
16/07/2024
আজীবন ক্ষমতায় থাকবে না কেউই। সময় বদলাবে। ক্ষমতা বদলাবে। রক্ত ঠান্ডা হবে। পেটে টান পড়বে। পেশী জোড় কমে যাবে। মাথার উপর ভাই, ব্রাদার, বন্ধু, নেতা কেউই থাকবে না। সব সরে যাবে।
আপনি সংসার জীবনে যাবেন। স্ত্রী সন্তান হবে। নানান পেশায় জড়িয়ে জীবন যুদ্ধে নামবেন। আপনার জীবনের পুরো দৃশ্যপট ই বদলে যাবে। আজ যা করছেন তার প্রতিক্রিয়া হয়তো আপনি এখন পাবেন না। কালকেও পাবেন না। পরশুও পাবেন না। কিন্তু আপনাকে আজীবন প্রস্তুত থাকতে হবে। কারণ, যে মারে সে ভুলে যায়, কিন্তু যে মার খায় সে কখনো ভুলে না।
তাই
শত্রু না বানিয়ে, বন্ধু বানান। জীবন অনেক বড়ো। অনেক বাঁক। কোন বাঁকে এক সময় কোথায় গিয়ে পরবেন নিজেও জানেন না।