07/01/2025
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ একটা ঘটনা ঘটে গেছে।
শেখ ফাকাব্বির নামের এক ছেলে বিশ্ববিদ্যালয়ের হলে যেয়ে আমিরুল ইসলাম নামের এক ছাত্রের গলায় ছুরি ধরেছে। ধরে বলেছে সে ছাত্রদল নেতা, খুলনার মস্তবড় সন্ত্রাসী। এরপর ভিক্টিমকে শিবির ট্যাগ দিয়ে বলেছে তুই শিবির, তোরা শিবির।
ঘটনা এখানেই শেষ না।
শিবির ধরতে হলে গিয়েছিল শেখ ফাকাব্বির। মূল যে শিবিরকে ধরতে সে হলে গিয়েছিল তার নাম সুসম সাহা। আমি সুসম সাহাকে তার ধর্মপরিচয় জিজ্ঞেস করি নাই। কিন্তু ধারণা করছি সুসম সাহা একজন হিন্দু ব্যক্তির নাম।
এরপর আমিরুল, সুসমসহ তিনজন ছাত্র কোনমতে শেখ ফাকারাব্বির হাত থেকে পালিয়ে গেলে শেখ ফাকাব্বির ছাত্রদল নেতা ও "অভিভাবক" নাঈম সরকারকে ফোন দিয়ে জিজ্ঞেস করে যে তিনজন ছাত্রকে সে শেষ করে দিবে কিনা।
পরে ছাত্ররাও কর্তৃপক্ষকে ফোন করে। এদিকে শেখ ফাকাব্বিরও কর্তৃপক্ষকে ফোন করে জানায় যে শিবির তার পায়ের রগ কেটে দিয়েছে। শাবিপ্রবির ছাত্রদের ফেসবুক গ্রুপেও পোস্ট করে যে শিবির তার ওপর হামলা করেছে।
প্রক্টর এসে দেখে যে পুরাটাই শেখ ফাকাব্বিরের সাজানো নাটক। বরং সেই ছাত্রদলের ছত্রছায়ায় শিক্ষার্থীদের শিবির ট্যাগ দিয়ে জবাই করতে চেয়েছিল।
এরপর শেখ ফাকাব্বির ঐ একই গ্রুপে আরেকটা পোস্ট দিয়ে শিবিরের নামে প্রোপাগান্ডা ছড়ানোর জন্য ক্ষমা চেয়ে পোস্ট করে।
বর্তমানে এটা নিয়ে তদন্ত শুরু হয়েছে।
অল্পর জন্য আরেকটা বিশ্বজিতের হাত থেকে বাংলাদেশ বেঁচে গেল। এবারের বিশ্বজিতের নাম হতে পারত সুসম সাহা।
আমিরুলের কথা নিয়ে বেশি চিন্তা করলাম না। কারণ আমিরুল সংখ্যাগুরু। সংখ্যাগুরুদের মধ্য থেকে এরকম একটা-দুইটা আমিরুল না থাকলেও রিপাবলিক বাংলার ময়ূখের কোন সমস্যা নাই।