18/06/2025
সূর্যের আলোয় ঝলমল করে উঠুক আপনার দিন,
সকালের বাতাস ভরে দিক মন এক নতুন গানে।
পাখির কলতানে শুরু হোক নতুন একটি ভোর,
আনন্দে ভরে উঠুক প্রতিটি ক্ষণ, প্রতিটি প্রহর।
হাসি ফুটুক মুখে, চিন্তা যাক দূরে,
সুখ আর শান্তি আসুক আপনার ঘরে।
শুভ হোক আজকের দিন, হোক তা মধুময়,
সকাল বেলার এই শুভেচ্ছা আপনারই জন্য।