27/06/2025
টাঙ্গুয়ার হাওর বিড়ম্বনা
হাউজবোটগুলোতে একটু ভাল ভাবে ঘুরতে গেলে প্রায় ১৫ হাজার টাকা লাগবে। হতাশ হবেন না, ২০১৮ সালের বাথরুম ছাড়া মাছের ট্রলারের ট্যুর করলে চার হাজার টাকা লাগতো ২০২৫ সালে এসে অত্যাধুনিক বিভিন্ন হাউজবোটেও কিন্তু চার হাজার আগের তুলনায় বেশ ভাল ট্যুর করা যায়। বিপত্তি আসলে কোন জায়গায়?
হাওরে একটু গুছানো পরিষ্কার পরিচ্ছন্ন খোলামেলা ছিমছাম হাউজবোট হলে কি এমন ক্ষতি হতো? ২০২২ সালে যে বোটগুলো বানানো হইছিল আমার মতে টাঙুয়ার হাওরের বেস্ট এডিশন এটাই ছিল। এরপরে শুরু হল প্রতিযোগিতা, কোটি টাকার প্রতিযোগিতা, ইনভেস্টর মাঙ্গানোর প্রতিযোগিতা।
হাওরে এসি না দিলে কি এমন ক্ষতি হতো? ৫% এসি রিকোয়েরমেন্ট গেস্টের জন্য পুরো ইন্ড্রাস্ট্রি ওভাররেটেড হয়ে গেছে। যাদের জন্য এসি লাগানো হইছে সে গেস্টগুলো কেবল মাত্র শুক্রবারে পাওয়া যায়। আপনাদের বিজনেস এনালাইসিস কি আমি জানিনা, আমার মাথায় ঘুরে ইনভেস্টমেন্ট কম, অপারেশন কষ্টিং কম, প্যাকেজ রেট কম, বেস্ট সার্ভিস - সেল বেশি।
হাওরে এখন শুরু হচ্ছে সুইমিং পুল, হাও ফানি ম্যান। ওয়াচ-টাওয়ার আর জাদুকাটা নদীতে সাঁতার কাটার স্বাদ জীবনে প্রথম অভিজ্ঞতা অনেক শহরের মানুষের আমি সাক্ষী। জীবনে নদীতে নামেনি কিন্তু হাওরে এসে নেমেছে, লাইফে এর থেকে বড় স্মৃতি আর কি হতে পারে?
আমি ভাবছি আমারো কি এসি লাগাইতে হবে! সুইমিং লাগাইতে হবে? ঐতিহ্য থাকবেনা! সংকৃতি থাকবে না।