11/08/2025
মা “আফরা”
কেমন আছ? আজ ১১/০৮/২০২৫খ্রিঃ তারিখ। আজ ছিল তোমার পঞ্চম শুভ জন্মদিন। আজকের এই দিনটি হতে পারত আমাদের জন্য অনেক অনেক আনন্দঘন মূহুর্ত্বের। কিন্তু মহান রাব্বুল আলামির ইচ্ছার কাছে সবকিছু ম্লান হয়ে গিয়েছে। আল্লাহর ইচ্ছায় তুমি আমাদের ছেড়ে চলে গিয়েছে। তুমি চলে যাওয়ার পর এমন কোন দিন নেই তোমাকে বাবা-মা মনে করেনি।
তোমার কিসের এত তারা ছিল জানিনা,
কেনই বা আমাদের ঘরে আলো জ্বালালে, আর কেনই বা অন্ধকার করে দিলে সব।
প্রতিটি ক্ষন কিভাবে, কতটা কষ্টে কাটে তা কাউকে বুঝাতে পারবনা। বাড়ি যাওয়ার পর তোমার কবরের পাশে গেলে ইচ্ছা করে তোমার কবরটা বুকে জড়িয়ে ধরে আদর করে একটু বুকের জ্বালা মিটাই। বাস্তবতায় হেরে গিয়েছি আমরা। তুমি নেই আমরা আছি!! এই থাকায় কোন শান্তি নাইরে মা। তোমাকে হয়ত অনেকে ভূলে গিয়েছে এবং অনেকেই ভূলে যাবে। কিন্তুু এই হতবাগা বাবা-মা তোমাকে কখনোই ভূলতে পারবেনা। তোমার কবরে লাগানো টগর, গোলাপ ও বাগানবিলাস গাছগুলি অনেক তাজা এবং বড় হয়েছে। তুমি বেঁচে থাকলে হয়তো তুমিও অনেক বড় হয়ে যেতে। তোমার কবরের ফুলগাছ গুলি ফুলে ফুলে ভরে উঠেছে। তুমি যেমন সুন্দর ছিলে তোমার কবরটাও তাই। মা অনেক মিছ করি তোমায়। মা অনেক চেষ্টা করেও কিছু করতে পারিনি। নিজেকে খুব ব্যর্থ মনে হয়। মনে হয় যদি আমি এটা না করে ওইটা করতাম, এই হাসপাতালে না গিয়ে অন্য হাসপাতালে কিংবা এই চিকিৎসকের কাছে না গিয়ে অন্য চিকিৎসকের কাছে যেতাম তাহলে হয়তো তোমাকে বাঁচাতে পারতাম। নিজেকে প্রতিনিয়ত অপরাধী মনে হয়। আমায় ক্ষমা করো। তোমার কবরের পাশে আমারও কবর হবে। সেই দিন পর্যন্ত আমি এপাড়ে থেকে অপেক্ষা রইলাম এবং তুমি ওপাড়ে থেকে অপেক্ষায় থাকো।
তোমার দাদি মারা যাওয়ার পূর্বে বলে গিয়েছিল, তোমার কবরের পাশে যেন তোমার দাদির কবর হয়। তোমার দাদির সেই ইচ্ছে আমরা পূর্ণ করেছি। আমারও ইচ্ছে তোমার কবরের পাশে শোয়ার।
হে আল্লাহ্ তোমার ইচ্ছায় সব হয়েছে। আমার এই ইচ্ছাটা না হয় পূরন করো।
জীবনে শুধু একটাই চাওয়া, আমার কবরটা যেন তোমার পাশেই হয়।🤲🤲🤲