
05/10/2022
"কাঠের ঘানির দেশী সরিষার তেল"
এই তেলের কথা ভাবলেই স্মৃতিপটে ভেসে ওঠে কাঠের ঘানিতে দুইটা গরু বাধা তারা ঘুরছে চারদিকে আর সরিষা থেকে তেল বের হচ্ছে। এ যেন বাংলার চিরাচরিত চিত্র। এই তেল বাঙালী রসনার অত্যাবশকীয় অনুষঙ্গ। ভর্তা, ভাজি, ভুনা যাই হোক না কেন এই তেল দিয়ে রান্না করাটা যেন আমাদের নিত্যদিনের চাহিদা। প্রাচীনকাল থেকে এই তেল তৈরি করা হয় ঘানিতে। কিন্তু বর্তমান যুগে প্রযুক্তির ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে ঘানি ভাঙা সরিষার তেল। আপনাদেরকে খাঁটি ঘানি ভাঙা তেলের স্বাদ দিতে Alif Organic সরবরাহ করছে বিশুদ্ধ সরিষার তেল।
বিভিন্ন ভোজ্য তেলের ওপর করা একটি তুলনামূলক সমীক্ষায় দেখা যায়, সরিষার তেল ৭০ শতাংশ হৃৎপিণ্ড–সংক্রান্ত রোগের ঝুঁকি কমায়। সরিষার তেল ব্যবহারে শরীরে কোলেস্টেরলের মাত্রা হ্রাস পায়, যা হৃদ্রোগের আশঙ্কা কমিয়ে দেয়। প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় ক্যান্সার হওয়ার আশঙ্কাও কমায়
😋 আপনার রান্না স্বাদ আরো একধাপ বাড়াতে ব্যবহার করুন আলিফ অর্গানিক এর সম্পূর্ণ ভেজাল মুক্ত কোল্ড প্রেস খাঁটি সরিষার তেল।
🚛 সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি দিচ্ছি।
🛒অর্ডার কনফার্ম করতে ইনবক্স করুন অথবা ফোন করুন:
☎️ 01966-594199
আলিফ অর্গানিক / Alif Organic.
🌿প্রকৃতি থেকে আপনার টেবিলে🌿