Sowpnowsowa

Sowpnowsowa পেজটিকে ফলো দিয়ে পাশে থাকার জন্য ধন্যবাদ
(5)

11/07/2025

ফেরাউন এভাবে মানুষ হত্যা করেনি

11/07/2025

এরা একটা খু*ন করবে এরপর সাধারণ ছাত্র জনতা আ*ন্দোলনের ডাক দিবে # এতে কি খু*ন খারাপি, চাঁদাবাজি বন্ধ হচ্ছে, বন্ধ হচ্ছে না। :/ ওরা ওদের কাজ ঠিকই চালিয়ে যাচ্ছে ওদের চাঁদাবাজি ঠিকই চালিয়ে যাচ্ছে! আইন কানুন কতটুকু তাদের থামাতে পারছে, জুলাই আ*ন্দোলনে এতো এতো ছাত্র প্রাণ দিয়েছে কি _এগুলো দেখার জন্য? এগুলো কি কোনদিনও বন্ধ হবে না? প্রকাশ্যে খু*ন চাঁদাবাজি এগুলো কি কোনদিন বন্ধ হবে না? আপনি নয় বরং আপনার খুব কাছের কেউ যদি এই ঘটনায় আক্রান্ত হতেন তাহলে!!! এই ভিডিও চিত্র গুলো আমি ভুলতে পারছি না ! প্লিজ এইভাবেই চোখের সামনে এমন ঘটতে দিয়েন না।

~ ফরিদ আহমেদ মুন্না

11/07/2025

চাঁদা দে নয়তো জীবন দে নতুন বাংলাদেশ

11/07/2025

বিয়ে করছেন না কেন

11/07/2025

ভাবছিলাম আগামী তে যারা আসবেন তারা অতীত থেকে শিক্ষা নিয়ে দেশ চালাবেন। আপনারা শিক্ষা নিলেন না। পাথর দিয়ে মানুষ হত্যার নির্মমতা মানা যায়না।

20/06/2025

পোস্টটা যাদের সামনে যায় একটু রেসপন্স করিয়েন, সবার প্রোফাইল ঘুরে আসবো!!❤

জিন্দো দ্বীপ, দক্ষিণ কোরিয়া 😊বছরে দুইবার এই রাস্তাটি ভেসে ওঠে আর মানুষজন সবাই হেঁটে হেঁটে দ্বীপে যায় 😊
20/06/2025

জিন্দো দ্বীপ, দক্ষিণ কোরিয়া 😊
বছরে দুইবার এই রাস্তাটি ভেসে ওঠে আর মানুষজন সবাই হেঁটে হেঁটে দ্বীপে যায় 😊

ব্রোঃ আমাকে পাগল বলেছিলে না!এখন বুঝছো কেন আমি পার/মাণবিক বো/ম বানিয়েছি???
20/06/2025

ব্রোঃ আমাকে পাগল বলেছিলে না!
এখন বুঝছো কেন আমি পার/মাণবিক বো/ম বানিয়েছি???

দেশ উড়ুক তাতে আমাদের কি..🤧
20/06/2025

দেশ উড়ুক তাতে আমাদের কি..🤧

জীবন 😰😢
20/06/2025

জীবন 😰😢

08/06/2025

নোটিশ কারো কাছে গল্প থাকলে দিতে পারেন ইনবক্সে প্রচার করা হবে সাথে আপনার নাম ঠিকানা দিয়ে দিবেন

08/06/2025

রাতের বেলা, বরিশাল থেকে ঢাকা যাচ্ছে একটা লাশবাহী ট্রাক। ড্রাইভার আর হেলপার অনেকক্ষণ ধরে টানা গাড়ি চালিয়ে ক্লান্ত। চায়ের নেশা চেপেছে।

তারা রাস্তার ধারে একটা চায়ের দোকানে ট্রাকটা থামাল। নামল, বসল আরাম করে চা খেতে।

এইদিকে এক লোক রাস্তায় গাড়ির অপেক্ষায় বসে ছিল অনেকক্ষণ ধরে। কিছুই পাচ্ছে না, গাড়ি আসে না, রাতও গভীর। হঠাৎ দেখল একটা ট্রাক দাঁড়িয়ে।

ভাবলো:
"এইটা তো খালি ট্রাক মনে হয়, চুপিচুপি উঠে পড়ি!"

লোভ সামলাতে না পেরে উঠে পড়ল ট্রাকে...
অন্ধকারে বুঝতেই পারল না, বসে পড়ল একদম একটা লাশের উপর!

এদিকে চা শেষ করে ড্রাইভার-হেলপার আবার রওনা দিল ঢাকার পথে।

কিছুক্ষণ পর, সেই উঠা লোকটা সিগারেট ধরালো।
মনের সুখে টানছে...

হঠাৎ হেলপার পিছনে তাকিয়ে দেখলো—

👻 "এক লাশ সিগারেট টানতেছে!!!"

হেলপার চোখ কচলায়, বিশ্বাস করতে পারছে না।
চিৎকার দিয়ে বলে উঠলো:

হেলপার:
– ওস্তাদ, গাড়ি থামান!
ড্রাইভার:
– কেন? কি হইছে?
হেলপার:
– পিছনে যে লাশটা সিগারেট টানতেছে!! 😱

ড্রাইভার বললো, "আরে বেটা তুই পাগল হইছোস নাকি!"
তাও নিশ্চিন্ত হতে দুইজনই নেমে গেল ট্রাক থেকে।

এইদিকে লোকটা বিরক্ত হয়ে সিগারেট টানতে টানতে বলল:

🧍‍♂️ "কিরে ভাই, গাড়ি থামাইলা কেন?"

এই কথা শোনার পর আর থাকা যায়!
ড্রাইভার আর হেলপার চোখ চাউনি করে, প্রাণ হাতে নিয়ে দৌড়!

লোকটা ভাবলো:
"বিপদ কিছু একটা! ওরা দৌড়াইতেছে কেন?"
এমন চিন্তা করে সেও দৌড় দিল তাদের পেছনে!

পেছনে তাকিয়ে হেলপার দেখে—

"লাশ তো দৌড় দিতেছে আমাদের পেছনে!!"

এবার হেলপার চিৎকার করে বলল:
– "ওস্তাদ, শেষ! লাশও দৌড়ায়! বাঁচার উপায় নাই, দৌড়েন!" 😭🤣

🤣 সত্যি করে বলেন তো, কতদিন পর এভাবে মন খুলে হেসেছেন?

যদি ভালো লেগে থাকে, একটা হাহা রিয়্যাক্ট আর শেয়ার দিয়ে দিন — হাসি ছড়িয়ে পড়ুক! 😍

#ফানি_গল্প #হাসির_গল্প #লাশেরসিগারেট #ভৌতিক_না_ভুল

আরও মজার কনটেন্ট চাইলে কমেন্ট করুন বা ইনবক্স দিন! 😊

Address

Cumilla

Website

https://youtube.com/@sopnowsowabd

Alerts

Be the first to know and let us send you an email when Sowpnowsowa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share