তুলি ২.০

তুলি ২.০ জানিনা
মিনিংলেস
(28)

বর্তমান যুগের কি ভয়াবহ অবস্থা,,,,আজ ৭ম শ্রেণির খাতা চ্যাক করে এসব পাওয়া গেলো।😑একজনের তো ৫ম শ্রেণি থেকে প্রেম🙂কি লয়্যাল 🤦...
30/10/2025

বর্তমান যুগের কি ভয়াবহ অবস্থা,,,,
আজ ৭ম শ্রেণির খাতা চ্যাক করে এসব পাওয়া গেলো।😑

একজনের তো ৫ম শ্রেণি থেকে প্রেম🙂

কি লয়্যাল 🤦‍♀️

বিবাহিত মেয়েদের নিজে চলার মতো গাটস না থাকলে ডিভোর্স এর চিন্তা ভুলেও মাথায় আনবেন না।আপনি যদি বুঝে থাকেন এ সংসার ছেড়ে গেলে...
29/10/2025

বিবাহিত মেয়েদের নিজে চলার মতো গাটস না থাকলে ডিভোর্স এর চিন্তা ভুলেও মাথায় আনবেন না।আপনি যদি বুঝে থাকেন এ সংসার ছেড়ে গেলে, এই পুরুষ কে ছেড়ে গেলে আপনার মাথার উপর ছাদ থাকবেনা,এক বেলা খাবার কিনে খাওয়ার মুরোদ থাকবেনা আপনার, তবে চুপচাপ মেনে নিয়ে মানিয়ে নিয়ে পরে থাকুন।আপনার নাই নিজে চলার মুরোদ অথচ আপনার জিদ থাকবে ষোলো আনা। কেউ মানবেনা সিস্টার।

আপনিও ইনকাম করে আরেকজন কে বসিয়ে বসিয়ে খাওয়ালে আপনিও তার রোয়াবি সহ্য করবেন না।
এটাই সাইন্স,এটাই উপার্জনের পাওয়ার।

আমি বারবার হাজার বার বলি মেয়েদের উপার্জন করা জরুরি জরুরি জরুরি।
আজ আপনি উপার্জন করলে নিজের মতামত, নিজের পছন্দ অপছন্দ উপস্থাপন করতে বিন্দুমাত্র দ্বিধা হতোনা।
অথচ শুধুমাত্র নিজের উপর্জন নেই বলে কতশত মেয়ে ঘরে ঘরে গুমড়ে মরে।

আহা ভাত!!!!
এদেশে মেয়েদের চোখের পানির চেয়ে ভাতের মূল্য বেশি।
@

পাত্রী চাইবায়োডাটা:নাম: আসাদ উদ্দিন বয়স: ৫০+পেশা: ব্যাবসায়ী ধর্ম: ইসলাম স্থায়ী ঠিকানা: ঢাকা কেরানীগঞ্জ বর্তমান ঠিকান...
29/10/2025

পাত্রী চাই

বায়োডাটা:

নাম: আসাদ উদ্দিন

বয়স: ৫০+

পেশা: ব্যাবসায়ী

ধর্ম: ইসলাম

স্থায়ী ঠিকানা: ঢাকা কেরানীগঞ্জ

বর্তমান ঠিকানা: নটিংহ্যাম, ইংল্যান্ড

বৈবাহিক অবস্থা: স্ত্রী মৃত

ছেলে/মেয়ে: ১ ছেলে

উচ্চতা: ৫ ফুট ৭

যেমন পাত্রী চাই :

সাংসারিক এবং দেখতে মোটামুটি ভালো অবিবাহিত, ডিভোর্সী অথবা বিধোবা যে কেউ। পাত্রীর বয়স ১৭-৪৫ এর মধ্যে হতে হবে। বিয়ের পর বৌকে ইংল্যান্ড এ নিয়ে আসবো এবং পরিবারকেও প্রতিষ্ঠিত করে দিব, লেখাপড়া করতে চাইলে তাও করাবো। আমার বয়স বেশি তাই সিকিউরিটি হিসেবে ঢাকা খিলক্ষেত ৪ তলা বাড়ি লিখে দিব। আর যদি কেউ ১/২ বছর পর বিয়ে করতে চায় তাহলে এখন থেকে পড়াশোনা সহ যাবতীয় খরচ দিব তবে শিউরিটি দিতে হবে বিয়ের।

সবকে আমাদের পক থেকে অনেক অনেক ধন্যবাদ😆
29/10/2025

সবকে আমাদের পক থেকে অনেক অনেক ধন্যবাদ😆

"অতি চালাকের গলায় দড়ি"এই উক্তিটির বাস্তব প্রমাণ আজকে সে দিলো। সাধারণত আমি তাকে কোনো নির্দিষ্ট সময় নিয়ে পড়াইনা। কোনো কোনো...
29/10/2025

"অতি চালাকের গলায় দড়ি"
এই উক্তিটির বাস্তব প্রমাণ আজকে সে দিলো। সাধারণত আমি তাকে কোনো নির্দিষ্ট সময় নিয়ে পড়াইনা। কোনো কোনো দিন ১ঘন্টা কোনোদিন ১:৩০ ঘন্টা যখন যতটুকু সময় লাগে ততটুকুই দি।
তো আজকে যাওয়া মাত্রই আমাকে কাঁচের বয়াম টা দিয়ে বললো চুজ করো।
তারপর আমি চিরকুট নিলাম ২ ঘন্টা 😂 কিন্তু এখন সে এটি মানতে নারাজ 😂 আমার সাথে রাগ করে ধুমাইয়া লিখতেছে😐

এই ছবির সাথে মিশে থাকা কবিতাটি শুধু একটি পাঠ্য নয়, আমাদের শৈশবের বুকভরা আবেগ। যতীন্দ্রমোহন বাগচীর “কাজলা দিদি”—শোক, ভালো...
28/10/2025

এই ছবির সাথে মিশে থাকা কবিতাটি শুধু একটি পাঠ্য নয়, আমাদের শৈশবের বুকভরা আবেগ। যতীন্দ্রমোহন বাগচীর “কাজলা দিদি”—শোক, ভালোবাসা আর বেদনাময় স্মৃতির এক চিরন্তন সুর। ষাটের দশকে সবুজ সাথী, সত্তরের আমার সাথী,আশি ও নব্বই দশকের আমার বই—প্রজন্মের পর প্রজন্মকে কাঁদিয়েছে এ কবিতা। কিন্তু ১৯৭৯ থেকে ১৯৯৪ পর্যন্ত তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ে কিংবদন্তি শিল্পী হাশেম খানের আঁকা এ হৃদয়বিদারক ইলাস্ট্রেশন যেন কবিতার প্রতিটি শব্দকে রক্তমাংসের রূপ দিয়েছে।
পাতা উল্টালেই চোখে পড়তো—মায়ের আঁচলে মুখ লুকিয়ে থাকা সেই শিশু, আর বেদনাভারাক্রান্ত দিদির গালে গড়িয়ে পড়া অশ্রুধারা। শিশুমনে তখনো মৃত্যু, শোক কিংবা বেদনার দর্শন পুরোপুরি ধরা দিত না। তবুও এ ছবির রেখাচিত্র যেন বুকের ভেতর হাহাকার জাগিয়ে তুলতো। মনে হতো, কাঁদতে থাকা দিদির সাথে আমরাও অজান্তে কেঁদে ফেলেছি।

এ শুধু কবিতা নয়, প্রজন্মের মনে দাগ কেটে যাওয়া এক জীবনচিত্র। আমাদের শৈশবের চোখে প্রথম বেদনা, প্রথম বিচ্ছেদ, প্রথম শূন্যতার পাঠ যেন এসেছিল এই কবিতা আর ছবির হাত ধরে।

আজও যখন “কাজলা দিদি” পড়ি কিংবা এ ছবি দেখি, মনে হয়—আমাদের শৈশবের অশ্রুভেজা দিনগুলো এখনো কাগজের পাতায় জীবন্ত। এ যেন কেবল সাহিত্য নয়, সময়ের বুক থেকে উঠে আসা চিরন্তন স্মৃতি।
©

স্টুডেন্টের দেওয়া তার জন্য ব্যবহার করার বেত🙂
28/10/2025

স্টুডেন্টের দেওয়া তার জন্য ব্যবহার করার বেত🙂

স্টুডেন্টের গাইড বইয়ের পাতা খুলতে গিয়ে এটা পেলাম । ময়ূররের পাখা। এটাতে মোম দিয়ে রাখা হয়। এভাবে মোম দিয়ে রাখলে বাচ্চা হয়।...
28/10/2025

স্টুডেন্টের গাইড বইয়ের পাতা খুলতে গিয়ে এটা পেলাম । ময়ূররের পাখা। এটাতে মোম দিয়ে রাখা হয়। এভাবে মোম দিয়ে রাখলে বাচ্চা হয়। আরও পাখা হয়।যদিও এটা অবাস্তব ধারণা। তবুও ছোট্ট বেলায় আমরাও এমন করতাম। মনে পড়ে গেলো শৈশবের কথা। কতো এরকম ময়ূরের পাকা বইয়ের ভিতর রাখতাম। মোম দিতাম। আর প্রতিদিন দেখতাম বাচ্চা হয়েছে কিনা? আহ! কি সৃতি। স্টুডেন্টের বই তে এটা দেখে মনে পড়ে গেলো সেই শৈশব।যায়হোক আপনারাও কি কেউ এমন করতেন শৈশবে ?

আইরিশ ফুল
28/10/2025

আইরিশ ফুল

28/10/2025
যাই হোক উইকেট পতন #বিয়ে
28/10/2025

যাই হোক উইকেট পতন
#বিয়ে

27/10/2025

আচ্ছা, ভালো খাবার বলতে কী বুঝেন??

Address

Cumilla
3500

Alerts

Be the first to know and let us send you an email when তুলি ২.০ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share