21/07/2025
                                            জরুরী এদের পরিবারের কাছে তথ্যটি পৌঁছে দেন।
শামীম ইউসুফ (১৪), মাহিন (১৫), আবিদ (১৭), রফি বড়ুয়া (২১), সায়েম (১২), সায়েম ইউসুফ (১৪), মুনতাহা (১১), নাফি () মেহেরিন(১২), আয়মান (১০), জায়েনা (১৩), ইমন(১৭), রোহান (১৪), আবিদ (৯), আশরাফ (৩৭), ইউশা (১১), পায়েল (১২), আলবেরা (১০), তাসমিয়া (১৫), মাহিয়া (), অয়ন (১৪), ফয়াজ (১৪), মাসুমা (৩৮), মাহাতা (১৪), শামীম, জাকির (৫৫), নিলয় (১৪), সামিয়া।
অভিভাবকরা অন্য কোথাও না খুঁজে সরাসরি ঢাকা মেডিকেলের পাশে বার্ন ইউনিটে চলে যান। 
তথ্যটি ছড়িয়ে দিন