01/09/2024
আমার সোজা কথাঃ
১.মাজারকেন্দিক সকল শরীয়ত বিরোধী কার্যকলাপ বন্ধে সক্রিয় উদ্যোগ এখনই নেয়া হোক।
২.স্বপ্নে প্রাপ্ত সকল মাজার যেখানে আসলেও কেউ দাফন হয়নি,যেটার নাম কি তা সংশ্লিষ্টরাও যেখানে জানেনা, এমন কাল্পনিক মাজার গুলো প্রকাশ্যে দিবালোকে বুলডোজার দিয়ে ভেঙে ধুলিস্যাত করে দেওয়া হোক।
৩.সেসব পীর ফকির সিজদা নেয় তাদের আস্তানা গুড়িয়ে দেয়া হোক।যেসব আলেম তাজীমী সিজদার পক্ষে সাফাই গায় তাদেরকে একঘরো করে ফেলা হোক।
৪.আমার মতে মাজারে দানবাক্সের কোন প্রয়োজনীয়তা নেই।
হ্যাঁ মাজারের কতৃপক্ষের তত্বাবধানে কোন মাদ্রাসা মসজিদ এতিমখানা হেফজখানা থাকলে ঐ খাত স্পষ্ট করে দানবাক্স রাখা যায়।এবং তা উচিতও।
৪.অমুক আর অমুক মাজারে শতাধিক কোতাও সহস্রাধিক খাদেম আছে।আমার প্রশ্ন হলো এরা কার খেদমত করে?সাহেবে মাজারের কোন খেদমত আদৌ প্রয়োজন আছে কিনা?
৫.মাজারে জেয়ারত করা ছাড়া আর কোন কাজ আছে কি?শরীয়তের আলোকেই বলবেন?
সবকিছু ঢেলে সাজাবার সময় কাযা হয়ে গেছে!।
৬.যেসব মাজারে বিদ্যুৎ ব্যবস্থা থাকার পরও আগর বাতি মোমবাতি জালিয়ে অপচয় করা হয় তা কঠোর হস্তে দমন করা/বন্ধ করা হোক।