Asif Official

Asif Official সত্য সমাগত, মিথ্যা অপসৃত

07/01/2025

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ একটা ঘটনা ঘটে গেছে।

শেখ ফাকাব্বির নামের এক ছেলে বিশ্ববিদ্যালয়ের হলে যেয়ে আমিরুল ইসলাম নামের এক ছাত্রের গলায় ছুরি ধরেছে। ধরে বলেছে সে ছাত্রদল নেতা, খুলনার মস্তবড় সন্ত্রাসী। এরপর ভিক্টিমকে শিবির ট্যাগ দিয়ে বলেছে তুই শিবির, তোরা শিবির।

ঘটনা এখানেই শেষ না।

শিবির ধরতে হলে গিয়েছিল শেখ ফাকাব্বির। মূল যে শিবিরকে ধরতে সে হলে গিয়েছিল তার নাম সুসম সাহা। আমি সুসম সাহাকে তার ধর্মপরিচয় জিজ্ঞেস করি নাই। কিন্তু ধারণা করছি সুসম সাহা একজন হিন্দু ব্যক্তির নাম।

এরপর আমিরুল, সুসমসহ তিনজন ছাত্র কোনমতে শেখ ফাকারাব্বির হাত থেকে পালিয়ে গেলে শেখ ফাকাব্বির ছাত্রদল নেতা ও "অভিভাবক" নাঈম সরকারকে ফোন দিয়ে জিজ্ঞেস করে যে তিনজন ছাত্রকে সে শেষ করে দিবে কিনা।

পরে ছাত্ররাও কর্তৃপক্ষকে ফোন করে। এদিকে শেখ ফাকাব্বিরও কর্তৃপক্ষকে ফোন করে জানায় যে শিবির তার পায়ের রগ কেটে দিয়েছে। শাবিপ্রবির ছাত্রদের ফেসবুক গ্রুপেও পোস্ট করে যে শিবির তার ওপর হামলা করেছে।

প্রক্টর এসে দেখে যে পুরাটাই শেখ ফাকাব্বিরের সাজানো নাটক। বরং সেই ছাত্রদলের ছত্রছায়ায় শিক্ষার্থীদের শিবির ট্যাগ দিয়ে জবাই করতে চেয়েছিল।

এরপর শেখ ফাকাব্বির ঐ একই গ্রুপে আরেকটা পোস্ট দিয়ে শিবিরের নামে প্রোপাগান্ডা ছড়ানোর জন্য ক্ষমা চেয়ে পোস্ট করে।

বর্তমানে এটা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

অল্পর জন্য আরেকটা বিশ্বজিতের হাত থেকে বাংলাদেশ বেঁচে গেল। এবারের বিশ্বজিতের নাম হতে পারত সুসম সাহা।

আমিরুলের কথা নিয়ে বেশি চিন্তা করলাম না। কারণ আমিরুল সংখ্যাগুরু। সংখ্যাগুরুদের মধ্য থেকে এরকম একটা-দুইটা আমিরুল না থাকলেও রিপাবলিক বাংলার ময়ূখের কোন সমস্যা নাই।

31/10/2024

★গুনাহ যতই হোক না কেন,
আল্লাহর ক্ষমাশীলতা তার চেয়েও বেশি।

★হে আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও।
اللهم اغفرلنا،
استغفر الله.

10/10/2024

عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه اضمن له الجنه..(رواه البخارى

সাহল ইবনে সা'দ রাদিয়াল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাকে তার দুই চোয়ালের মধ্যবর্তী স্থান তথা মুখ এবং দু উরুর মধ্যবর্তী স্থান তথা লজ্জাস্থান হেফাজতের নিশ্চয়তা দিবে আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হবো। (বুখারী)

25/08/2024

قال رسول الله (صلى) من صمت نجا.
রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন,
"যে চুপ থাকে সে নাজাত পায়"।

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Asif Official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share