It's Jobayer Bhai

It's Jobayer Bhai জীবনে, প্রাপ্তি কতটুকু হবে, জানি না!🙂

তবে, সাফল্যের আগে-নারী আমার চাই -না...!!😎

26/04/2025

সবজি ওজন করার সময় যদি মাপার কাঁটায় একটি মাছি বসে, তাহলে ওজনে তেমন পার্থক্য হয় না।

কিন্তু সেই একই মাছি যদি স্বর্ণ ওজন করার সময় মাপার কাঁটায় বসে, তাহলে তার ওজনে দশ-বিশ হাজার টাকার পার্থক্য করে দিতে পারে।

এখানে ওজন বড় কথা নয়, আপনি কোন যায়গায় অবস্থান করছেন—সেটাই আসল গুরুত্বপূর্ণ বিষয়।

তাই চেষ্টা করুন ভালো মানুষদের সংস্পর্শে থাকতে। নিজেকে উত্তম পরিবেশে রাখুন এবং নিজের সম্মান ও মর্যাদা বজায় রাখুন।


25/04/2025

ALLAH
ALHAMDULILLAH FOR EVERYTHING 🌺💙

20/04/2025

পারভেজ হ*ত্যা হইসে একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে। এই ঘটনায় দুইটা মেয়েও জড়িত। অথচ এটাকে পলিটিকাল রং দিতে গিয়ে মেইন আসামিদের থেকে ফোকাস সরিয়ে নেয়ার চেষ্টা করতেছে কিছু মানুষ!

দেশে এরকম ৮/১০ টা হত্যাকাণ্ড প্রতিদিন কোন না কোন কারণে হয়। এসব ঘটনা এতটাই তুচ্ছ কিংবা ভাইরাল না হওয়ার কারণে আমরা জানি না।

এখন শুনেন, গতকাল কুমিল্লায় একটা ঘটছে- পুটি মাছ না কাটার জন্য স্ত্রী'কে গলাটিপে হ*ত্যা করেছে এক স্বামী !!!

এই ঘটনা দেশের কয়জন লোক জানে? বা এটাকে আপনি কোন রাজনীতির মধ্যে ফেলতে পারবেন?



03/01/2025

বন্ধুর বাড়িতে বিরিয়ানির আয়োজন 🫰🌺

02/01/2025

আমাদের গ্রাম 🌺😎

26/12/2024

সুতা ছিঁড়ে চলে যাওয়া ঘুড়ি কখনো জানতে পারেনা....
লাটাই হাতে দাড়িয়ে থাকা মানুষের মনের অবস্থা। 💔 🥺

01/10/2024

আমার প্রিয় হাবিবকে নিয়ে কথা বলার আগে বার বার ভেবে নিবেন।😶
তাওহীদি জনতার বাঁধ যদি ছুটে যায়,, বাংলার মাটিতে কিংবা পৃথিবীর বুকে কোনো নবী বিদ্বেষী বেঁচে থাকতে পারবে না।✊

23/09/2024

তোফাজ্জলের বিচার চাইতে না চাইতে চলে গেলেন পাহাড়ে, আর পাহাড় থেকে নাইমাই দেখি দেশের ইলিশ চলে গোলো ভারতে ✊

10/08/2024

টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত বাংলাদেশ সেনাবাহিনীর!

05/08/2024
05/08/2024

নেতা তো চলে গেছে বন্ধু,তোর তো পাসপোর্ট ই নাই। যাও আইডি কার্ড আছে সেখানে আবার বাপের নাম ভুল!
এখন তোর কি হবে রে? 😅

Address

Lalmai Cumilla
Cumilla
3570

Telephone

+8801724597036

Website

Alerts

Be the first to know and let us send you an email when It's Jobayer Bhai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to It's Jobayer Bhai:

Share

Category