02/08/2024
হে আল্লাহ!
আসমান ও জমিনের রাজত্ব আপনারই!
আপনি সর্বত্তম ন্যায় বিচারক! বৃষ্টির সময়, শুক্রবার আসরের পর ও মাগরিবের আগে, সূরা কাহাফ তেলাওয়াত এর পর, আজানের পর পর এবং মাগরিবের ফরজ নামাজ পরে এই গুনাহগার আপনার দরবারে আর্জি পেশ করেছি। আপনি তো কবুলকারী!
আমার দু’হাত কবুল না হলেও ওই মজলুম পিতামাতার দোয়া আপনি কবুল করিয়েন।
আমার চোখের পানি মুল্যহীন কিন্তু ওই মজলুম পিতা-মাতা, ভাই-বোনের ও শিক্ষকের চোখের পানি আপনি বৃথা যেতে দিয়েন না।