Habib Khondokar

Habib Khondokar ���

পুরুষ হওয়া অত সোজা নয়, একটু বড় হওয়ার পর হঠাৎ করেই বুঝে যায় খুব তাড়াতাড়ি বড় হতে হবে, পুরো সংসারের দায়িত্ব নিতে হ...
08/04/2025

পুরুষ হওয়া অত সোজা নয়, একটু বড় হওয়ার পর হঠাৎ করেই বুঝে যায় খুব তাড়াতাড়ি বড় হতে হবে, পুরো সংসারের দায়িত্ব নিতে হবে ।

ঘর বানানোর জন্য পুরুষকে ঘর ছেড়ে বাইরে যেতে হয় বছরের পর বছর, মৃত্যুর আগে অব্দি হয়তো কখনো পাকাপাকিভাবে বাড়ি ফেরা হয় না ।

নির্বাক সৈনিকের মত লড়ে যায় বহুরূপীর মতো বিভিন্ন রূপে কখনো দাদা, কখনো ভাই, কখনো বা স্বামী , কখনো বাবা ।

পুরুষকে কখনো কাঁদতে দেখবেন না, কারণ সে জানে কাঁদলে সান্ত্বনা দেওয়ার মতো কাউকে পাশে পাওয়া যায় না, বিভিন্ন কারণে যদি স্ত্রীর সাথে ঝগড়াও হয়ে যায় সে হয়তো চুপ করে থাকে বা এক বেলা না খেয়ে থাকে তবু তার কোন বাপের বাড়ি হয় না যেখানে গিয়ে সে তার অভিমানটা প্রকাশ করতে পারবে ।

যতই শিক্ষার ডিগ্রী থাকুক পুরুষের সম্মানটা তার উপার্জন এবং মূলধনের উপরে নির্ভর করে ।

পুরুষরা সমাজ, পরিবার ও সম্পর্কের ভিত গড়ে তোলে, অথচ তাদের আবেগ, সংগ্রাম ও স্বাস্থ্যের কথা অনেক সময় উপেক্ষা করা হয়।তাদের ত্যাগ, দায়িত্ব ও ভালোবাসাকে সম্মান জানাই না শুধুই না পাওয়ার অভিযোগ।

কাম সারছে 😅
05/08/2024

কাম সারছে 😅

আমরা এখন স্বাধীন।❤️💚
05/08/2024

আমরা এখন স্বাধীন।❤️💚

হাজিদের রাত্রি যাপন ❤️নেই রাজপ্রাসাদ, নেই বিলাসবহুল ভবন, নেই দামী বিছানা, নেই চাদর, যে রাতে ধনী গরিব সব সমান।যে রাতে মান...
15/06/2024

হাজিদের রাত্রি যাপন ❤️
নেই রাজপ্রাসাদ, নেই বিলাসবহুল ভবন, নেই দামী বিছানা, নেই চাদর, যে রাতে ধনী গরিব সব সমান।

যে রাতে মানুষ কেবল মাত্র মহান আল্লাহর সন্তুষ্টির জন্য খোলা আকাশের নিচে রাত্রি যাপন করে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা এই রাতটি আমাদের সকলের নছিবে লিখে দিন,

আমিন।🕋🤍✨🤲

22/11/2023
Deep meme 😞Copy from : বাংলাদেশ meme লীগ।
16/11/2023

Deep meme 😞
Copy from : বাংলাদেশ meme লীগ।

তুমি ঠিক বলছো, তার মানে এই নয় যে আমি ভুল!তুমি আমার জায়গায় আসো,দেখবা আমিও ঠিক!'😊যার যার পরিস্থিতি সে বুঝে,🙂
27/08/2023

তুমি ঠিক বলছো, তার মানে এই নয় যে আমি ভুল!
তুমি আমার জায়গায় আসো,
দেখবা আমিও ঠিক!'😊
যার যার পরিস্থিতি সে বুঝে,🙂

৫ বছর ধইরা cng চালাই ঢাকায়। প্রত্যেকদিন সকালে cng নিয়া বাহির হই, দিন শেষ হইলে বাড়ি যাই খাই, ঘুমাই। আমার জীবনটা এমন পাইনশ...
14/08/2023

৫ বছর ধইরা cng চালাই ঢাকায়। প্রত্যেকদিন সকালে cng নিয়া বাহির হই, দিন শেষ হইলে বাড়ি যাই খাই, ঘুমাই। আমার জীবনটা এমন পাইনশা হইতো না যদি তাহেরার সাথে প্রেম না করতাম।
কেলাস নাইনে এ থাকতে প্রেম শুরু করি তাহেরার সাথে, ভালই যাইতে ছিল, হঠাৎ কইরা তাহেরা আমার কাছে বিভিন্ন জিনিস আবদার করা শুরু করলো, আমি না করতে পারতাম না তাই জিনিস গুলা কিনা দিতাম।

যখন টাকা থাকত না তখন বাপের দোকানের ড্রয়ার থেইকা টাকা নিয়া কিনা দিতাম। একদিন তাহেরা কয় কক্সবাজার যাইবো, আমি না করলাম, তারপর সে কয় না নিয়া গেলে আমার সাথে থাকব না। আমি অনেক কষ্ট কইরা বাপের দোকান আর আলমারি থেইকা ৪০হাজার টাকা চুরি করি। ৭দিন তাহেরার সাথে কক্সবাজার থাইকা আসি।

আসার পর আমার বাপ আমার সাথে ঝগড়া শুরু করে, ঝগড়া করার সময় সে stroke কইরা মারা যায়। তার ২সপ্তাহ পরে তাহেরা আমারে ছাইরা চইলা যায়।
আমার পরা লেখা বন্ধ হয়া যায়। আস্তে আস্তে সব শেষ হয়া যায়। এখন পেটের দায়ে cng চালাই। তাহেরার লগে ১সপ্তাহ আগে দেখা হইসিলো সে এখন আমারে চিনেও না। প্রেম জিনিসটা ভাল না আমগর মত ছোট লোকগোর লেইগা।😓🥺

©রেজা সিদ্দিক

✍️ Xa Vier

জাস্টিন ট্রুডোর ক্ষমতায়!'বিল গেটসের টাকায়!' ফুটবলার হাকিমির জনপ্রিয়তায়!'হুমায়ন ফরিদীর ভালোবাসায়!'তাহসানের কন্ঠে কিংবা হৃ...
05/08/2023

জাস্টিন ট্রুডোর ক্ষমতায়!'বিল গেটসের টাকায়!' ফুটবলার হাকিমির জনপ্রিয়তায়!'হুমায়ন ফরিদীর ভালোবাসায়!'তাহসানের কন্ঠে কিংবা হৃতিক রোশানের স্মার্টনেসে!'

কোন কিছুই নারীকে আঁটকাইতে পারে নাই,নারী আসলে কিসে আঁটকায়?'😊💔

02/08/2023

আমারে ছাইড়া গিয়া তুমি একটা পাখির জীবন পাইবা। কিন্তু উড়তে গিয়া দেখবা পুরা আকাশটাই একটা বিশাল খাঁচা।

এই মহাশূন্যে এমন একটা মানুষ থাকুক বিধ্বস্ত হয়ে, ভেঙে পড়ে, হতাশার চরমে ডুবে গিয়ে যাকে একটাবার জড়িয়ে ধরে কাঁদতে পারলে মনের...
25/07/2023

এই মহাশূন্যে এমন একটা মানুষ থাকুক বিধ্বস্ত হয়ে, ভেঙে পড়ে, হতাশার চরমে ডুবে গিয়ে যাকে একটাবার জড়িয়ে
ধরে কাঁদতে পারলে মনের ভিতর প্রশান্তি অনুভব হবে। মনে প্রাণে আসবে সজীবতা; চোখে মুখে ফোঁটে উঠবে বেঁচে থাকার আজন্ম সাধ।

একটা মানুষ থাকুক যার কাছে সবটা বলা যাবে অবলীলায়। কত কথা জানানো বাকি। বলতে গেলে বুকের কাছটায় দলা পাকিয়ে আসে আমার নিঃসঙ্গতার গল্পগুলো। বলা হয়ে উঠে না আর! একটা মানুষ থাকুক যে শীতল চোখ দেখেই বুঝে নিবে বুকের ভেতরটার নিঃঙ্গতা।

একটা মানুষ থাকুক বিধ্বস্ত পৃথিবীর এক টুকরো জমিনে দাঁড়িয়ে সৃষ্টিকর্তার কাছে আমাকে পাওয়ার তীব্র আকুতি জানাক। একজোড়া হাত আমার জন্য প্রার্থনারত থাকুক। আমাকে পাওয়ার আনন্দে অশ্রুসিক্ত হোক একজোড়া পবিত্র চোখ।

শুধু ভালোবাসা নয় কেউ একজন থাকুক যে পুরো আমিটার মায়ায় পড়বে। যে শেষ পর্যন্তু আমার সাথে থেকে যাবে। ছন্নছাড়া, এলোমেলো এই আমিটাকে গভীর যত্নে আগলে রাখবে বুকের মাঝে। শুধু স্বপ্ন নয় আজন্ম পথচলার সঙ্গী হয়ে কেউ একজন আসুক।♡︎

লেখক- মেহেদী হাসান শুভ্র

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Habib Khondokar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category