খবরাখবর

  • Home
  • খবরাখবর

খবরাখবর Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from খবরাখবর, Magazine, .

19/08/2024

অবৈধ মোস্তাকের নেতৃত্বে দল্টা কলেজের ছাত্র-ছাত্রীদের উপর বহিরাগত সন্ত্রাসীদের হামলা।

নিজের অবৈধ পদ ধরে রাখার অপচেষ্টায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর বহিরাগত সন্ত্রাসী দিয়ে হামলা করান এ.এ.এম মোস্তাক আহমেদ।

মোস্তাক আহমেদের এমপিও বাতিল সরকারি বেতন বন্ধ পূর্বের নেওয়া সকল টাকা সরকারি কোষাগারে ফেরতের নির্দেশ রয়েছে। মোস্তাক হাইকোর্টে রিট করে গত একবছরেও কোনো শুনানি করতে পারে নাই তার পক্ষে ‌।

১৮ই আগস্ট রবিবার ছাত্র-ছাত্রীরা তাকে অপসারণের দাবিতে শান্তির্পূন আন্দোলন করার উদ্দেশ্যে কলেজ ক্যাম্পাসে উপস্থিত হয়।

পরবর্তীতে নিজের চেয়ার বাচানোর জন্য তিনি বহিরাগত কিছু ভাড়াটিয়া গুন্ডা দিয়ে ছাত্রছাত্রীদের উপর হামলা করান। এরপর বহিরাগতদের হস্তক্ষেপের তিনি কলেজ গেইট থেকে কলেজে ডুকেন তবে প্রশ্ন হচ্ছে তিনি কলেজের উপাধ্যক্ষ হয়ে কলেজ গেইটে কি করছিলেন এবং কেনোই বা হামলার কিছুক্ষণ আগে তিনি ঐ জায়গায় উপস্থিত ছিলেন এই বিষয় থেকে পরিষ্কার বুঝতে পারা যায় যে কাজটা ওনার।

পরবর্তীতে কলেজের ছাত্রদের উপর বহিরাগতরা হামলা করে।
স্থানীয় বিএনপির নেতা কর্মীরা এর নেতৃত্ব দেন। কলেজের দারোয়ান ইউসুফ,দত্তরি বাচ্ছু, ক্যান্টিনের মর্তুজা সহ আরো অনেকে মিলে ছাত্রদের উপর হামলা করে বলে ছাত্ররা জানায়। এতে কয়েকজন ছাত্র আহক হয় এবং একজন জ্ঞান হারায় এবং নাখ মুখ দিয়ে তার রক্ত যায়।

ছাত্রীদের ধর্ষন এবং কুরুচির্পূন মন্তব্য করে হুমকি দেয় বলেও আমরা জানতে পারি। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে আনা হয়। তখনও কলেজের বাইরে দুর্বিওরা অবস্থান করছিলো সাধারন শিক্ষার্থীদের উপর হামলা করবে বলে। এরপর সেনাবাহিনী দুই দিনের মধ্যে সব কিছুর সমাধান করবে বলে আস্বস্ত করলে ছাত্রছাত্রীরা তাদের ৩ দফা দাবি তুলে ধরে।
১/ এ.এ.এম মোশতাক আহমেদের পদত্যাগ।
২/ কলেজে সকল ধরনের ছাত্ররাজনীতি নিষেধ।
৩/ হামলাকারীদের আঈনের আওতায় আনা এবং ছাত্রছাত্রীদের নিরাপত্তা প্রদান করা। #দল্টা_ডিগ্রি_কলেজ #রামগঞ্জ #লক্ষীপুর #ভয়েসপ্রতিদিন

17/08/2024

সত্য নিয়ে বিখ্যাত কিছু ইসলামিক উক্তি-

সত্যবাদীরা সুকর্মের পথ দেখায় আর সুকর্ম বেহেস্তের পথ দেখায়। আল হাদিস

শ্রেষ্ঠ মানুষ হল সে যার অন্তর পরিচ্ছন্ন ও মুখ সত্যবাদী। ইবনে মাজাহ (৪২১৬)

একজন মুসলিম হিসেবে সত্য বলা সাথে মিথ্যা সাথে না বলা। (সূরা আল-আহযাব, আয়াত ৭০)

সত্যের পথে চল, সত্যের বাটন পুরস্কৃত হবে। (সূরা মুহাম্মদ, আয়াত ২৪)

এই কুরআন সত্যের দিকে আপনার উপকার হবে, যদি আপনি সত্যিই মানুন। (সূরা আল-ইসরা, আয়াত ১০৫)

সত্যের পথে চলা সবসময় মুসলিমদের জন্য সহ্যকর। (সূরা লোকমান, আয়াত ৬৯)

সত্য ও সজ্জা সম্পর্কিত কাজে সত্য বলা আবশ্যক। (সূরা আল-আহযাব, আয়াত ৭০)

সত্য সময়ের সাথে চলে যায়, মিথ্যা সময়ের সাথে নয়। (সূরা আল-বাক্বারা, আয়াত ৪২)

সত্য সবসময় জয় পেতে থাকে এবং সত্যের প্রতি মুসলিমদের বিশ্বাস থাকে। (সূরা আল-আহকাফ, আয়াত ৭)

সত্য বলার সময় সত্যের সমর্থন কর। (সূরা আল-আহযাব, আয়াত ৭০)

সত্যের পথে চলতে গিয়ে তোমার হৃদয় শান্ত থাকবে এবং সত্যের সঙ্গে থাকতে থাকবে। (সূরা তাহা, আয়াত ১১৯)

সত্য তোমাকে শান্তি এবং আনন্দ দেবে, সত্য পথে অনুসরণ করো। (সূরা আল-مائدা, আয়াত ১৬)

17/08/2023

অবশেষে অবৈধ মোশতাকের মুখোশ উন্মোচন
দল্টা ডিগ্রি কলেজের অবৈধভাবে দুটি পদে থেকে অর্থ আত্মসাৎকারী মোশতাক আহম্মদের অবৈধতার ডিএনএ রিপোর্ট শিক্ষামন্ত্রণালয় হতে প্রেরণ করা হলো।
বিস্তারিত আসতেছে......
অবৈতার পজেটিভ রিপোর্টে প্যান্ট ঢিলে হওয়া মোশতাক এখন আপনাদের দোয়া প্রার্থী। তার শুভাকাঙ্ক্ষী সুবিধাবাদী লোকজন নিজ দায়িত্বে তাকে দোয়া করবেন।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when খবরাখবর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share