14/10/2023
#সবিনয়_জানতে_চাই (পুরোটা পড়ুন)
কিছু প্রতিষ্ঠান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদিত বলে ফাউন্ডেশনের নামে কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে নিজেরা পরীক্ষা নিয়ে নিজেরাই পরীক্ষা নিয়ন্ত্রক হয়ে নিজেরাই সার্টিফিকেট ইস্যু করে সাধারন মানুষকে সরকারি সার্টিফিকেট দিচ্ছে বলে বোকা বানাচ্ছে, কিন্তু তারা এটা বুঝেনা যে, সরকারি সার্টিফিকেট শুধু সরকারি প্রতিষ্ঠানই প্রদান করতে পারে এবং সরকারি পরীক্ষাগুলো সরকারি কর্মকর্তা/কর্মচারিদের মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানেই হয়ে থাকে, কোন প্রাইভেট প্রতিষ্ঠানের কোন কর্মচারির মাধ্যেমে কোন ব্যাক্তিগত প্রতিষ্ঠানের মাধ্যমে নয়, এবং পাস- ফেল ছাড়া পাইকারিভাবে সরকারি সার্টিফিকেট বলে সরকারি লোগো লাগিয়ে ডিজাইন করে প্রদান করতে পারেনা, এটা অবৈধ এবং বেআইনি কাজ। সরকারি সার্টিফিকেট হলো যুবউন্নয়ন,সমাজসেবা অধিদপ্তর,বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ইত্যাদি।
অর্থাৎ সরকারি আমলাদের সংশ্লিষ্টতায় সরকারি প্রতিষ্ঠানে পরিক্ষার মাধ্যমে যে সার্টিফিকেট ইস্যু হয় সেটাই সরকারি সার্টিফিকেট, কোন প্রাইভেট প্রতিষ্ঠানে নিজেরা ব্যাক্তিগতভাবে পরীক্ষা নিয়ে পাশ ফেল বিহীন পাইকারি ভাবে প্রাদান করা সার্টিফিকেটকে সরকারি সার্টিফিকেট হতে পারেনা, কারন তাদেরকে সরকারিভাবে নিয়োগ দেওয়া হয়নি, এবং তারা কোন সরকারি কর্মকর্তা;কর্মচারি নয়, আর তথ্য প্রযুক্তির দক্ষতা এবং পড়াশুনার জন্য সরকার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড নামের একটি শিক্ষা বোর্ড গঠন করে দিয়েছে, যেখানে TTC এবং BTEB বিভিন্ন মেয়াদি প্রশিক্ষণের পরীক্ষা নিয়ে মূল্যায়ন করে কৃতকার্যদের মাঝে সরকারি সার্টিফিকেট প্রদান করে থাকে। এই সরকারি সার্টিফিকেট যেকোন সরকারি ও বেসরকারি চাকুরীর ক্ষেত্রে গ্রহণ যোগ্য। যদি কেউ চ্যালেঞ্জ করেন তাহলে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক বা সরকারি কোন জবের ক্ষেত্রে এই সার্টিফিকেট ব্যথিত অন্যসার্টিফিকেট গ্রহণযোগ্যতা পায়না। তাই কেউ বোকা না হয়ে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক সরকারি সার্টিফিকেট গ্রহণ করুন।
আর যারা নিজেরা পরীক্ষা নিয়ে নিজেরা পরীক্ষা নিরীক্ষক সেজে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নামে নিজেরা সার্টিফিকেট বানিয়ে দিচ্ছেন তাদের প্রতি অনুরোধ হয়তো তথ্য প্রমান দিয়ে বুঝিয়ে দিন যে আপনাদের সার্টিফিকেটগুলো আদৌ সরকারি কি না, নয়তো এসব মানুষ ঠকানো ব্যবসা বন্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে ইনশাআল্লাহ, লাকসাম উপজেলার কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমন অসংখ্য অভিযোগ রয়েছে, ধারাবাহিক নিউজ প্রচার করা হচ্ছে
বি: দ্র: বাংলাদেশ কারিগরি বোর্ড কর্তৃক সরকারি সার্টিফিকেটের নমুনা পোষ্টে দেখানো হলো।
ছবিগুলো কারিগরি শিক্ষা বোর্ড কুমিল্লায়।