01/08/2025
প্রিয় ভৃঙ্গরাজ,
পথের বাঁকে তোমায় খুঁজে পেলাম বড় অবেলায়। ক্লান্ত পথিক অযাচিত দুঃখ বয়ে পারি দিচ্ছিলাম এই সরুপথ, বাঁকে তুমি দাড়িয়ে এক অপরূপ সজ্জায়। সবুজ পাতার ডাল ঠেলে তোমার হাসি যেনো কেড়ে নিলো সকল ক্লান্তি চাপ। অশান্ত চিত্তে বয়ে গেলো এক মৃদুমন্দ শান্ত বাতাস। আমি যে তোমার প্রেমে পড়ে গেলাম ফুল! 🌼