Mehedi Hasan-MeDu

Mehedi Hasan-MeDu আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

02/08/2024

হে আল্লাহ!
আসমান ও জমিনের রাজত্ব আপনারই!
আপনি সর্বত্তম ন্যায় বিচারক! বৃষ্টির সময়, শুক্রবার আসরের পর ও মাগরিবের আগে, সূরা কাহাফ তেলাওয়াত এর পর, আজানের পর পর এবং মাগরিবের ফরজ নামাজ পরে এই গুনাহগার আপনার দরবারে আর্জি পেশ করেছি। আপনি তো কবুলকারী!
আমার দু’হাত কবুল না হলেও ওই মজলুম পিতামাতার দোয়া আপনি কবুল করিয়েন।
আমার চোখের পানি মুল্যহীন কিন্তু ওই মজলুম পিতা-মাতা, ভাই-বোনের ও শিক্ষকের চোখের পানি আপনি বৃথা যেতে দিয়েন না।

24/05/2024

সে দিন ও এমন করে ভইবে বাতাস
দেখবে না দুটি চোখে চেয়ে আকাশ
সূর্য দিবে আলো রাত্রি ও হবে কালো
থাকবে না তোমার দেহে নিঃশ্বাস 😅🥲
সে দিনও দুলবে ভাগে, বাশের ও ঝাড়
ভেঙ্গে ভেঙ্গে পড়বে নদীরও পাড়
জোয়ার বাটা ও হবে কোকিল ও ডেকে যাবে
ডাকবে না তোমার দেখবে লাশ 🥲

06/05/2024

যখন কেউ হারামের পথে চলতে শুরু করে, হোক সেটা হারাম খাবার, হারাম উপার্জন বা হারাম অন্য যে কোনো কাজ। যখন আমরা আল্লাহ তা’য়ালার নিয়ম ভাঙ্গার চেষ্টা করি, যা থেকে তিনি আমাদের দূরে থাকতে বলেছেন কিন্তু আমরা থাকি না। তাহলে জেনে নিন ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে আপনি আপনার লজ্জা-হায়া হারিয়ে ফেলবেন। আপনার দৃষ্টি অবনত রাখতে কষ্ট হবে, মুখ দিয়ে অশালীন কথা চলে আসবে যার উপর আপনার নিয়ন্ত্রণ থাকবে না, আপনার কথায় লজ্জাহীনতা প্রকাশ পাবে, আপনার চোখে লজ্জাহীনতা প্রকাশ পাবে। যে জিনিসটা আপনার কাছে আল্লাহ তা’য়ালার সবচেয়ে বড় নিয়ামত - আপনার হায়া(লজ্জা), আল্লাহ তা’য়ালা সেটা আপনার কাছ থেকে নিয়ে নিবেন। কারণ আপনি সেটার যোগ্য নন।

(সংগৃহীত)

29/03/2024

ঢাবিতে রং খেলার ওই ভিডিও তো আশা করি সবাই দেখছেন। এক মুসলিম ছেলে হলির অনুষ্ঠানে নাচতেছে, মুসলিম আপারাও আছেন এতে সন্দেহ নাই। মিউজিক তুমুল লেভেলের।

তো সাংবাদিক জিগাইলো - ভাই রোজা আছেন কিনা? পোলায় কইল হ।
সাংবাদিক আবার জিগাইলো - রোজা হালকা হই যাইবোনা এই গানের আয়োজনে? পোলায় কইলো আল্লাহ রোজায় সংযম করতে বলছেন কিন্তু একটু তো আনন্দ ফূর্তি করাই যায়।

লাস্টে বললো - Its Okay, Allah Will Understand!

আরেক মেয়ে কইলো, 'আজকের রোজাটা খুবই ভালো, পারফেক্ট এই উৎসবের জন্য। অতিরিক্ত গরম না, কিন্তু সমস্যা হচ্ছে রোজা। রোজাটা একটা সমস্যা।' (আস্তাগফিরুল্লাহ)

অধঃপতনের চূড়ান্ত লেভেল আর কি হইতেপারে? ও যে এই কথা মুখে বলছে সে তো এতেই খারিজ হয়ে গেছে! what's wrong with this generation?

17/03/2024

আল্লাহ কাউকে কষ্ট দিয়ে পরীক্ষা করেন, কাউকে সচ্ছলতা দিয়ে, কাউকে সুস্থতা দিয়ে, কাউকে অসুস্থতা দিয়ে, কাউকে সম্পদ দিয়ে, কাউকে সফলতা দিয়ে, কাউকে ব্যর্থতা দিয়ে, কাউকে সন্তান দিয়ে!

আমাদের মধ্যে সর্বোত্তম তারাই, যারা অবিচল, ধৈর্যশীল ও কৃতজ্ঞ থাকে! সর্বাবস্থায় একমাত্র আল্লাহর উপর ভরসা ও বিশ্বাস করে! আল্লাহ আমাদের সকলের সহায় হোন!
-আমিন 🥰

14/01/2024

কথাগুলো 💔

ফেসবুকে অনিচ্ছাকৃত  নগ্ন ছবি এবং স্পর্শকাতর বিষয় বস্তু হঠাৎ চলে আসে।না চাইতেও চোখে পরে যায়।সেইসব না দেখার জন্য সেটিংস ট...
04/08/2023

ফেসবুকে অনিচ্ছাকৃত নগ্ন ছবি এবং স্পর্শকাতর বিষয় বস্তু হঠাৎ চলে আসে।না চাইতেও চোখে পরে যায়।সেইসব না দেখার জন্য সেটিংস টা করে রাখতে পারেন। আপনার ভালো কাজের ভারসাম্য রক্ষা করুন।

C

আমি কোন বাবা-মাকে তার সন্তানকে ফজরের নামাজ ছুটে যাওয়ার কারণে বকতে দেখিনি!
29/07/2023

আমি কোন বাবা-মাকে তার সন্তানকে ফজরের নামাজ ছুটে যাওয়ার কারণে বকতে দেখিনি!

- হঠাৎ আপনি মারা যাবেন আর আপনার পুরো প্রোফাইল জুড়ে থাকবে হারাম সব জিনিস!😥🥀- আপনার মৃত্যুর সংবাদ পেয়ে অনেকেই আপনার প্রো...
18/07/2023

- হঠাৎ আপনি মারা যাবেন আর আপনার পুরো প্রোফাইল জুড়ে থাকবে হারাম সব জিনিস!😥🥀

- আপনার মৃত্যুর সংবাদ পেয়ে অনেকেই আপনার প্রোফাইল চেক করতে যাবে। আর প্রতিটা হারাম জিনিস এক এক করে দেখবে,যার দরুন আপনার আমলনামায় মৃত্যুর পরেও গুনাহ লেখা হতে থাকবে!😭 💔

- তাই আপনার প্রোফাইল থেকে সব হারাম জিনিস মুছে ফেলুন এখনই নতুবা মৃত্যুর পরে আর সুযোগ পাবেন না,কখন মৃত্যু চলে আসে বলা তো যায়না,তাই বেলা ফুরাবার আগে সব হারাম মুছে ফেলুন জীবন থেকে!🥰🌼

-copy-

17/07/2023

তোমরা যারা মুখের উপর ঠাসঠাস করে খোঁচা মারা কথাকে বলো স্পষ্টবাদিতা, বলো স্মার্টনেস, বলো সাহসিকতা, কোরআন তাদেরকে বলে "লুমাযাহ" যাদের জন্য অপেক্ষা করছে দুর্ভোগ। তারা নিক্ষিপ্ত হবে হুতামায়

হুতামা কি?

হুতামা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন। যা হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে

সুরা হুমাযা (১-৯)

08/07/2023

-হারাম সম্পর্ক আমাদের কতটা ক্ষতি করে----আল্লাহ মাফ করুক 😪

শয়তানের পাঠশালার প্রথম পাঠ হলো হতাশা -
07/07/2023

শয়তানের পাঠশালার প্রথম পাঠ হলো হতাশা -

Address

Laksham
Cumilla
3570

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mehedi Hasan-MeDu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share