাইকে ঈদ-উল আদ্হার শুভেচ্ছা 🥰তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম🐂🐪
06/06/2025

ঈদ মোবারক❤️
সবাইকে ঈদ-উল আদ্হার শুভেচ্ছা 🥰
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম🐂🐪

দ্বিতীয় ব্যাচে ভর্তি চলছে। আগ্রহীরা ইনবক্স করুন☺️🥱কোর্স শেষে সার্টিফিকেট প্রদান করা হবে😜
06/05/2025

দ্বিতীয় ব্যাচে ভর্তি চলছে। আগ্রহীরা ইনবক্স করুন☺️🥱
কোর্স শেষে সার্টিফিকেট প্রদান করা হবে😜

মা'য়ের দেখি দুইটা বড় দানা আছে👀   ゚viralシ
01/05/2025

মা'য়ের দেখি দুইটা বড় দানা আছে👀

゚viralシ

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি না থাকায়; তারা একটি ব্যর্থ বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে। ইউরোপ-আমেরিকায় ছাত্ররাজনীতি...
09/03/2025

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি না থাকায়; তারা একটি ব্যর্থ বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে। ইউরোপ-আমেরিকায় ছাত্ররাজনীতি না থাকায়; যোগ্য নেতৃত্ব বিকশিত হতে পারে না। ফলে নেতৃত্বের অভাবে আমেরিকা একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। আপনি জেনে অবাক হবেন- ছাত্ররাজনীতি না থাকায় রাশিয়া, চীন, জাপানের ছাত্ররা অধিকার বঞ্চিত। তাদেরকে হলে হাফ ইঞ্চি সাইজের মাংসের পরিবর্তে এক বাটি মাংস দিয়ে জুলুম করা হয়। ছাত্ররাজনীতি না থাকায়; তারা ক্যান্টিনে ফাও খেতে পারে না। ছাত্ররাজনীতি না থাকায়; পাবলিক বাসের ড্রাইভার, মেইন গেটের দোকানদার মামা, অটোওয়ালা মামা কেউ তাদের দাম দেয় না।
পৃথিবীর যেসব দেশে ছাত্ররাজনীতি নেই। তারাই ব্যর্থ দেশে পরিনত হয়েছে। কানাডা, ফ্রান্স, সৌদি আরব, রাশিয়া, জাপান, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া যার উজ্জ্বল উদাহরণ।
©

We need him back...
22/02/2025

We need him back...

এক গ্রামে শ্রমিক লাগে ৬০০।  বেডা আছে ৫০০৷ মহাজনের কাছে শ্রমিক শর্ট৷ বেডা শ্রমিকদের ১০০০ টাকা মজুরি দেয়া লাগে।  ঐ টেকা দি...
10/02/2025

এক গ্রামে শ্রমিক লাগে ৬০০। বেডা আছে ৫০০৷ মহাজনের কাছে শ্রমিক শর্ট৷ বেডা শ্রমিকদের ১০০০ টাকা মজুরি দেয়া লাগে। ঐ টেকা দিয়ে পুরুষ শ্রমিকরা সংসার চালায়৷ মহাজন তো দেখল, ব্যাপক মুশকিল৷ সে গ্রামের বেডিদের যাইয়া কইলো, তোরা জামাইর অত্যাচার সহ্য করতাছস কেন, জামাই তোগোরে খাওয়ার খোটা দেয়, ঠিক মত শপিং এর টেকা দেয় না, আয় আমার কারখানায় কাম কর, তোগোরে টেকা দিমু, তোরা ঐ টেকা দিয়া শপিং করতে পারবি, রেস্টুরেন্টে ঘুরতে পারবি৷ জামাইর দিকে চাইয়া থাকতে হবে না, নিজে স্বাবলম্বী হবি, নিজের খরচ নিজে চালাবি৷ এখন বেডিগুলা নেমে গেছে কামলা দিতে৷ শ্রমিক হয়ে গেছে ১০০০, শ্রমিক লাগে ৬০০। শ্রমিকের দাম কমে গেছে৷ এইদিকে বেডিগুলা ২০০ টাকা মজুরি তেই কামলা দিতে রাজি হইয়া গেছে, ওদের তো আর একাই পুরা ফ্যামেলি চালাইতে হবে না। এখন বেডাগুলো যখন ১০০০ দাবি করল, মহাজন কয়, আরে যা ব্যাডা যাহ৷ ২৫০ টাকা মজুরি দিমু, আইলে আয়, না আইলে ভাগ। আরো ৪০০ শ্রমিক সিরিয়ালে আছে৷ এখন ব্যাডাগুলো ২৫০ টাকায় কামলা দিতেই রাজি হয়ে গেল৷ এখন ২০০ + ২৫০ = ৪৫০ জামাই বৌ দুইজন মিলে কামাই করল৷ কিন্তু সংসার চালাইতে ১০০০ লাগে৷ তাই লিভিং স্ট্যান্ডার্ড কমাইয়া ফেলল৷ অথচ, জামাই যদি একা কামাই করতো, তাহলে কিন্তু ১০০০ টাকাই কামাতে পারতো৷

এইদিকে লাগলো আরেক ভ্যাজাল। জামাইর ২৫০ টাকা দিয়া তো হচ্ছে না, সে বৌয়ের কামাইতে ভাগ দাবি করে বসল৷ সংসারের খরচ দেয়া তো জামাইর দায়িত্ব, বৌয়ের দায়িত্ব না৷ বৌ কামলা দিতে গেছে নিজে ভোগবিলাস করার জন্য, সংসারের খরচ দেয়ার জন্য না৷ এখন এই ট্যাকা নিয়া লাগলো বৌ জামাই মারামারি৷ সংসারে অশান্তি৷ কিসের পুরুষ মানুষ হইছে৷ সংসারের খরচ দেয়ার মুরোদ নাই, আবার বৌয়ের কামাই খাইতে চায়, কিসের পুরুষ সে৷

এরপরই একটা একটা করে সংসার ভাঙতে লাগলো৷ নারী এখন নিজে ২০০ টাকা কামাই করে, নিজে খায় শুধু৷ পুরুষও নিযে ২৫০ টাকা কামাই করে, নিজে খায় শুধু৷ একার ইনকাম দিয়ে সংসার চালানো সম্ভব না৷
এইদিকে মহাজন তো লালে লাল৷ ব্যবসা চাংগা৷ অধিক প্রোডাকশন, স্বল্প মজুরি, প্রচুর প্রফিট হচ্ছে৷ এই প্রফিট দিয়ে সে বান্ধা নারীবাদী ভাড়া রাখলো৷ নারীবাদী গুলো মহাজনের টাকায় মৌজ মাস্তি করতেছে, আর সাধারন নারীদেরকে বলতেছে, জামাইর সংসারে লাথি দিয়ে চলে আয়৷ মহাজনের কারখানায় কাম নে। স্বাবলম্বী হ৷ পরাধীন থাকিস না৷ নিজের খরচ নিজে চালা৷
আর সাধারন নারীগুলো মগজ বন্ধক দিয়ে দিল।

©

28/01/2025
তাদের জন্য,  যারা বলেন🤭🤭🤭মনের পর্দাই বড় পর্দা 😆
25/01/2025

তাদের জন্য, যারা বলেন🤭🤭🤭
মনের পর্দাই বড় পর্দা 😆

খুবই আজব ভালোবাসা ছিল তার। সে অন্য কারো হইতে চাইতো, আবার আমাকেও রাখতে চাইতো.!💔😅
24/01/2025

খুবই আজব ভালোবাসা ছিল তার। সে অন্য কারো হইতে চাইতো, আবার আমাকেও রাখতে চাইতো.!💔😅

বোনরে, আর কবে বুঝবি?ছেলেদের সাথে মেয়েদের বন্ধুত্বটা মাকাল ফলের মতো। দেখতে সুন্দর কিন্তু ভেতরটা বিষে ভরা।    ゚
24/01/2025

বোনরে, আর কবে বুঝবি?

ছেলেদের সাথে মেয়েদের বন্ধুত্বটা মাকাল ফলের মতো। দেখতে সুন্দর কিন্তু ভেতরটা বিষে ভরা।



দুইজন মিলে নখ কেটে দিচ্ছে। আরেকজন পায়ের তলা পরিষ্কার করছে। কার? একজন কাস্টমারের। এই হল তথাকথিত নারী স্বাধীনতার বাস্তবতা।...
22/01/2025

দুইজন মিলে নখ কেটে দিচ্ছে। আরেকজন পায়ের তলা পরিষ্কার করছে। কার? একজন কাস্টমারের।

এই হল তথাকথিত নারী স্বাধীনতার বাস্তবতা। নিজের স্বামীর জন্য রান্না-বান্না করা, নিজের ঘর পরিষ্কার- পরিচ্ছন্ন করা ও নিজ সন্তানের লালন- পালন করাকে পরাধীনতা মনে করে। অথচ পর পুরুষের পায়ের তলা পরিষ্কার করা আর ময়লা, দুর্গন্ধময় নখ কেটে দেয়াকে নিজেদের স্বাধীনতা মনে করে।
বাস্তবতা হল- পশ্চিমাদের বানানো নারী স্বাধীনতা নিছক্ ধোঁকা ছাড়া কিছুই না। ঠিক মরীচিকার মতো; দূর থেকে দেখতে পানি জ্বলমল করছে মনে হলেও কাছে গেলে বিভীষিকাময় শুষ্ক মরুভূমির বালি ছাড়া আর কিছুই দেখতে পাওয়া যায় না।
অথবা বলতে পারো- ঠিক মরুভূমির চোরা বালির মত। ভরসার মনে করে পা' দিবে তো অতল গহ্বরে হারিয়ে যাবে।
হ্যাঁ, তথাকথিত নারী স্বাধীনতার এটাই বাস্তবতা।
© সোহেল বিন হাবিব

তাই নাকি?
18/01/2025

তাই নাকি?

Address

Dhaka-Chittagong
Cumilla
3500

Alerts

Be the first to know and let us send you an email when M.I Ahmad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to M.I Ahmad:

Share

Category