ম্যাশ ভাই

ম্যাশ ভাই Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ম্যাশ ভাই, Video Creator, Cumilla.

Mashrafe Bin Mortaza is a Bangladeshi international cricketer and politician who is the former captain in all three formats of the game for the Bangladesh national cricket team and member of the parliament Jatiya Sangsad from Narail-2.

20/06/2024

বিশ্বাস করেন রাসেল ভাই আমি আপনাকে অনেক ভয় ভাই...!🫤🥲

সাধারণত যারা সাদামাটা জীবন ভালোবাসে, তারাই সুন্দর মনের অধিকারী।🖤
01/05/2024

সাধারণত যারা সাদামাটা জীবন ভালোবাসে, তারাই সুন্দর মনের অধিকারী।🖤

সাকিব প্লেয়ার থেকে ব্যবসায়ী - হয়েছে এম পি ।দু হাতে টাকা কামিয়েছে , টাকার পাহাড় বানানোর পর সে নেতা হয়েছে।মাশরাফি প্লেয়ার ...
30/04/2024

সাকিব প্লেয়ার থেকে ব্যবসায়ী - হয়েছে এম পি ।
দু হাতে টাকা কামিয়েছে , টাকার পাহাড় বানানোর পর সে নেতা হয়েছে।

মাশরাফি প্লেয়ার থেকে এমপি হয়েছে, এখন হুইপ হয়েছে।

এরা দু জন ছোট বেলা থেকেই বড় হবার স্বপ্ন দেখেছে।

মেট্রিক পাশ নেতার পিছনে ছুটে নাই। যদি ছুটতো তাহলে আজকে এমপি হত না। এলাকার ছ্যাচড়া মেম্বার হতে পারতো কিনা তাও সন্দেহ।

আর ব্যারিস্টার সুমন আগে লন্ডনে গেছে, পড়াশোনা করেছে, ব্যারিস্টার হয়েছে, এলাকার জন্য কাজ করেছে।

সে রানিং এমপিরে নাকানি চুবানি খাওয়াইছে গত ইলেকশনে।

আর তুমি বাপের খেয়ে বাপের পড়ে, সাত বার মেট্রিক ফেইল নেতার পা চাট!!

বাপ মার খবর নাই , আবার ফেইসবুকে পোস্ট দাও- প্রিয় অভিভাবক।

প্রিয় অভিভাবকদের জন্যই একদিন এলাকার মেম্বারও হইতে পারবে না। আজীবন ছ্যাচড়ামি করে খাইতে হবে।

সিএনজি স্টেশনের চাঁদা তুলে খাওয়া লাগবে।
অটোরিকশা, ভ্যান, পিকআপ থেকে চাঁদা তুলে খেতে হবে।
আর মানুষের অভিশাপ কামাবে।

বলদামি না করে লেখাপড়া কর, ব্যবসা কর, বিদেশ যাও।
লাগলে গরু পাল, মুরগির খামার করো।
তাও নেতার পা চাটা বন্ধ কর।

নিজে বড় হলে নেতা তোমার পায়ের সামনে এসে বসে থাকবে।

©️

বিসিবির কাছে জোর দাবি জানাচ্ছি আমি একজন ক্রিকেট ফ্যান হিসেবে মুস্তাফিজুর রহমান কে পুরো আই পি এল খেলার সুযোগ দেওয়ার জন্য ...
29/04/2024

বিসিবির কাছে জোর দাবি জানাচ্ছি আমি একজন ক্রিকেট ফ্যান হিসেবে মুস্তাফিজুর রহমান কে পুরো আই পি এল খেলার সুযোগ দেওয়ার জন্য কারন আমার মনে হয় মুস্তাফিজ যখন ইন্ডিয়ার মাঠিতে খেলে তখন এক টুকরো বাংলাদেশ খেলতেছে আর কারা কারা একমত যে মুস্তাফিজ পুরো আই পি এল খেলুক তারা কমেন্ট করুন,🇧🇩🇧🇩

"জেনে রেখো কেবল একজন ছিল, যে শুধুই তোমাদের"
01/01/2024

"জেনে রেখো কেবল একজন ছিল, যে শুধুই তোমাদের"

ফাইলের কাভার দেখে অনুমান করতে পারি,অনুমোদনে কতদিন সময় লাগবে!!🗣 Mashrafe Bin Mortaza  ভাইয়া ( মাননীয় সংসদ নড়াইল ২) 🥰🥰
29/11/2023

ফাইলের কাভার দেখে অনুমান করতে পারি,অনুমোদনে কতদিন সময় লাগবে!!
🗣 Mashrafe Bin Mortaza ভাইয়া ( মাননীয় সংসদ নড়াইল ২) 🥰🥰

"নড়াইল-লোহাগড়ার উন্নয়নে প্রতিটা কাজের জন্য আমি নিজে বিভিন্ন অফিসে অফিসে ঘুরেছি। ফাইলের পেছন পেছন দৌড়েছি। আমি শুরুতেই বুঝ...
29/11/2023

"নড়াইল-লোহাগড়ার উন্নয়নে প্রতিটা কাজের জন্য আমি নিজে বিভিন্ন অফিসে অফিসে ঘুরেছি। ফাইলের পেছন পেছন দৌড়েছি। আমি শুরুতেই বুঝে গিয়েছিলাম কিছু করতে হলে আমাকেই দৌড়াতে হবে। আমিও দৌড়েছি। কোথাও যেন কোনো ফাইল আটকে না যায়, কাজ আটকে না থাকে। এমনও অফিসে আছে যেখানে আমি বার বার গিয়েছি; শুধু আমি গেলে যদি কাজটা একটা সহজ হয় সে জন্য। এই পাঁচ বছরে এমন অনেক কিছুই শিখেছি, যেটা সম্পর্কে আগে আমার কোনো ধারণা ছিল না। এখন আমি ফাইলের কাভার দেখে বলে দিতে পারি সেটা অনুমোদনে কতদিন সময় লাগবে। খেলার মাঠ আর রাজনীতির মাঠ এক নয়। এখানে প্রতিটা কাজের পেছনে শেষ পর্যন্ত লেগে থাকতে হয়। মানুষের পাশে পাশে থাকতে হয়।"
-মাশরাফী বিন মোর্ত্তজা

নিজ জেলা মাগুরায় জনতার ভালোবাসায় সিক্ত সাকিব।🖤
29/11/2023

নিজ জেলা মাগুরায় জনতার ভালোবাসায় সিক্ত সাকিব।🖤

অভিনন্দন নৌকার মাঝি 🥰
26/11/2023

অভিনন্দন নৌকার মাঝি 🥰

আপনার চোখ ৮০% অফ করুন।তারপর আপনি কিংবদন্তীকে দেখতে পাবেন।
28/09/2023

আপনার চোখ ৮০% অফ করুন।
তারপর আপনি কিংবদন্তীকে দেখতে পাবেন।

15/07/2023

হাসপাতালে গিয়ে অসুস্থ রোগীদের খবর নিচ্ছে- মাশরাফি বিন মুর্তাজা এমপি💥

আবার দেখা হবে, ইনশাল্লাহ।
09/07/2023

আবার দেখা হবে, ইনশাল্লাহ।

Address

Cumilla
3500

Telephone

+8801741831131

Website

Alerts

Be the first to know and let us send you an email when ম্যাশ ভাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category