24/09/2022
ইরানে দা-জ্জালের অনুসারীদের হিজাব বিরোধী মহা বিদ্রোহ ও দা-জ্জালের আগমন খুব সন্নিকটে -
বিশ্বের অবস্থা খুব ভয়াবহ। হঠাৎ করে উত্তাল ইরান। লাখ লাখ নারী শিকল ভেঙে বেরিয়ে গেছে। পুড়িয়ে দেওয়া হচ্ছে হিজাব। অর্ধনগ্ন নাচে আত্মহারা। প্রতিটি রাস্তায় রাস্তায় নারীদের গণ বিস্ফোরণ। হিজাব কে ছিন্নভিন্ন করে নগ্ন দেহ কে প্রতিবাদ স্বরূপ প্রদর্শন করছে। জঘন্য ভাষায় হিজাব কে তুচ্ছতাচ্ছিল্য করা হচ্ছে। এক ভয়ংকর ম্যাসেজ দিচ্ছে দা-জ্জাল। সারা বিশ্বে যে গোপনে তার অনুসারী তৈরী করে ফেলেছে তার জানান দিচ্ছে দা-জ্জাল। এখন শুধু আত্মপ্রকাশের বাকি।
- ইসহাক ইবনে আব্দুল্লাহ বর্ণনা করেন, আমি আনাস ইবনে মালেক কে বলতে শুনেছি, ইসফাহানের (ইরান) ৭০ হাজার ইহুদী দা-জ্জালের অনুসারী হবে৷ তাদের গায়ে সবুজ রঙের চাদর থাকবে। ( সহীহ মুসলিম ;৪ খন্ড, পৃ, ২২৬৬)
- আয়েশা (রা) বলেন, একদিন রাসূল (স) আমার নিকট আগমন করলেন। আমি তখন বসে কাদছিলাম। আল্লাহর রাসূল (স) আমাকে কান্নার কারণ জিজ্ঞাসা করছিলেন। আমি বললাম হে আল্লাহর রাসূল (স) আমার দা-জ্জালের কথা মনে পড়ে গেছে। তা শুনে রাসূল (স) বলেন আর জীবদ্দশায় যদি সে আত্মপ্রকাশ করে তাহলে তোমার পক্ষে আমিই যথেষ্ট হবো। আর আমার পরে যদি সে আত্মপ্রকাশ করে তাহলে আতংকিত হবার কারণ নেই। কেননা সে মিথ্যাবাদী হতে এতটুকুই যথেষ্ট সে হবে কানা, তোমার রব কানা নয়। সে ইসফাহান (ইরান) থেকে আত্মপ্রকাশ করবে।
(মুসনাদে আহমাদ, খন্ড ৪.পৃ ১৭৫)
- নবী করীম (স) বলেছেন দা-জ্জালের যখন আগমন ঘটবে তখন নারীরা তার নিকট চলে যাবে। আতংকে মুমিন পুরুষ ঘরে গিয়ে তার মা,বোন,চাচি কে শিকল দিয়ে ঘরের খুটিতে বেধে রাখবে।
দা-জ্জালের সিংহভাগ অনুসারী হবে নারী। দা-জ্জাল যেহেতু ইরানের ইসফাহানে আগমন করবে তাই তার সিংহভাগ অনুসারী ইহুদী ও নারী তার পিছনে পিছনে ছুটবে। আজকে ইরানের নারীদের দেখে মনে হচ্ছে প্রতীক্ষিত সেই সময় দ্রুত ঘনিয়ে আসছে। ইরানের নারীরা শিকল ভেঙে এভাবেই বেরিয়ে গেছে। শুধু ইরান নয় সমগ্র মুসলিম বিশ্বের নারীদের অবস্থা একই হবে। যেহেতু ইরানের ইসফাহান হবে তার নারী ও ইহুদী অনুসারীর ঘাটি। তাই ইরানেই এসব ঘটনা এক ভয়াবহ ইঙ্গিত দিচ্ছে। সে যে নারীদের হাতের মুঠোয় বন্দি করে ফেলেছে তার জ্বলন্ত প্রমাণ আজকের ইরান৷
চিন্তা করুন দা-জ্জালের ফিতনা কত ভয়ংকর হবে। আয়েশা (রা) স্বয়ং দা-জ্জালের কথা মনে পড়ায় তিনি কান্নায় ভেঙে পড়েন।
রাসূল (স) যখন দা-জ্জাল নি