Dulal Hossain

Dulal Hossain SEO Specialist

🧠 “সবাই বলছে SEO ডেড…আসলেই কি তাই?নিজেকে প্রশ্ন করেন, জবাব না পেলে___আমি বলছি, SEO শেষ না নতুন ভাবে SEO এগিয়ে যাচ্ছে!”গত...
09/06/2025

🧠 “সবাই বলছে SEO ডেড…আসলেই কি তাই?
নিজেকে প্রশ্ন করেন, জবাব না পেলে___

আমি বলছি, SEO শেষ না নতুন ভাবে SEO এগিয়ে যাচ্ছে!”

গত ৭ মাস ধরে আমি শুধুমাত্র SEO না—বরং SEO-র ভবিষ্যৎমুখী দিকগুলো নিয়ে কাজ করছি। আমি এখন কাজ করছি:

🔹 AEO – Answer Engine Optimization
🔹 AIO – AI Optimization
🔹 SXO – Search Experience Optimization
🔹 GEO – Geolocation Optimization
🔹 এবং অবশ্যই Advanced SEO

এই স্কিলগুলো হয়তো কোন ইউটিউব চ্যানেল বা মেন্টর আপনাকে শেখাবে না, আপনাকে রিসার্চ করে নিজে নিজে আয়ত্ত করতে হবে, এপ্লাই করতে হবে, আমি আমার যথাসাধ্য চেষ্টা রাখবো যেন শিখাতে পারি , এই স্কিলগুলো শিখলে শুধু আজ না—আগামী ১০০ বছরেও SEO বা Organic Marketing নিয়ে আর টেনশন করতে হবে না। ( ইন শা আল্লাহ) , এর বাইরে কোন কিছু বাকি নাই আর না আর কিছু আসবে , এতোটুকু নিশ্চিত থাকেন।

👉 অনেকেই এখনো ভাবছে “SEO ডেড” হয়ে গেছে! অথচ গুগল, Bing, ChatGPT, Voice Search—অপ্টিমাইজেশন যারা ভালোভাবে বোঝে, তারাই রাজত্ব করছে।

আমি ধীরে ধীরে সময় করে আমার Advanced Batch এবং YouTube চ্যানেলে এই সব টপিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

🎯 যারা ভবিষ্যতের জন্য তৈরি হতে চায়, যারা শুধু ফ্রিল্যান্সিং না—একটা স্কিলের উপর রিয়েল ক্যারিয়ার বানাতে চান—এই টপিকগুলো আপনার জন্য গেম চেঞ্জার হবে।

📌 SEO ডেড না—SEO দিন দিন Advance হচ্ছে। যারা আপডেট থাকবে, তারাই টিকে থাকবে।


✍️ Dulal Hossain

SEO is Dead ❌” — এই শিরোনামে আজ একটা ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিও দেখে অনেকেই ভাবছেন, SEO বুঝি শেষ! AI এসে সব কিছু দখল করে ...
01/06/2025

SEO is Dead ❌” — এই শিরোনামে আজ একটা ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিও দেখে অনেকেই ভাবছেন, SEO বুঝি শেষ! AI এসে সব কিছু দখল করে নিচ্ছে, আর SEO-র দিন ফুরিয়েছে।

কিন্তু সত্যি কি তাই?

একবার ভেবে দেখুন — এত বড় একটা অর্গানিক মার্কেটিং ইন্ডাস্ট্রি কি এত সহজেই AI এসে রিপ্লেস করে দিতে পারে?

একটা ছোট টাস্ক দিয়ে শুরু করি — আপনি যদি এখনই LinkedIn, Upwork বা Indeed-এ যান, সময় নিয়ে SEO রিলেটেড জবগুলোর তালিকা দেখেন, তখন নিজেই বুঝতে পারবেন এখনো প্রতিদিন কত শত কোম্পানি SEO এক্সপার্ট খুঁজছে।

তাই এককথায় বলা যায় — SEO শেষ হয়ে গেছে, এমন ধারণা বাস্তবতাকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে।

✅ এটা সত্য — AI এখন অনেক কাজ সহজ করে দিয়েছে।

ধরুন, আপনি AI-কে বললেন একটা ব্লগ পোস্ট লেখার জন্য। AI সুন্দরভাবে একটা কনটেন্ট তৈরি করে দিলো।

কিন্তু সেই কনটেন্ট পাবলিশ করবে কে? সেটা ওয়েবসাইটে ঠিকঠাক ফরম্যাট করে আপলোড করবে কে? সার্চ ইঞ্জিনের জন্য অপ্টিমাইজ করবে কে? অথবা ধরুন, আপনি কনটেন্ট অটোমেটিক পাবলিশ করার জন্য একটা সিস্টেম বানালেন — সেই অটোমেশন কে সেটআপ করবে?

এই সব প্রশ্নের উত্তর একটাই — মানুষ।

আরেকটু গভীরে যাই — আমি যেহেতু ক্লায়েন্ট বেইজড লোকাল SEO নিয়ে কাজ করি, বাস্তব অভিজ্ঞতা থেকেই বলছি:

Google Business Profile কে তৈরি করবে?

প্রপার লোকেশন বেইজড কনটেন্ট কে তৈরি ও অপ্টিমাইজ করবে?

লোকাল লিংক বিল্ডিং, সাইটেশন, ন্যাপ কনসিসটেন্সি এগুলো কে মেইনটেইন করবে?

আপনি যদি ভাবেন, AI-কে একটা প্রম্পট দিয়ে বলবেন — "এই আমার বিজনেস, এই আমার কম্পিটিটর, আমাকে র‍্যাংক করাও," আর AI আপনাকে র‍্যাংক করিয়ে দেবে — তাহলে হয়তো SEO-র বাস্তব প্র্যাকটিক্যাল কাজ সম্পর্কে আপনার বোঝার ঘাটতি আছে।

AI এখন একটা শক্তিশালী টুল। ✅ এটা সত্যি, AI এখন অনেক সময় বাঁচায়, অনেক ইনসাইট দেয়, কিন্তু সিদ্ধান্ত গ্রহণ, স্ট্রাটেজি তৈরি, এবং ফাইনাল এক্সিকিউশন — এগুলো সবই মানুষের উপর নির্ভরশীল।

চ্যাটজিপিটি যেমন আপনার অসুস্থতা শুনে ওষুধ সাজেস্ট করতে পারে, তাই বলে আপনি কি চোখ বন্ধ করে ফার্মেসি থেকে ওষুধ কিনে খেয়ে ফেলেন?

একইভাবে SEO-তেও, AI সাজেশন দিতে পারে, কিন্তু সেই সাজেশনগুলোর বাস্তব প্রয়োগের জন্য প্রয়োজন অভিজ্ঞ SEO প্রফেশনালদের।

শেষ কথায় আসি — AI হয়তো কিছু বেসিক লেভেলের স্কিলের উপর চাপ ফেলবে, কিন্তু অর্গানিক মার্কেটিংকে "ডেড" ঘোষণা করার মতো জায়গায় এখনও পৌঁছায়নি — আর সম্ভবত হবেও না।

---

আপনার মতামত কমেন্টে জানাতে পারেন — SEO কি সত্যিই শেষ? নাকি এখনো আমাদের হাতে অনেক কিছু করার আছে? 👇

16/05/2025

জীবনে নানামুখী সমস্যা আসবে, আপনি পাত্তা দিবেন না। শুধু গরুর মাংস দিয়া এক প্লেট ভাত খাবেন।

16/05/2025

শুক্রবারেও আ/ন্দো/ লন চাই ✊

13/05/2025

☘️💔

13/05/2025

মানবতার বোতলওয়ালা😅

12/05/2025

💔🍀

11/05/2025
সন্ত্রাস বিরোধী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ - এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদনে স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ম...
11/05/2025

সন্ত্রাস বিরোধী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ - এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদনে স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

07/05/2025

বাংলাদেশের মিসাইলগুলো ঢাকা থেকে ছুড়ে মারলে, কোন মতেই বর্ডার ক্রস করাতে পারবে না, কারণ এর আগেই অন্তত ৩ জায়গায় চাঁদা দেয়া লাগবে 😄

03/02/2024

'কেউ যদি সত্যি সত্যিই আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকতে পারে, তাহলে সে তার কষ্ট, দুশ্চিন্তা থেকে মুক্তি পাবে।'
— শাইখ মুহাম্মাদ বিন সালিহ উসাইমীন (রহ.)

সূত্র: শারহুল আরবাঈন আন-নববি

03/02/2024

'আযাব হিসেবে এতটুকুই যথেষ্ট, গুনাহের কারণে আপনি আল্লাহর ইবাদত করতে পারছেন না, যদিও আপনার মন চাচ্ছে।'
— ইমাম ইবনুল কাইয়্যিম (রহ)
সূত্র: আদ-দা'উ ওয়াদ-দাওয়া, ৮৭

Address

Cumilla
3500

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dulal Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dulal Hossain:

Share