
07/07/2025
তিতাসের মাদক সম্রাট ও মারামারির মামলার আসামিকে আটক করেছে তিতাস থানা পুলিশ।
-----------------------------------------------------------------------------
সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী বিল্লাল হোসেন ও মারামারির মামলার আসামি সাহাপুরের সেকান্দার আলীকে আদালতে প্রেরণ ।
কুমিল্লার তিতাসে পৃথক দুটি মামলায় সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী ও মারামারির মামলার আসামিকে আটক করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
০৬/০৭/২৫ তারিখ দিবাগত রাতে এসআই আবুল বাশার ও এএসআই সুজন সরকার সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে ০৩টি মাদক মামলার পলাতক ও ০১ বছর ০৬ মাসের সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী বাঘাইরামপুরের আব্দুর রব এর ছেলে বিল্লাল হোসেন কে গ্রেফতার করতে সক্ষম হয়।
অপর এক অভিযানে শাহপুর গ্রামের একটি মারামারির মামলায় আব্দুল আউয়াল এর ছেলে সেকান্দার আলীকে গ্রেপ্তার করে। এছাড়াও গ্রেফতার কৃত সেকান্দর আলীর বিরুদ্ধে মাদক মামলাসহ একদিক মামলা বিচারাধীন রয়েছে।
গ্রেপ্তারকৃত দুই আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় বলে জানিয়েছেন তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ উল্ল্যাহ।