Bongo Ict Academy

Bongo Ict Academy Welcome to The Bongo ICT Academy (Tech timeline)....
Follow our page, knowing the earth.

19/05/2025

Good morning

09/05/2025

ফেসবুকে #কন্টেন্ট #মনিটাইজেশন যারা পাবেন্না,
কন্টেন্ট মনিটাইজেশনের জন যা করতে হবে..

28/04/2025

আপনার ফোনের সকল নাম্বার ফেসবুকে __!!
এখুনি ডিলিট করুণ।



23/04/2025

sx9 wireless microphone review



14/03/2025

কেমন আছেন সবাই?

Happy new yearHNY - 2025  #2025
01/01/2025

Happy new year
HNY - 2025


#2025

26/10/2024

Oneeek din post kora hoyna

আগে লিখতে শিখো,বেয়াদব কোথাকার... Happy Birthday to you...😒
31/08/2024

আগে লিখতে শিখো,
বেয়াদব কোথাকার...
Happy Birthday to you...😒

যারা ভাষার জন্য প্রাণ দিয়েছেন, তাঁদের জন্য শ্রদ্ধা, ভালোবাসা ও দোয়া রইল।৮ ফাল্গুন, ১৩৫৮, বৃহস্পতিবার মানে ১৯৫২ সালের এই ...
21/02/2024

যারা ভাষার জন্য প্রাণ দিয়েছেন, তাঁদের জন্য শ্রদ্ধা, ভালোবাসা ও দোয়া রইল।
৮ ফাল্গুন, ১৩৫৮, বৃহস্পতিবার মানে ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার জন্য শহীদ হন। কিন্তু আজ আমরা তাদের রক্তকে দিন দিন বৃথায় পরিণত করতে যাচ্ছি....
মাতৃভাষায় ভিনদেশি শব্দের ব্যাপক আগ্রাসনে সৌন্দর্য হারাচ্ছে, সেই সাথে হারিয়ে যাচ্ছে বহু বাংলা শব্দ। আজ আমরা কথায় কথায় ইংরেজি, হিন্দি শব্দ ঢুকিয়ে দিচ্ছি বাংলার মধ্যে, যাতে করে লোকে আমাদেরকে আধুনিক ভাবে। আমরা যদি বাংলা না বলি, বলবে কে???
আমি বলছি না, আপনি অন্য ভাষায় কথা বলবেন না। আপনি বলেন। তবে যখন ইংরেজি বলবেন, তখন শুধু ইংরেজি বলেন।

01/01/2024

Happy new year 2024

#2024

কম্পিউটার টিপস এন্ড ট্রিক্স.....Tips & Tricks : -1• Windows Key + R চাপুন Run ডায়ালগ বক্স আসবে, prefetch লিখে এন্টার করু...
12/11/2023

কম্পিউটার টিপস এন্ড ট্রিক্স.....

Tips & Tricks : -1
• Windows Key + R চাপুন Run ডায়ালগ বক্স আসবে, prefetch লিখে এন্টার করুন। একটা উইন্ডো আসবে এখানে সবগুলো ফাইল ডিলেট করুন।
• Windows Key + R চাপুন Run ডায়ালগ বক্স আসবে, %temp% লিখে এন্টার করুন। একটা উইন্ডো আসবে এখান থেকে সবগুলো ফাইল ডিলিট করুন।
• Windows Key + R চাপুন Run ডায়ালগ বক্স আসবে, temp লিখে এন্টার করুন। একটা উইন্ডো আসবে এখান থেকে সবগুলো ফাইল ডিলিট করুন।
• প্রত্যেকটি ড্রাইভের উপর মাউসের রাইট ক্লিক করে প্রপারটিজ এ যান এবং ডিস্ক ক্লিনআপ করুন। এখন আপনার কম্পিউটারের গতি আগের চেয়ে অনেকগুন বেড়ে যাবে।
• Windows Key + R চাপুন Run ডায়ালগ বক্স আসবে, tree লিখে এন্টার করুন।

Tips & Tricks-2
আপনার পিসি সম্পূর্ণভাবে চালু না হওয়া পর্যন্ত কোন Program/Application চালু করবেননা।
Tips & Tricks-3
ডেক্সটপ ওয়ালপেপার হিসেবে খুব বড় সাইজের ইমেজ ব্যবহার থেকে বিরত থাকুন। ডেক্সটপে প্রয়োজনের বেশী সর্টকাট রাখবেননা। কারন ডেক্সটপে রাখা সর্টকাটগুলো র্যাম ব্যবহার করে।

Tips & Tricks-4
কম্পিউটারের র্যাম কম থাকলে কম্পিউটার স্লো হয়ে যায়। এ ক্ষেত্রে ভার্চুয়াল র্যাম বাড়িয়ে কম্পিউটারের গতি কিছুটা বাড়ানো যায়। এর জন্য My Computer এ মাউসের রাইট ক্লিক করে Properties এ যান- Advanced System Settings এ যান Performance এর Settings এ যান Advanced ট্যাব এ ক্লিক করুন, Change -এ ক্লিক করুন এবার Initial size x Maximum size এ ইচ্ছা মত সাইজ লিখে Set এ ক্লিক করে Ok করুন।

Tips & Tricks-5
অনেক সময় আমাদের পিসির পাওয়ার বাটনে সমস্যা হলে কম্পিউটার চালু করতে পারিনা। এ ক্ষেত্রে আপিনি কীবোর্ডের সাহায্যে কম্পিউটার চালু করতে পারেন। এর জন্য আপনাকে প্রথমে কম্পিউটার চালু হওয়ার সময় Del কী চেপে Bios সেটআপ এ প্রবেশ করতে হবে। তারপর power management setup সিলেক্ট করে এন্টার করুন। এবার power on my keyboard সিলেক্ট করে এন্টার করুন। এরপর পাসওয়ার্ড নির্বাচন করে এন্টার দিন। এরপর কোন একটি পাসওয়ার্ড দিয়ে সেভ করে বেরিয়ে আসুন। এখন কীবোর্ড থেকে সেই পাসওয়ার্ড চেপে কম্পিউটার চালু করতে পারবেন।

Tips & Tricks-6
অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের কম্পিউটারের স্টার্ট মেনু আসতে দেরি হয় বা লোকাল ডিস্ক ওপেন হতে দেরি হয়। এই সমস্যা সমাধান করতে যা করতে হবে- কীবোর্ড থেকে Windows Key + R চাপুন। Run ডায়ালগ বক্স আসবে এখনে Regedit.exe লিখে Ok দিন। একটি উইন্ডো ওপেন হবে। এখান থেকে HKEY_CURRENT_USER এ ক্লিক করুন নিচে ড্রাপডাউন থেকে Control Panel এ ক্লিক করুন। এরপর নিচে ড্রাপডাউন থেকে Desktop সিলেক্ট করুন। Desktop সিলেক্ট থাকা অবস্থায় ডান পাশ থেকে MenuShowDelay এর উপর ডাবল ক্লিক করে Value Data 0 করে OK দিন। কম্পিউটার রিস্টার্ট দিন।

Tips & Tricks-7
যে কোন Program/Application ক্লোজ করার পর আপনার ডেক্সটপে গিয়ে কীবোর্ড থেকে F5 চেপে রিফ্রেস করে নিন। যা আপনার কম্পিউটারের র্যাম হতে অব্যবহৃত ফাইল রিমুভ করে দিবে।
Tips & Tricks-8
আপনার কম্পিউটারের হার্ডডিস্কে ২/৩টি Partition করুন। ২য় বা ৩য় Partition এ বড় বড় সফ্টওয়্যারগুলো ইন্সটল করুন। Windows এর জন্য পারলে পুরো C ড্রাইভ খালি রাখুন। কম্পিউটারের ভাল ফারফর্মেন্স পাবেন।

09/11/2023

আপনার কি পরিমান ইনকাম এটা জানার কৌতূহল অনেকের,
কিন্তু, আপনি কি পরিমান কষ্ট করে ইনকাম করেন এটা জানতে চাওয়ার মানুষ একজনকেও পাবেন না...
©

Address

Cumilla
3500

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bongo Ict Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share