Today's Icon

Today's Icon আসসালামু আলাইকুম।

02/05/2025

আল্লাহ

19/04/2025

রেফেল ড্র ঈদের পরেরদিন।
ইলেক্ট্রনিকস মার্ট থেকে যেকোনো পণ্য কিনলেই পাবেন রেফাল কুপন।
থাকছে আকর্ষণীয় উপহার টিভি ফ্রিজ মোবাইলসহ আরো ৫০ টি উপহার।
Full video link.. https://youtu.be/UplC0JlD2NA?si=qHogOwsArlGl_clV
+8801842244502
রেফাল ড্র হবে কোরবানি ঈদের পরের দিন। চলবে
Get a referral coupon with every product you purchase! From





+8801842244502


Showroom location
https://maps.app.goo.gl/mEjTcE3pwHAxssFaA

12/03/2025

শুভ দুপুর

বাংলাদেশে নিউটন তৈরি হয় না কেন জানেন ?কারণ এ দেশে পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ছাত্রের যোগ্যতা মাপা হয় । গোল্ডেন এ প্লাস ...
11/03/2025

বাংলাদেশে নিউটন তৈরি হয় না কেন জানেন ?

কারণ এ দেশে পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ছাত্রের যোগ্যতা মাপা হয় । গোল্ডেন এ প্লাস না পেলে সে মেধাবী নয়, এমন একটি ভ্রান্ত ধারণা সমাজে গেঁথে দেওয়া হয়েছে । অথচ নিউটন ছিলেন বিশ্ববিদ্যালয় জীবনে একদম সাধারণ ছাত্র । যদি নিউটন এই দেশে জন্মাতেন, তবে হয়তো তিনি গোল্ডেন এ প্লাস না পাওয়ায় ‘মেধাহীন’ বলে গণ্য হতেন।

বাংলাদেশে বিল গেটস তৈরি হয় না কেন জানেন ?

কারণ আমাদের শিক্ষাব্যবস্থা একজন ছাত্রের সৃজনশীলতা বিকাশের সুযোগ দেয় না । বিল গেটস হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ড্রপআউট হয়েছিলেন, কারণ তিনি প্রযুক্তির বাস্তবমুখী জ্ঞান অর্জনে বেশি মনোযোগী ছিলেন । অথচ বাংলাদেশে কোনো ছাত্র যদি বিশ্ববিদ্যালয় ছাড়তে চায় , তবে সে সামাজিক ও পারিবারিকভাবে ব্যর্থ বলে গণ্য হয় । আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে বছরে লাখ লাখ শিক্ষার্থী ভর্তি হয়, কিন্তু কঠোর পরীক্ষার মাধ্যমে তাদের বিশাল অংশকে বাদ দেওয়া হয়, যেন তারা শিক্ষা ব্যবস্থার বাইরেই রয়ে যায় ।

বাংলাদেশে আইনস্টাইন তৈরি হয় না কেন জানেন ?

কারণ এ দেশে মুখস্থ বিদ্যার ওপর বেশি গুরুত্ব দেওয়া হয় । আইনস্টাইন নিজেই বলেছিলেন, "Education is not the learning of facts, but the training of the mind to think." কিন্তু আমাদের শিক্ষাব্যবস্থায় শিক্ষার্থীদের চিন্তার স্বাধীনতা দেওয়া হয় না , বরং তাদেরকে পাঠ্যবইয়ের তথ্য মুখস্থ করানো হয় । এ কারণেই দেশে সৃজনশীল বিজ্ঞানী তৈরি হয় না ।

বাংলাদেশে স্টিফেন হকিংস তৈরি হয় না কেন জানেন ?

কারণ এখানে বিজ্ঞান শিক্ষাকে আবিষ্কারের পথে নয়, বরং কেবল তথ্য মুখস্থ করার জন্য ব্যবহার করা হয় । আমাদের পাঠ্যবইয়ে মোবাইল বা কম্পিউটার কীভাবে আবিষ্কার হয়েছে, কীভাবে এর প্রযুক্তিগত উন্নতি ঘটানো যায়—এসব পড়ানো হয় না । বরং পড়ানো হয় মোবাইল বা কম্পিউটার কে আবিষ্কার করেছেন, তার বাবার নাম কী, তার চৌদ্দগোষ্ঠীর নাম কী ! ফলে প্রযুক্তিগত উদ্ভাবনের চেয়ে আমরা পরীক্ষার খাতায় তথ্য উপস্থাপনের প্রতিযোগিতায় ব্যস্ত থাকি ।

বাংলাদেশে নীল আর্মস্ট্রং তৈরি হয় না কেন জানেন ?

কারণ আমাদের দেশে মহাকাশ বা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে গবেষণার পর্যাপ্ত সুযোগ নেই । আমরা বড় স্বপ্ন দেখার সাহস পাই না, কারণ আমাদের শিক্ষাব্যবস্থা আমাদের শুধু চাকরি পাওয়ার জন্য তৈরি করে, উদ্ভাবক হওয়ার জন্য নয় । আমরা বিজ্ঞান পড়ি পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য, জ্ঞান অর্জনের জন্য নয় । আমাদের সমাজে এমন ধারণা প্রচলিত যে, ভালো চাকরি মানেই সফল জীবন, কিন্তু নিজে কিছু আবিষ্কার করা বা নতুন কিছু তৈরি করাকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয় না ।

বাস্তব চিত্র: মানিকগঞ্জের জুলহাস ও শিক্ষিত ইঞ্জিনিয়ারদের তুলনা

একজন ইলেকট্রনিক মিস্ত্রি, মানিকগঞ্জের জুলহাস , নিজের দক্ষতা ও উদ্ভাবনী ক্ষমতা দিয়ে বিমান তৈরি করেছেন এবং সেটিকে আকাশে উড়িয়েছেন । হয়তো তার বিমানটি পুরোপুরি কার্যকর ছিল না, কিন্তু তার সৃজনশীল চিন্তা ও উদ্ভাবনী ক্ষমতা ছিল অসাধারণ ।

অপরদিকে, দেশের নামী বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং পাস করা হাজার হাজার ছাত্রের মধ্যে কজনকে আমরা মোটরসাইকেল বা ছোটখাট একটি যন্ত্র তৈরির কাজে দেখেছি ? ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের বেশিরভাগই পড়াশোনার সময় বাস্তব কাজের চেয়ে বইয়ের পৃষ্ঠা মুখস্থ করতেই বেশি ব্যস্ত থাকে । ফলে ডিগ্রি অর্জনের পরেও তারা বাস্তবে কোনো কিছু বানানোর দক্ষতা অর্জন করতে পারে না ।

উপসংহার

আমাদের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে ।মুখস্থ বিদ্যার পরিবর্তে গবেষণাধর্মী ও উদ্ভাবনী শিক্ষাকে গুরুত্ব দিতে হবে ।শিক্ষার্থীদের শুধু পরীক্ষার জন্য পড়ানো যাবে না , বরং তাদেরকে চিন্তা ও সৃষ্টিশীলতার স্বাধীনতা দিতে হবে । কেবল তাহলেই বাংলাদেশে নিউটন, আইনস্টাইন,বিল গেটস, নীল আর্মস্ট্রং বা স্টিফেন হকিংসের মতো উদ্ভাবক ও বিজ্ঞানী তৈরি হবে।

17/02/2025

Today's Icon's broadcast

কৃষাণের যন্ত্রপাতি।
21/01/2025

কৃষাণের যন্ত্রপাতি।

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when Today's Icon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Today's Icon:

Share