07/04/2025
▪️আল্লামা শেরে গাজী আকবর আলী রেজভী রাদ্বিয়াল্লাহু তা'য়ালা আনহুর ওফাতের পর রেজভীয়া দরবার শরীফের প্রথম গদ্দিনশীন ছিলেন শহীদ আলহাজ্ব আল্লামা ছদরুল আমিন রেজভী রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। দরবার শরীফের সকল কার্যধারা উনার উপরেই ছিল।
▫️বাংলাদেশে রেজভীয়া দরবার শরীফের প্রচার-প্রসারে উনার ভূমিকা অনস্বীকার্য। তিনি আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশের সভাপতি ছিলেন এবং বাংলাদেশ তরিকত ফেডারেশন ও আশেকানে আউলিয়া ঐক্য পরিষদের সম্মানিত প্রেসিডিয়াম সদস্য ছিলেন। তিনি তাঁর আচার-ব্যবহারে বিনয়, নম্রতা ও নৈতিকতার বিরল দৃষ্টান্ত স্থাপন করেন।
▪️বাংলাদেশে রেজভীয়া দরবার শরীফের সকল খানকাহ নির্মাণে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন এবং সফল হয়েছেন। বর্তমানে প্রায় সিংহভাগ খানকাহ শরীফ তিনিই প্রতিষ্ঠা করেছেন এবং আল্লামা রেজভী রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহুর মাধ্যমে উদ্বোধন করিয়ে তরিকত প্রচারের জন্য উন্মুক্ত করে দেন। তিনি আল্লামা রেজভী রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু পরবর্তী রেজভীয়া দরবারের লক্ষ আশেকের হৃদয়ে ঠাই করে নেন। তিনি একাধারে গাজ্জালীয়ে জামান ও হুজ্জাতুল ইসলাম ছিলেন। অসংখ্য ভক্ত আশেকান ও গুণগ্রাহী রেখে ২০১৬ সালের ১৬ আগষ্ট সড়ক দুর্ঘটনায় শাহাদাত বরণ করেন। আজ উনার ৮ম ওফাত বার্ষিকী।
◾গুরুত্বপূর্ণ নছিহতঃ
▫️মুজাদ্দিদে জামান, হাদিয়ে মিল্লাত, আল্লামা আকবর আলী রেজভী রাদ্বিয়াল্লাহু তা'য়ালা আনহু সর্বদা তিনটি বিষয়ে বিশেষ তাগিদ দিতেন-
ক. কথা বলার সময় কম কথা বলা,
খ. কম খাওয়া ও
গ. কম ঘুমানো।
▪️গাজ্জালীয়ে জামান শাহ সুফি আল্লামা ছদরুল আমিন রেজভী রাদ্বিয়াল্লাহু তা'য়ালা আনহু সবসময় চারটি বিষয়ে বিশেষ আলোকপাত করতেন-
ক. আদব,
খ. খেদমত,
গ. মুহাব্বত,
ঘ. সোহবত।
এই সাতটি বিষয়ে যথোপযুক্ত আমল করার ফলে একজন মুমিনের মধ্যে তাকওয়া(আল্লাহভীতি) ও নৈতিকতার সঞ্চার ঘটে। তাই আমাদের উচিত এগুলোর পূর্ণ অনুসরণ করা।
▫️আল্লাহ তায়ালা এই মহান অলীয়ে কামেলের উসিলায় আমাদের কবুল করে নিন, আমিন।
শুভেচছান্তে
মুহাম্মদ আবু বকর ছিদ্দিক রেজভী সুন্নী আল ক্বাদরী
গাউছিয়া রেজভীয়া ফারুকীয়া দরবার শরীফ
খিরাসার মোহন পুর বরকইট চান্দিনা কুমিল্লা।