Voice Of Comilla

Voice Of Comilla সত্যের পক্ষে কথা বলে
+60 10-397 4240

তিতাসের মাদক সম্রাট ও মারামারির মামলার আসামিকে আটক করেছে তিতাস থানা পুলিশ।----------------------------------------------...
07/07/2025

তিতাসের মাদক সম্রাট ও মারামারির মামলার আসামিকে আটক করেছে তিতাস থানা পুলিশ।
-----------------------------------------------------------------------------
সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী বিল্লাল হোসেন ও মারামারির মামলার আসামি সাহাপুরের সেকান্দার আলীকে আদালতে প্রেরণ ।

কুমিল্লার তিতাসে পৃথক দুটি মামলায় সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী ও মারামারির মামলার আসামিকে আটক করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

০৬/০৭/২৫ তারিখ দিবাগত রাতে এসআই আবুল বাশার ও এএসআই সুজন সরকার সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে ০৩টি মাদক মামলার পলাতক ও ০১ বছর ০৬ মাসের সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী বাঘাইরামপুরের আব্দুর রব এর ছেলে বিল্লাল হোসেন কে গ্রেফতার করতে সক্ষম হয়।
অপর এক অভিযানে শাহপুর গ্রামের একটি মারামারির মামলায় আব্দুল আউয়াল এর ছেলে সেকান্দার আলীকে গ্রেপ্তার করে। এছাড়াও গ্রেফতার কৃত সেকান্দর আলীর বিরুদ্ধে মাদক মামলাসহ একদিক মামলা বিচারাধীন রয়েছে।
গ্রেপ্তারকৃত দুই আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় বলে জানিয়েছেন তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ উল্ল্যাহ।

28/04/2025

তিতাসে ইউনিয়ন বিএনপির পকেট কমিটি গঠন করতে গিয়ে প্রতিদিন ই হচ্ছে হা*ম*লা পা*ল্টা হা*ম*লা*র ঘটনা অনেকেই হাসপাতালে ভর্তি

তিতাস উপজেলা কলাকান্দি ইউনিয়ন বিএনপির  কমিটি নিয়ে দুই পক্ষের মাঝে হামলা পাল্টা হামলা ও মারামারি হয় এতে বেশ কয়েকজন আহ...
25/04/2025

তিতাস উপজেলা কলাকান্দি ইউনিয়ন বিএনপির কমিটি নিয়ে দুই পক্ষের মাঝে হামলা পাল্টা হামলা ও মারামারি হয় এতে বেশ কয়েকজন আহত হয়।

কুমিল্লা জেলার তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়ন বিএনপির টাকার বিনিময়ে পকেট কমিটি দেওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মাঝে হামলা ধাওয়া পাল্টা শুরু হয় পঁচিশে এপ্রিল শুক্রবার সন্ধ্যা ৬ ঘটিকার পর।

খোঁজ নিয়ে জানা যায় বর্তমান তিতাস উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ ওসমান গনির ভূঁইয়া গ্রুপ এবং মুয়াজ্জেম গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ঘটনাস্থল মাছিমপুর গ্রামে ওসমান ভুঁইয়ার বাড়িতে এই নেককারজনক ঘটনা ঘটে। খোঁজ নিয়ে জানা যায় এক পক্ষের ধাওয়া খেয়ে ওসমান গনি ভূঁইয়া তার ঘরের ভিতরে লুকিয়ে যায়। মারামারির ঘটনায় বেশ কয়েকজন আহত হয়। কলাকান্দি ইউনিয়ন যুবদলের সভাপতি হাবিব সরকার গুরুতর আহত হলে তার মাথায় চার থেকে পাঁচটি সেলাই দিতে হয়।
অভিযোগ উঠে টাকার বিনিময়ে বর্তমান তিতাস উপজেলার নেতারা পকেট কমিটি দেওয়াতে এ নিয়ে দ্বন্দ্ব হয় উভয় পক্ষের মধ্যে। যেকোনো সময় ঘটতে পারে আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এমনটাই জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে।
তৃণমূল বিএনপি নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন বর্তমান উপজেলা কমিটি নেতারা টাকার বিনিময় ছাড়া কোন ইউনিয়ন কমিটি ওয়ার্ড কমিটি দেয় না।
জোর করে সকল প্রার্থীদের কাছ থেকে সিগনেচার রাখছেন, যাতে করে ও অদূর ভবিষ্যতে কোন প্রশ্নবিদ্ধ না হয়।

তিতাসের শীর্ষ সন্ত্রাসী,ফারুক চেয়ারম্যানের বডিগার্ড আটক১৯ মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি তিতাসের শাহাপুর গ্রামের শীর্ষ সন...
01/03/2025

তিতাসের শীর্ষ সন্ত্রাসী,ফারুক চেয়ারম্যানের বডিগার্ড আটক

১৯ মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি তিতাসের শাহাপুর গ্রামের শীর্ষ সন্ত্রাসী সাগর যৌথ বাহিনীর হাতে আটক হয়েছে।
এই শীর্ষ সন্ত্রাসী সাগর আজকের উত্থানের জন্য তার বড় ভাই দায়ী। তার বড় ভাই গর্ব করে বলে আমার ভাইকে আমরা ইচ্ছাকৃতভাবে সন্ত্রাসী বানাইছি নইলে গ্রামে থাকা যাবে না।
এই সাগর একসময় ফারুক চেয়ারম্যানের প্রধান বডিগার্ড ছিলেন। পরবর্তীতে ভোল পাল্টিয়ে জাহাঙ্গীর চেয়ারম্যানের সাথে মিশে যায়।যা জাহাঙ্গীর চেয়ারম্যান বিদ্রোতবোধ করেন। পরবর্তীতে আবার আওয়ামী লীগ সরকার পতন হলে তার পূর্বের গুরু পল্টিবাজ ফারুক চেয়ারম্যান এর নিকট ফিরে যান।
কে এই ফারুক চেয়ারম্যান, খোঁজ নিয়ে জানা যায় ফারুক চেয়ারম্যানের পিতা মরহুম আনু চেয়ারম্যান ছিলেন ডঃ মোশারফ সাহেবের এক নিষ্ট কর্মী। এই ফারুক চেয়ারম্যান সময় সময়ে রাজনিতিক দল পরিবর্তন করেন। বিএনপি থেকে জাতীয় পার্টি, জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগ,সর্বশেষ আবার বিএনপির আপন ঘরে ফিরে যান। কপি পোস্ট,,,

30/11/2024

কুমিল্লার প্রবেশ দার মেঘনা সেতু

17/08/2023

প্রতিবন্ধী পরিবারের উপর তুফান চালাচ্ছেন ভুয়া ডাক্তার মোস্তফা,, কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার পেন্নাই হাজি বাড়িতে।

08/08/2023

সরকারি প্রতিষ্ঠান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের কোয়াটারে ইয়াবা সেবন করলেন আয়া রাশেদা আক্তার।

08/01/2023

দু*র্ধ *র্ষ * স *ন্ত্রা*সী একাদিক মা*র্ডা*র মা*ম*লার আ*সা*মি অলি হাসান ফেসবুকে জামাল কামাল দুই ভাইকে হ*ত্যা*র হু*ম*কি দিলেন

05/01/2023

একাদিক মা*র্ডা*র মা*মলা*র আসামি অলি হাসান আবার ও দাউদকান্দির গৌরিপুর বাজারে বড় ধরনের অ*ঘট*ন ঘ*টা*তে মাঠে নেমেছে।

27/12/2022

মা*দ*ক মা*ম*লা*য় যাবজ্জীবন সা*জা*প্রা*প্ত আ*সা*মী ও মা*দ*ক স*ম্রা*জ্ঞী হিসেবে পরিচিত তিতাসের মেম্বার চম্পা রাণী পুলিশের হাতে আ*ট*ক

25/11/2022

বাঞ্ছারামপুরে কুমিল্লা বিভাগীয় গণ সমাবেশ সফল করার লক্ষে লিফলেট বিতরণ ও মিছিলে পুলি*শের বাধা গু*লি বিদ্ধ হয়ে আ*হত ১

31/10/2022

একজন মা*র্ডা*র মা*ম*লার আসামি ফাইভ পাশ ও করেনি ব্যক্তি কিভাবে পত্রিকায় সাংবাদিক হিসাবে নিয়োগ পায় প্রশ্ন জনমনে।

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice Of Comilla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share