Faroke Sha Rezvi TV

Faroke Sha Rezvi TV আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন? আপনারা।

নবীজিকে পিয়ন বলে, নবীর শানে গোস্তাকী করলে ও এই দেশে বিচার হয় না, আজ হযরত ওমর বেঁচে থাকলে গোস্তাকে রাসুলের বিচার হতো,,আশে...
13/07/2025

নবীজিকে পিয়ন বলে, নবীর শানে গোস্তাকী করলে ও এই দেশে বিচার হয় না, আজ হযরত ওমর বেঁচে থাকলে গোস্তাকে রাসুলের বিচার হতো,,আশেকে রাসুল বিল্লাল ভাইয়ের মুক্তি চাই

28/06/2025

সকলকে হিজরি নববর্ষ❗
১ মহররম, ১৪৪৭ হিজরি ✨🌙
Faroke Sha Rezvi TV এর পক্ষে থেকে সকলকে মোবারকবাদ জানাই

মুজাদ্দিদে জামান আল্লামা রেজভী শাহ্ হুজুর ক্বিবলা'রআরো একজন আশেক ও মুরিদ ইন্তেকালের দীর্ঘ (৪৮) দিন পর মুসলিম আলী চৌধুরী ...
16/06/2025

মুজাদ্দিদে জামান আল্লামা রেজভী শাহ্ হুজুর ক্বিবলা'র
আরো একজন আশেক ও মুরিদ ইন্তেকালের দীর্ঘ (৪৮) দিন পর মুসলিম আলী চৌধুরী রেজভী সাহেবের অক্ষত অবস্থায় উনার দেহ উঠানো হয়েছে। ▪️সুবহানাল্লাহ্▪️

উপস্থিত ছিলেন: রেজভীয়া দরবার শরীফের গদিনিশন পীর সাহেব, আল্লামা আলহাজ্ব সিরাজুল আমিন রেজভী বাবাজান কেবলা।

মুসলিম আলী চৌধুরী রেজভী সাহেবের ছেলে তিনি প্রবাসে থাকেন তিনি স্বপ্ন দেখেছেন তিনার বাবা পানির মধ্যে ভাসতেছেন এবং স্বপ্নে উনার বাবা বলেছেন যাতে করে উনাকে পানি থেকে উঠানো হয়।

স্থান : হবিগঞ্জ সদর থানার ৯নং নিজামপুর ইউনিয়ন বলবারচক গ্রামে।।।
আজকে ১৬/০৬/২০২৫ রোজ সোমবার।
রেজভীয়া দরবার শরীফ হলো ১০০% হক ও সঠিক দরবার শরীফ তাই এই দরবার শরীফের বিরুদ্ধে বাতেলেরা আঙ্গুল তুলতে সাবধান?

আমার আব্বা হুজুর হযরতুল আল্লাম মূফতী আলী আশরাফ ফারুকী রেজভী সুন্নী আল ক্বাদেরী প্রায় ৭ বছর হলো দুনিয়া থেকে বিদায় নিলেন আ...
12/06/2025

আমার আব্বা হুজুর হযরতুল আল্লাম মূফতী আলী আশরাফ ফারুকী রেজভী সুন্নী আল ক্বাদেরী প্রায় ৭ বছর হলো দুনিয়া থেকে বিদায় নিলেন আজকে তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠান করলেন খিরাসার মোহন পুর দাখিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমান শিক্ষার্থী ও শিক্ষক মন্ডুলীগন তাদেরকে আমার আব্বা হুজুরের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানালাম ধন্যবাদ সবাইকে।

মোহাম্মদ খায়রুল কবির রেজভী স্যারের বাবা আমার (জেটা)আব্দুল বারেক রেজভী সাহেব ইন্তেকাল করেছেন,  ইন্না- লিল্লাহি ওয়া ইন্না ...
12/06/2025

মোহাম্মদ খায়রুল কবির রেজভী স্যারের বাবা আমার (জেটা)আব্দুল বারেক রেজভী সাহেব ইন্তেকাল করেছেন,
ইন্না- লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।সকলে আমার জেটার জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক ও রাসূলে পাক সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম ও রেজভী মাওলার উছিলায় যেন জান্নাতুল ফেরদৌসের উচ্চ মকাম দান করেন। আমিন আমিন আমিন।

আম্মাজান ক্বিবলা হয়রত তাপসী রাবেয়া খাতুন রেজভী স্মরনে ২৬ তম ওরছ মোবারক রেজভীয়া দরবার শরিফে জৈাষ্ঠ মাসের প্রথম শুক্রবার আ...
15/05/2025

আম্মাজান ক্বিবলা হয়রত তাপসী রাবেয়া খাতুন রেজভী স্মরনে ২৬ তম ওরছ মোবারক রেজভীয়া দরবার শরিফে জৈাষ্ঠ মাসের প্রথম শুক্রবার আগামীকাল শুক্রবার ২০২৫

আসসালামু আলাইকুম সকলের দাওয়াত রহিলো।
02/05/2025

আসসালামু আলাইকুম সকলের দাওয়াত রহিলো।

২৬ এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ সফল করতেদ্বিতীয় ধাপে আমন্ত্রণ পর্ব★সিরিকোট দরবার শরীফ।রেজভীয়া দরবার শরীফ।মাইজভ...
18/04/2025

২৬ এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ সফল করতে
দ্বিতীয় ধাপে আমন্ত্রণ পর্ব
★সিরিকোট দরবার শরীফ।
রেজভীয়া দরবার শরীফ।
মাইজভান্ডার দরবার শরীফ।
জালালীয়া দরবার শরীফ।
হাশেমিয়া দরবার শরীফ। ইমামে রব্বানী দরবার শরীফ।
সিরাজনগর দরবার শরীফ।
এনায়েতপুর দরবার শরীফ।
মির্জাখিল দরবার শরীফ।
পাটধা সিদ্দিকীয়া দরবার শরীফ।
বারীয়া দরবার শরীফ।
মশুরিখোলা দরবার শরীফ।
কুতুববাগ দরবার শরীফ।
ছতুরা দরবার শরীফ।
শাহপুর দরবার শরীফ।
রাজারবাগ দরবার শরীফ।
অলিতলা দরবার শরীফ।
ফকিরবাড়ী দরবার শরীফ।
রাজাপুরা দরবার শরীফ।
খান্দুরা দরবার শরীফ।
তারাগণ দরবার শরীফ।
পুরকুইল দরবার শরীফ।
গাউছিয়া রেজভীয়া ফারুকীয়া দরবার শরীফ।
মাছিহাতা দরবার শরীফ।
চিলোকূট দরবার শরীফ।
এরফানিয়া দরবার শরীফ।
গুলে মদীনা দরবার শরীফ।
শুম্ভপুর পাক দরবার শরীফ।
পীর কাশিমপুর দরবার শরীফ।
মগবাজার দরবার শরীফ।
ওয়ালিয়া দরবার শরীফ।
মিরানিয়া দরবার শরীফ ( নাসিরনগর)
বানিয়াপাড়া দরবার শরীফ।
পেশোয়ারী দরবার শরীফ।
ধামতী দরবার শরীফ।
সাবুরিয়া দরবার শরীফ।
মুর্শিদপুর দরবার শরীফ।
শাহ আব্দুল্লাহ দরবার শরীফ চন্দ্রগঞ্জ লক্ষ্মীপুর।
শামপুর দরবার শরীফ রামগতি লক্ষ্মীপুর।
পদুয়ার দরবার শরীফ কবিরহাট নোয়াখালী।
ছাইফিয়া দরবার শরীফ লক্ষ্মীপুর।
রামশহর নক্বশবন্দিয়া-মুজাদ্দাদীয়া দরবার শরীফ।
মেহেদীবাগ দরবার শরীফ।

সুন্নীয়ত আবারো বাংলাদেশকে জাগ্রত করবে
নারেয়ে তাকবীর,আল্লাহু আকবার , নারেয়ে রিসালাত ইয়া রাসুলাল্লাহ(সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)।
স্লোগান দিয়ে ইনশাআল্লাহ।
চলমান.......থাকবে।

পহেলা বৈশাখ | ১৪ এপ্রিল : রোজ: সোমবার | ❣️মুজাদ্দিদে দ্বীনে মিল্লাত শেরে গাজী আল্লামা আকবর আলী রেজভী হুজুর কেবলার পবিত্র...
12/04/2025

পহেলা বৈশাখ | ১৪ এপ্রিল : রোজ: সোমবার | ❣️
মুজাদ্দিদে দ্বীনে মিল্লাত শেরে গাজী আল্লামা আকবর আলী রেজভী হুজুর কেবলার পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে সকলে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা।

শুভেচছান্তে
মুহাম্মাদ আবু বকর ছিদ্দিক রেজভী সুন্নী আল ক্বাদেরী।
গাউছিয়া রেজভীয়া ফারুকীয়া দরবার শরীফ।
খিরাসার মোহন পুর বরকইট চান্দিনা কুমিল্লা।

▪️আল্লামা শেরে গাজী আকবর আলী রেজভী রাদ্বিয়াল্লাহু তা'য়ালা আনহুর ওফাতের পর রেজভীয়া দরবার শরীফের প্রথম গদ্দিনশীন ছিলেন শহী...
07/04/2025

▪️আল্লামা শেরে গাজী আকবর আলী রেজভী রাদ্বিয়াল্লাহু তা'য়ালা আনহুর ওফাতের পর রেজভীয়া দরবার শরীফের প্রথম গদ্দিনশীন ছিলেন শহীদ আলহাজ্ব আল্লামা ছদরুল আমিন রেজভী রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। দরবার শরীফের সকল কার্যধারা উনার উপরেই ছিল।

▫️বাংলাদেশে রেজভীয়া দরবার শরীফের প্রচার-প্রসারে উনার ভূমিকা অনস্বীকার্য। তিনি আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশের সভাপতি ছিলেন এবং বাংলাদেশ তরিকত ফেডারেশন ও আশেকানে আউলিয়া ঐক্য পরিষদের সম্মানিত প্রেসিডিয়াম সদস্য ছিলেন। তিনি তাঁর আচার-ব্যবহারে বিনয়, নম্রতা ও নৈতিকতার বিরল দৃষ্টান্ত স্থাপন করেন।

▪️বাংলাদেশে রেজভীয়া দরবার শরীফের সকল খানকাহ নির্মাণে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন এবং সফল হয়েছেন। বর্তমানে প্রায় সিংহভাগ খানকাহ শরীফ তিনিই প্রতিষ্ঠা করেছেন এবং আল্লামা রেজভী রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহুর মাধ্যমে উদ্বোধন করিয়ে তরিকত প্রচারের জন্য উন্মুক্ত করে দেন। তিনি আল্লামা রেজভী রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু পরবর্তী রেজভীয়া দরবারের লক্ষ আশেকের হৃদয়ে ঠাই করে নেন। তিনি একাধারে গাজ্জালীয়ে জামান ও হুজ্জাতুল ইসলাম ছিলেন। অসংখ্য ভক্ত আশেকান ও গুণগ্রাহী রেখে ২০১৬ সালের ১৬ আগষ্ট সড়ক দুর্ঘটনায় শাহাদাত বরণ করেন। আজ উনার ৮ম ওফাত বার্ষিকী।

◾গুরুত্বপূর্ণ নছিহতঃ

▫️মুজাদ্দিদে জামান, হাদিয়ে মিল্লাত, আল্লামা আকবর আলী রেজভী রাদ্বিয়াল্লাহু তা'য়ালা আনহু সর্বদা তিনটি বিষয়ে বিশেষ তাগিদ দিতেন-
ক. কথা বলার সময় কম কথা বলা,
খ. কম খাওয়া ও
গ. কম ঘুমানো।

▪️গাজ্জালীয়ে জামান শাহ সুফি আল্লামা ছদরুল আমিন রেজভী রাদ্বিয়াল্লাহু তা'য়ালা আনহু সবসময় চারটি বিষয়ে বিশেষ আলোকপাত করতেন-
ক. আদব,
খ. খেদমত,
গ. মুহাব্বত,
ঘ. সোহবত।

এই সাতটি বিষয়ে যথোপযুক্ত আমল করার ফলে একজন মুমিনের মধ্যে তাকওয়া(আল্লাহভীতি) ও নৈতিকতার সঞ্চার ঘটে। তাই আমাদের উচিত এগুলোর পূর্ণ অনুসরণ করা।

▫️আল্লাহ তায়ালা এই মহান অলীয়ে কামেলের উসিলায় আমাদের কবুল করে নিন, আমিন।

শুভেচছান্তে
মুহাম্মদ আবু বকর ছিদ্দিক রেজভী সুন্নী আল ক্বাদরী
গাউছিয়া রেজভীয়া ফারুকীয়া দরবার শরীফ
খিরাসার মোহন পুর বরকইট চান্দিনা কুমিল্লা।

Faroke Sha Rezvi TV Youtube চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচছা ও অভিন্দন।
29/03/2025

Faroke Sha Rezvi TV Youtube চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচছা ও অভিন্দন।

Address

Cumilla

Telephone

+966559258520

Website

Alerts

Be the first to know and let us send you an email when Faroke Sha Rezvi TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Faroke Sha Rezvi TV:

Share

Category