Deshmedia.com

Deshmedia.com প্রচার ই প্রসারের মূল মন্ত্র।

05/12/2023

এইতো সামনেই নতুন বাংলাদেশ। লিংক কমেন্টে।

এইমাত্র কম্পন অনুভব করলাম🤲🤲
02/12/2023

এইমাত্র কম্পন অনুভব করলাম🤲🤲

22/11/2023

লক্ষ করলে দেখেন যে,আগে সিনেমা জগতের পরিচালক ও অভিনয় শিল্পীদের প্রায় কাউকেই রাজনীতিতে দেখা যেত না। তারা তাদের জগৎ নিয়েই থাকতো। তাদের কাউকে কখনো ট্রাকে করে ঘুরে ঘুরে কোন দলের হয়ে কিংবা কোন ব্যক্তির হয়ে নির্বাচনী প্রচারে নামতে দেখা যেত না।
এমনকি তখনকার শিল্প প্রতিষ্ঠানের মালিক কিংবা ব্যবসায়ীদের কাউকে রাজনীতি করে এমপি মন্ত্রী হওয়ার জন্য দৌড় ঝাঁপ করতে দেখা যেত না।

এখন অভিনেতার অভিনয় ক্যারিয়ার শেষ হয়নি কিন্তু এমপি হওয়ার লটারির টিকেট কিনছে, খেলোয়াড়ের খেলার ক্যারিয়ার শেষ হয়নি কিন্তু এমপি হওয়ার লটারির টিকেট কিনছে, ব্যবসায়ীর ব্যবসার ক্যারিয়ার এখনো পুরোদমে শুরুই হয়নি কিন্তু এমপি হওয়ার লটারির টিকেট কিনছে, শিক্ষকের ভিসি হওয়ার পর মেয়াদ শেষ হয়নি কিন্তু এমপি হওয়ার লটারির টিকেট কিনছে, সাধারণ শিক্ষকের শিক্ষকতার ক্যারিয়ার এখনো শুরুর দিকে কিন্তু এমপি হওয়ার লটারির টিকেট কিনছে। সবাই লটারির জ্যাকপট পাওয়ার জন্য হন্যে হয়ে ছুটছে। সবাই ট্যাক্স ফ্রি গড়ি পেতে চায়, অন্যায় করে মাফিয়া লিডার হতে চায়, দ্রুত অর্থ ক্ষমতা পেতে চায় ...... সবাই ছুটছে। লজ্জাহীন ও বিরামহীনভাবে ছুটছে এই মোহের পিছনে।

22/11/2023

ব্যবসা:
ব্যবসা হলো একটি ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে মাল বা সেবা বিনিময় করার একটি প্রক্রিয়া, যার উদ্দেশ্য লাভ অর্জন এবং অর্থনৈতিক সমৃদ্ধি। এটি একটি গুরুত্বপূর্ণ পথ হতে পারে যা পন্থা নির্দিষ্ট করে এবং সামাজিক অর্থনীতি বিকাশে সাহায্য করে।
ব্যবসা আমাদের সমৃদ্ধি এবং অর্থনীতি বৃদ্ধির জন্য একটি উপায় হিসেবে কাজ করে, যা নতুন আইডিয়াগুলি, পণ্য বা সেবাগুলি উৎপাদন এবং বাজারে প্রদান করে।
ব্যবসা একটি সমৃদ্ধি সৃষ্টির উপায় হিসেবে পরিচিত, এবং এটি আমাদের সমাজ এবং অর্থনীতির উন্নতির একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে সাহায্য করতে সক্ষম। #ব্যবসা #অর্থনীতি #উন্নতি 🌐💼

06/10/2023

শান্তিতে নোবেল পেলেন ইরানের নারী অধিকারকর্মী নার্গেস মোহাম্মদি।

ইরানের এই মানবাধিকারকর্মী সাজা হিসেবে মৃত্যুদণ্ড বাতিলের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। ২০১৬ সালের মে মাসে এ আন্দোলনের জেরে তাকে ১৬ বছরের জেলও দেওয়া হয়।

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when Deshmedia.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Deshmedia.com:

Share