Nipo Anwar

Nipo Anwar সামাজিক বিষয়াবলি এবং সুর সংগীত

11/08/2025

মা “আফরা”
কেমন আছ? আজ ১১/০৮/২০২৫খ্রিঃ তারিখ। আজ ছিল তোমার পঞ্চম শুভ জন্মদিন। আজকের এই দিনটি হতে পারত আমাদের জন্য অনেক অনেক আনন্দঘন মূহুর্ত্বের। কিন্তু মহান রাব্বুল আলামির ইচ্ছার কাছে সবকিছু ম্লান হয়ে গিয়েছে। আল্লাহর ইচ্ছায় তুমি আমাদের ছেড়ে চলে গিয়েছে। তুমি চলে যাওয়ার পর এমন কোন দিন নেই তোমাকে বাবা-মা মনে করেনি।
তোমার কিসের এত তারা ছিল জানিনা,
কেনই বা আমাদের ঘরে আলো জ্বালালে, আর কেনই বা অন্ধকার করে দিলে সব।
প্রতিটি ক্ষন কিভাবে, কতটা কষ্টে কাটে তা কাউকে বুঝাতে পারবনা। বাড়ি যাওয়ার পর তোমার কবরের পাশে গেলে ইচ্ছা করে তোমার কবরটা বুকে জড়িয়ে ধরে আদর করে একটু বুকের জ্বালা মিটাই। বাস্তবতায় হেরে গিয়েছি আমরা। তুমি নেই আমরা আছি!! এই থাকায় কোন শান্তি নাইরে মা। তোমাকে হয়ত অনেকে ভূলে গিয়েছে এবং অনেকেই ভূলে যাবে। কিন্তুু এই হতবাগা বাবা-মা তোমাকে কখনোই ভূলতে পারবেনা। তোমার কবরে লাগানো টগর, গোলাপ ও বাগানবিলাস গাছগুলি অনেক তাজা এবং বড় হয়েছে। তুমি বেঁচে থাকলে হয়তো তুমিও অনেক বড় হয়ে যেতে। তোমার কবরের ফুলগাছ গুলি ফুলে ফুলে ভরে উঠেছে। তুমি যেমন সুন্দর ছিলে তোমার কবরটাও তাই। মা অনেক মিছ করি তোমায়। মা অনেক চেষ্টা করেও কিছু করতে পারিনি। নিজেকে খুব ব্যর্থ মনে হয়। মনে হয় যদি আমি এটা না করে ওইটা করতাম, এই হাসপাতালে না গিয়ে অন্য হাসপাতালে কিংবা এই চিকিৎসকের কাছে না গিয়ে অন্য চিকিৎসকের কাছে যেতাম তাহলে হয়তো তোমাকে বাঁচাতে পারতাম। নিজেকে প্রতিনিয়ত অপরাধী মনে হয়। আমায় ক্ষমা করো। তোমার কবরের পাশে আমারও কবর হবে। সেই দিন পর্যন্ত আমি এপাড়ে থেকে অপেক্ষা রইলাম এবং তুমি ওপাড়ে থেকে অপেক্ষায় থাকো।
তোমার দাদি মারা যাওয়ার পূর্বে বলে গিয়েছিল, তোমার কবরের পাশে যেন তোমার দাদির কবর হয়। তোমার দাদির সেই ইচ্ছে আমরা পূর্ণ করেছি। আমারও ইচ্ছে তোমার কবরের পাশে শোয়ার।
হে আল্লাহ্ তোমার ইচ্ছায় সব হয়েছে। আমার এই ইচ্ছাটা না হয় পূরন করো।
জীবনে শুধু একটাই চাওয়া, আমার কবরটা যেন তোমার পাশেই হয়।🤲🤲🤲

07/08/2025

No caption

30/07/2025

জীবন নিয়ে আমাদের কত চিন্তা ধারা কিন্তু আসলেই তো জীবনের স্থায়িত্ব নগণ্য একটা বিষয়।

25/07/2025

তোমার প্রেমে আমি অন্ধ,
ফিরে যাওয়ার পথ বন্ধ,
ইচ্ছে করে জনম ভরে করি গো আদর--
তুমি আমার জান বন্ধু অন্তরের অন্তর--

মাইলস্টোন এর ভিডিও গুলি যখন দেখছিলাম আমার মেয়েটাকে ধরে কান্না করছিলাম! মেয়েটা হয়তো বুঝিনি কান্নার কারণ। এতগুলি বাচ্চা...
22/07/2025

মাইলস্টোন এর ভিডিও গুলি যখন দেখছিলাম আমার মেয়েটাকে ধরে কান্না করছিলাম! মেয়েটা হয়তো বুঝিনি কান্নার কারণ।
এতগুলি বাচ্চার জন্য যদি আমার এমন অনুভূতি হয়, জানিনা তাদের বাবা-মায়ের কি অবস্থা। 😭😭
আল্লাহ প্রত্যেকটা বাবা মাকে এবং তার পরিবারের লোকজনকে ধৈর্য ধরার তৌফিক দান করো।
যারা আহত হয়েছে তাদের তোমার রহমতের চাঁদরে ঢেকে দাও।🤲🤲

21/07/2025

🤲🤲হে আরশের মালিক, উত্তরায় মাইলস্টোন কলেজের উপর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের দুর্ঘটনায় আহত, অগ্নিদগ্ধ সকলের প্রতি আপনি রহম করুন।

21/07/2025

আসমানে মাইওনারে

20/07/2025

সব নিয়া নেরে মাওলা

20/07/2025

গুন গুন

16/07/2025

সোনা দিয়া বান্ধাইলাম ঘর

12/07/2025

ভাললাগা
তোমারে না পেলে জানি আমি জানি গো

Address

Chandina
Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when Nipo Anwar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nipo Anwar:

Share