07/08/2025
"ইউনুস সরকার" কি চাঁদার কোন ভাগ পায়?
তাই যদি না হয় তাহলে পুলিশের সামনে প্রকাশ্য দিবালোকে একের পর এক এসব কেন হচ্ছে?
"পাথর নয় এবার ইট"সম্প্রতি 'বাংলাদেশের আলো' পত্রিকা গাজীপুর জেলা প্রতিনিধি আনোয়ার হোসেনের করা চাঁদাবাজির একটি রিপোর্ট প্রকাশ করে।রিপোর্ট করার জেরে গাজীপুর সদর মেট্রো থানা ভবনের পাশে পুলিশের সামনে চাঁদাবাজরা প্রকাশ্যে সাংবাদিক আনোয়ারকে ইট দিয়ে থেঁতলে দিচ্ছে! তার দেহের উপর নেচে নেচে উল্লাস প্রকাশ করছে।
নোট: চাঁদাবাজিকে 'বৈধ ইনকাম' ঘোষণা দিয়ে অবিলম্বে 'নোট অফ ডিসেন্ট' জারি করার জন্যে ইউনুস সরকারের নিকট জোর দাবী জানাচ্ছি।