ভোমরকান্দি বার্তা

ভোমরকান্দি বার্তা Bhomar Kandi Barta. ভোমরকান্দি বার্তা .সবাই এই পেই

19/05/2025

আসন্ন ঈদ উল আযহাকে সামনে রেখে উপজেলা প্রশাসন, চান্দিনার পক্ষ হতে যৌথ বাহিনীর সহযোগিতায় চান্দিনা বাজার এবং চান্দিনা বাস স্ট্যান্ডে অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

17/05/2025

এই মাত্র পাওয়া শোক সংবাদ
__________________________
অবিস্মরণীয় প্রকাশনীর প্রতিষ্ঠাতা ও পরিচালক, শিক্ষাবিদ জনাব এম এ ছালাম সাহেব কিছুক্ষণ আগে চিকিৎসাধীন অবস্থায় মৃ*ত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আল্লাহ তাআলা উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক, আমিন।

21/04/2025

আমরা জানতাম বি*ডি*য়া*র আর কেনো এই নামটা বি*জি*বি করা হয়েছে। পুনরায় নামটা বি-ডি-আর করা হউক। আপনি কি তা সমর্থন করেন, জানান কমেন্ট ব্ক্স এ।

21/04/2025

চার দিনের সরকারি সফরে কাতার যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস
🤝🤝🤝

31/03/2025

ভোমরকান্দি বার্তা পেইজের পক্ষ থেকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা

ঈদ মোবারক

20/03/2025

স্বামীর সাথে যখন ঝামেলা চলছিলো তখন অনেকে বলেছিলো স্বামীর সাথে বনিবনা না হলে ছেড়ে দেও! এর চেয়ে কত ভালো ছেলে পাবে, কারণ তোমার চাকুরী আছে। আমিও ভেবে দেখেছিলাম তাই তো!!!
কিন্তু বাস্তবতা পুরোটাই উল্টো, যত ভালো জবই থাকুক না কেন!!!
দ্বিতীয় বার যখন কেউ আপনাকে বিয়ে করতে আসবে,বা বিয়ে করবে হয় সে আপনাকে করুনা করবে, না হয় সমাজ -পরিবারের কথা চিন্তা করে আপনাকে রাজি হয়ে যেতে হবে দায়মুক্তির জন্য!!
ডিভোর্স পরবর্তী বিয়ে করা এক আপুর সাথে আলাপ হলে, বলল ভাই বিয়ের ৩/৪ মাস ভাল গেলেও এখন প্রতিনিয়ত খোটা দেয়। আমি ভালো হইলে আমার কেন ডিভোর্স হলো!! আমি খারাপ, নষ্ট, বদ মেজাজী ইত্যাদি। কিন্তু এখন এসব অপমান সহ্য করে সংসার করে যেতে হবে মুখ বুজে!!
আগের যে ফ্রীডম ছিল এখন তা নাই মনের দিক থেকে বড় হয়ে আর থাকতে পারিনা। সব সময় নিজেকে ছোট মনে হয়।।
দ্বিতীয় পুরুষের ছোয়ায় প্রথম স্বামীর অনুভূতি গুলো মনের পরার মত এত বাজে অভিজ্ঞতা যেন কারো না হয়!!স্বামী- স্ত্রী সম্পর্কে ভুল বুঝাবুঝি হলে নিজেরাই মিটিয়ে ফেলুন । তৃতীয় কোন ব্যাক্তির পরামর্শ নিবেন না।
আপত দৃষ্টিতে মনে হতে পারে ডিভোর্স হলেই হয় বেঁচে যাবো, বাঁচবেন ঠিকই কিন্তু একা হয়ে যাওয়ার যন্ত্রণা আপনাকে শেষ করে দিবে। সাথে কোথাও চলাফেরা করতে গেলে নিজের হীনমন্যতা আর মানুষের আলগা করুনায় আপনার জীবন তখন আরও অতিষ্ট হয়ে যাবে। তাছাড়া প্রথম মানুষটির মত ভালোবাসা এবং সম্মান আর কোথাও পাবেন না।
পরামর্শ একটাই, স্বামী - স্ত্রীর সর্ম্পকের ভুল বুঝাবুঝি
হলে নিজেদের মধ্যে সমাধান করুন আর আপনি শিক্ষিত/ব্যবসায়ী নারী । নিজের আত্মঅহংকারের কথা চিন্তা করে স্বামীর হুকুমের বাহিরে চলাচল করবেন এমন মানসিকতার পরিবর্তন করুন।
মনে রাখবেন আপনি নারী। আর সে পুরুষ, আল্লাহ পুরুষদেরকে পরিবারের কর্তা বানিয়ে পাঠিয়েছেন
আপনাকে না!!!

19/03/2025

৪ হাজার টাকার বিনিময়ে ৪ জন নেতাকর্মীর সাথে লিচু বাগানে যৌনমিলন করতে রাজি হয়েছিলেন! কিন্তু শারীরিক সম্পর্ক স্থাপন করার পরে তাকে ৫০০ টাকা দেওয়া হয়, যা তিনি মেনে নিতে পারেননি এবং ৯৯৯ নম্বরে ফোন করে প্রতিবাদ জানান। পরে থানায় চারজনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।

Bhomar Kandi Barta. ভোমরকান্দি বার্তা .সবাই এই পেই

19/03/2025

কলিজা ফেটে যাচ্ছে আল্লাহ,এই শিশু বাচ্চার কান্নার আওয়াজ কি আপনার আরোশকে কাপিয়ে তুলছে না আল্লাহ😭😥

17/03/2025

রোজাদার'দের শুকিয়ে যাওয়া গ'লাকে, আল্লাহ যেনো হাউজে কাউসারে'র পানি দ্বারা সিক্ত করেন। আমিন 🖤🤲

16/03/2025

কুমিল্লা -৭ চান্দিনার সাবেক এমপি ডা. প্রাণ গোপালদত্তের মেয়েকে পিজি হাসপাতালে অব'রুদ্ধ করে রেখেছে জনতা

#খবর _সংগৃহীত

12/03/2025

রোজা না রাখায় এক বৃদ্ধকে কানে ধরিয়ে উঠবস করিয়েছেন, দেশ জুড়ে বইছে সমালোচনার ঝড় !!

11/03/2025

আজ চান্দিনার দক্ষিণ পাশে, ওভারব্রিজের একটু পূর্বে ভিড়ের মধ্যে দুই নারী ছিনতাইকারী আমার মায়ের হাতব্যাগ থেকে মোবাইল ফোন চুরি করে। তবে আমার মা তা বুঝতে পারেননি। দূর থেকে দুজন ভাই বিষয়টি লক্ষ্য করে আমার মাকে সতর্ক করেন এবং ব্যাগে ফোন আছে কিনা দেখতে বলেন।

ব্যাগে হাত দিয়ে ফোন না পেয়ে মা সঙ্গে সঙ্গে উপস্থিত লোকজনকে বিষয়টি জানান। এরপর মানুষজন জড়ো হয়ে ওই দুই নারীকে চেপে ধরেন এবং ফোন ফেরত দিতে বলেন। প্রথমে তারা অস্বীকার করলেও পরে স্বীকার করে যে ফোনটি তারা আরেকজনের কাছে দিয়ে দিয়েছেন, যে ইতোমধ্যে কুমিল্লায় চলে গেছে।

শেষ পর্যন্ত, তাদের দিয়ে ফোন কল করিয়ে ফোনটি ফেরত আনা হয়।

সবাই সাবধানে থাকবেন এবং ভিড়ের মধ্যে ব্যক্তিগত জিনিসপত্রের প্রতি সতর্ক দৃষ্টি রাখবেন।

Address

Bhomar Kandi
Cumilla

Telephone

+8801609297273

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভোমরকান্দি বার্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ভোমরকান্দি বার্তা:

Share