Meghna Vision

Meghna Vision Welcome to Meghna Vision Official page
If you want to see any entertainment program in your area on our Facebook, contact us, Mob: 01864240090

Welcome to Official Facebook
" Meghna Vision Official "
COMMUNITY TV OFFICE
Manikarchar Bazar,
Meghna, Comilla-3515, Bangladesh. Phone : +8801864240090
E-mail : [email protected]

রাসেলের ভাইপার সম্পর্কে কিছু ভুল ধারণা।তথ্য: ড. আব্দুল্লাহ আবু সাঈদ, সমন্বয়ক ও গবেষক, বাংলাদেশ ভেনম রিসার্চ সেন্টার, চট্...
20/06/2024

রাসেলের ভাইপার সম্পর্কে কিছু ভুল ধারণা।

তথ্য: ড. আব্দুল্লাহ আবু সাঈদ, সমন্বয়ক ও গবেষক, বাংলাদেশ ভেনম রিসার্চ সেন্টার, চট্টগ্রাম।
ফ্যাক্টচ্যাক: টিম বিজ্ঞানপ্রিয়।

বাংলাদেশে এমন প্রতিযোগিতা হলে আমাকে জানাবেন🐸
21/05/2024

বাংলাদেশে এমন প্রতিযোগিতা হলে আমাকে জানাবেন🐸

25/03/2024
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। 😥 গাছবাড়িয়া কলেজের সামনে পুলিশের মামলার ভয়ে জোরে চালিয়ে পাস কাটতে গিয়ে উল্টে যায় ...
25/03/2024

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। 😥

গাছবাড়িয়া কলেজের সামনে পুলিশের মামলার ভয়ে জোরে চালিয়ে পাস কাটতে গিয়ে উল্টে যায় একটি গাড়ি এবং সাথে সাথে সিলিন্ডার বিস্ফোরণে জলজ্যান্ত মানুষ কয়লা হয়ে গেছে😭
আল্লাহ মরহুমের পরিবার কে ধর্য্য দান করুন।

ঈদ উপলক্ষে আমরা ট্রাক ভাড়া করে ঢাকায় ঘুরব। জনপ্রতি খরচ ৫০০ টাকা।দুপুরের খাবার শেষে ট্রাক উঠব সবাই, রাত ১০টা পর্যন্ত ঘুরব...
24/03/2024

ঈদ উপলক্ষে আমরা ট্রাক ভাড়া করে ঢাকায় ঘুরব। জনপ্রতি খরচ ৫০০ টাকা।

দুপুরের খাবার শেষে ট্রাক উঠব সবাই, রাত ১০টা পর্যন্ত ঘুরবো। ট্রাকে বড় বড় সাইজের সাউন্ড বক্স ও মাইক থাকবে। ইতোমধ্যে DJ বিলকিসকে কনফর্ম করা হয়েছে। এছাড়া প্রতি ট্রাকে থাকবে ২০ জন করে টিককট নৃত্যশিল্পী।

যারা টাকা দিবেন তাদের সবাইকে একটা সাদা লুঙ্গী ও একটা লাল গামছা দেয়া হবে।

আমাদের সকল এডমিন ও মডারেটর চুল লাল করবে, মাত্র ১০০ টাকা দিয়ে আপনিও চুল লাল করতে পারবেন।

বি:দ্র: এসবের জন্য ৫০০ টাকা খরচ না করে ৫০০ টাকা বিকাশ করেন, কাচ্চি খেয়ে আসি।

17/03/2024

সারাবছর কাচ্চি বিরিয়ানির ছবি পোস্ট করেন তাতে সমস্যা কোন হয়না,রমজান মাসে ইফতারের ছবি পোস্ট করলেই গরিবরা কষ্ট পাবে🥲

আরে ভাই যার ইফতার কেনার টাকা নাই তার এমবি কিনে ফেসবুক চালানোর টাকা কই থেকে আসে🤭

09/01/2024

চুনারুঘাটে লক্ষ জনতার সামনে বিজয়ের ভাষণ দিলেন ব্যারিস্টার সুমন,
এইদেশের সাধারণ মানুষ কোনো দল লীগ ভালোবাসে না । ভালোবাসে ব্যাক্তিতকে যদি সে ব্যাক্তি সৎ ভালো মানুষ হয় সেই যে দলের রাজনৈতিক করুক না তাকে ভোট দিবে তার প্রমাণ সুমন স্যার।।

Guys আমরা এখন  বঙ্গবন্ধু চ্যানেল আছি😃😃✅🥰প্রিয় আমার পেইজটি ফলো করতে ভুলবেন না 🥰🥰
09/11/2023

Guys আমরা এখন বঙ্গবন্ধু চ্যানেল আছি😃😃

✅🥰প্রিয় আমার পেইজটি ফলো করতে ভুলবেন না 🥰🥰

06/10/2023

এমন মৃত্যু থেকে আল্লাহ সবাইকে হেফাজত করুন।
ঢাকার মুহাম্মাদপুরে আজকের ঘটনা কারেন্টে লেগে তিনজনের মৃত্যু।

06/10/2023

মদমুক্ত পূজা করার আহবান এমপি বাহার মহোদয়ের।
কুমিল্লা এগুলে এগোবো বাংলাদেশ।
এই সিদ্ধান্ত এখন পর্যন্ত দেশের কোনো নেতা চিন্তাও করতে পারেনাই অথচ কুমিল্লায় আ.ক.ম বাহার ভাই বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়েছেন। এটাই কুমিল্লার নেতৃত্ব যে কত শক্তিশালী তার প্রমাণ।

পোলাপাইন একই ছবি  বার বার দেখতে দেখতে  বিরক্ত তাই একটু এডিট করছে।ফটো সংগ্রহীত
17/09/2023

পোলাপাইন একই ছবি বার বার দেখতে দেখতে বিরক্ত তাই একটু এডিট করছে।

ফটো সংগ্রহীত

একজন ট্রাক ড্রাইভারকেখুলনা থেকে ঢাকা আসতে ১৯ জায়গায় চাঁদা দিতে হয় ঠিক এই কারণে ৫ টাকা কেজি দরে কেনা বেগুন ঢাকা আসতে আসতে...
17/07/2023

একজন ট্রাক ড্রাইভারকে
খুলনা থেকে ঢাকা আসতে ১৯ জায়গায় চাঁদা দিতে হয়

ঠিক এই কারণে ৫ টাকা কেজি দরে কেনা বেগুন ঢাকা আসতে আসতে ৭০ টাকা হয়ে যায়।

Address

Manikarchar Bazar Meghna Cumilla
Cumilla
3515

Alerts

Be the first to know and let us send you an email when Meghna Vision posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Meghna Vision:

Share