08/06/2025
রাতের বেলা, বরিশাল থেকে ঢাকা যাচ্ছে একটা লাশবাহী ট্রাক। ড্রাইভার আর হেলপার অনেকক্ষণ ধরে টানা গাড়ি চালিয়ে ক্লান্ত। চায়ের নেশা চেপেছে।
তারা রাস্তার ধারে একটা চায়ের দোকানে ট্রাকটা থামাল। নামল, বসল আরাম করে চা খেতে।
এইদিকে এক লোক রাস্তায় গাড়ির অপেক্ষায় বসে ছিল অনেকক্ষণ ধরে। কিছুই পাচ্ছে না, গাড়ি আসে না, রাতও গভীর। হঠাৎ দেখল একটা ট্রাক দাঁড়িয়ে।
ভাবলো:
"এইটা তো খালি ট্রাক মনে হয়, চুপিচুপি উঠে পড়ি!"
লোভ সামলাতে না পেরে উঠে পড়ল ট্রাকে...
অন্ধকারে বুঝতেই পারল না, বসে পড়ল একদম একটা লাশের উপর!
এদিকে চা শেষ করে ড্রাইভার-হেলপার আবার রওনা দিল ঢাকার পথে।
কিছুক্ষণ পর, সেই উঠা লোকটা সিগারেট ধরালো।
মনের সুখে টানছে...
হঠাৎ হেলপার পিছনে তাকিয়ে দেখলো—
👻 "এক লাশ সিগারেট টানতেছে!!!"
হেলপার চোখ কচলায়, বিশ্বাস করতে পারছে না।
চিৎকার দিয়ে বলে উঠলো:
হেলপার:
– ওস্তাদ, গাড়ি থামান!
ড্রাইভার:
– কেন? কি হইছে?
হেলপার:
– পিছনে যে লাশটা সিগারেট টানতেছে!! 😱
ড্রাইভার বললো, "আরে বেটা তুই পাগল হইছোস নাকি!"
তাও নিশ্চিন্ত হতে দুইজনই নেমে গেল ট্রাক থেকে।
এইদিকে লোকটা বিরক্ত হয়ে সিগারেট টানতে টানতে বলল:
🧍♂️ "কিরে ভাই, গাড়ি থামাইলা কেন?"
এই কথা শোনার পর আর থাকা যায়!
ড্রাইভার আর হেলপার চোখ চাউনি করে, প্রাণ হাতে নিয়ে দৌড়!
লোকটা ভাবলো:
"বিপদ কিছু একটা! ওরা দৌড়াইতেছে কেন?"
এমন চিন্তা করে সেও দৌড় দিল তাদের পেছনে!
পেছনে তাকিয়ে হেলপার দেখে—
"লাশ তো দৌড় দিতেছে আমাদের পেছনে!!"
এবার হেলপার চিৎকার করে বলল:
– "ওস্তাদ, শেষ! লাশও দৌড়ায়! বাঁচার উপায় নাই, দৌড়েন!" 😭🤣
🤣 সত্যি করে বলেন তো, কতদিন পর এভাবে মন খুলে হেসেছেন?
যদি ভালো লেগে থাকে, একটা হাহা রিয়্যাক্ট আর শেয়ার দিয়ে দিন — হাসি ছড়িয়ে পড়ুক! 😍
#ফানি_গল্প #হাসির_গল্প #লাশেরসিগারেট #ভৌতিক_না_ভুল
আরও মজার কনটেন্ট চাইলে কমেন্ট করুন বা ইনবক্স দিন! 😊