cricbox

cricbox ��

16/08/2022

শুধু ব্যাটিং বোলিং নয় বাংলাদেশের সেরা ফিল্ডারদের একজনও সাকিব । এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ডিরেক্ট থ্রোতে সবার চেয়ে বেশি ২৭ বার রান আউট করেছেন সাকিব।

Winning streak continues for Bangladesh vs West Indies in ODIs.
13/07/2022

Winning streak continues for Bangladesh vs West Indies in ODIs.

Bangladesh won the ODI series with 1 match in hand. This is  Bangladesh's--31st bilateral ODI series victory -8th ODI se...
13/07/2022

Bangladesh won the ODI series with 1 match in hand. This is Bangladesh's-

-31st bilateral ODI series victory
-8th ODI series victory away from home
-6th ODI series victory against West Indies

ক্যারিয়ারের ৫৩ তম এবং ক্যাপ্টেন হিসেবে ৬ষ্ঠ ফিফটি তুলে নেয়ার জন্য অভিনন্দন তামিম ইকবাল।নিজের পারফর্ম্যান্স এবং ক্যাপ্টেন...
13/07/2022

ক্যারিয়ারের ৫৩ তম এবং ক্যাপ্টেন হিসেবে ৬ষ্ঠ ফিফটি তুলে নেয়ার জন্য অভিনন্দন তামিম ইকবাল।

নিজের পারফর্ম্যান্স এবং ক্যাপ্টেন্সি দিয়ে বাংলাদেশকে নিয়ে যান সাফল্যের শিখরে।

Powerplay
13/07/2022

Powerplay

Miraz, the most successful 🇧🇩 bowler once again
13/07/2022

Miraz, the most successful 🇧🇩 bowler once again

একাদশ নির্বাচনে মুনশিয়ানা, ম্যাচের পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া, আক্রমণাত্মক অধিনায়কত্ববুদ্ধিদীপ্ত বোলিং চেঞ্জ।তামিম ...
13/07/2022

একাদশ নির্বাচনে মুনশিয়ানা, ম্যাচের পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া, আক্রমণাত্মক অধিনায়কত্ব
বুদ্ধিদীপ্ত বোলিং চেঞ্জ।

তামিম ইকবাল এখন একজন পরিপূর্ণ অধিনায়ক। যখন যা প্রয়োজন ঠিক তেমনটাই করছেন এবং সেই সঙ্গে শতভাগ সতর্ক, ভুল নেই বললেই চলে। এককথায় যে পরিস্থিতিতে যেমন সিদ্ধান্ত নিতে হবে ঠিক তেমন সিদ্ধান্তই যেন নিচ্ছেন আমাদের খান সাহেব। অদম্য, দুর্বার ও অপ্রতিরোধ্য হয়ে নিজের অধিনায়কত্বে নতুন মাত্রা যোগ করছেন তামিম। আক্রমণকেই সেরা অস্ত্র মেনে এগোচ্ছেন অধিনায়ক তামিম ইকবাল। এভাবেই চলুক, তামিমের নেতৃত্বে আমরা এই অদম্য বাংলাদেশ দলটাকেই দেখতে চাই।

আজকে আমরা দেখবো  ২০১০ সাল থেকে ওয়ানডে ক্রিকেটে  বাংলাদেশের কোন প্লেয়ার  ক্যাপ্টেন হিসেবে কতটুকু ভাল করেছেন এবং ক্যাপ্টেন...
13/07/2022

আজকে আমরা দেখবো ২০১০ সাল থেকে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের কোন প্লেয়ার ক্যাপ্টেন হিসেবে কতটুকু ভাল করেছেন এবং ক্যাপ্টেন হিসেবে পারফরম্যান্স করে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন..!!

১। বর্তমান ক্যাপ্টেন তামিম ইকবালঃ

ক্যাপ্টেন হিসেবে তামিম ২২ ম্যাচে ২২ ইনিংসে ৬৭৮ রান করেছেন ৩২.২৮ গড়ে, স্ট্রাইক রেট ৭৭.৩০ , সেখানে আছে ১ সেঞ্চুরি ও ৫ টা ফিফটি।

২। মাশরাফি বিন মর্তুজাঃ সাবেক অধিনায়ক

৮৮ ম্যাচে ৮৮ ইনিংসে ৩০ মেইডেন ওভার দিয়ে ম্যাশ উইকেট নিয়েছেন ১০২ টা যার গড় ৩৫.৮৫ ও ইকোনমি ৫.১৪, ৪ উইকেট নিয়েছেন ২ বার।

৩। মুশফিকুর রহিমঃ

৩৭ ম্যাচে ৩৫ ইনিংসে ব্যাট হাতে নেমে ১০৬৫ রান করেছেন ৩৪.৩৫ গড়ে যার স্ট্রাইক রেট ৭৭.৬২ , ১ সেঞ্চুরি ও ৭ ফিফটি মেরেছেন তিনি।

৪। সাকিব আল হাসানঃ

ব্যাট হাতেঃ

৫০ ম্যাচে ৪৮ ইনিংসে ১৫৪৭ রান করেছেন ৩৫.৯৭ গড়ে যার স্ট্রাইক রেট ৮৭.৩০ , ৩ সেঞ্চুরি ও ৯ ফিফটি মেরেছেন সাকিব।

বল হাতেঃ

৫০ ম্যাচে ৪৯ ইনিংসে ২২ মেইডেন ওভার দিয়েছেন। উইকেট নিয়েছেন ৬৮ টা যার গড় ২৯.২৩ ও ইকোনমি ৪.৬৩, ৪ উইকেট নিয়েছেন ৩ বার।

পরিসংখ্যান অনুযায়ী ক্যাপ্টেন হিসেবে দলের সেরা পারফর্মার ছিলেন সাকিব আল হাসান, নিজে পারফর্ম করে দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার গুন একমাত্র সাকিবের সব থেকে বেশি।

গত কাল একদিনেই ৯ জন ব্যাটসম্যান ডাক (০) এরমধ্যে ৩ জন মেরেছেন গোল্ডেন ডাক।
13/07/2022

গত কাল একদিনেই ৯ জন ব্যাটসম্যান ডাক (০)
এরমধ্যে ৩ জন মেরেছেন গোল্ডেন ডাক।

দেশের হয়ে এশিয়া কাপের খেলা থাকায় সিপিএল এর প্রথম থেকে খেলবেন না সাকিব।
12/07/2022

দেশের হয়ে এশিয়া কাপের খেলা থাকায় সিপিএল এর প্রথম থেকে খেলবেন না সাকিব।

বিশ্বমঞ্চে ফেরার মিশনে জিম্বাবুয়ের টানা দুই জয়.....
12/07/2022

বিশ্বমঞ্চে ফেরার মিশনে জিম্বাবুয়ের টানা দুই জয়.....

Address

Kandirpar
Cumilla
3500

Alerts

Be the first to know and let us send you an email when cricbox posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to cricbox:

Share