05/09/2025
শোক সংবাদ
দেবিদ্বার উপজেলা সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর মধ্যপাড়া নিবাসী, নূর নাহার পাঠাগারের পরিচালক মোঃ কাশেম ভাই এর ছোট ভাই আবুল হাসেম অপু শনিবার দিবাগত রাত, ১২ টা ৫৫ মিনিটে তাহার নিজ বাড়ীতে ইন্তেকাল করিয়াছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাহার জানাজার নামাজ শনিবার সকাল সাড়ে ১০টায় ওয়াহেদ পুর প্রাইমারী স্কুলের মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হইবে। মহরম আবুল হাসেম অপু দীর্ঘদিন ঢাকাস্থ বিভিন্ন কোম্পানি এবং এটিএন টিভির গাড়ি চালক হিসাবে দায়িত্ব পালন করেন। মহরম আবুল হাসেম অপু হঠাৎ অসুস্থ থাকায় কালিন ঢাকা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষমুহুর্তে স্থানীয় একাধিক সাংবাদিক সঙ্গে মোবাইলে মাধ্যমে জানান,আমাকে ডাক্তার বলছে, বাংলাদেশ আমার চিকিৎসা নেই।আমি আর বেশিদিন হায়াত নেই। এই কারনে ঢাকা হাসপাতাল থেকে আমার নিজ বাড়িতে চলে আছি।এরপর তিনি কুমিল্লা জেলা ও উপজেলার চলাকালীন মোসলমানের কাছে মৃত্যুর পূর্ব মুহূর্তে কারুর মনের অজান্তে কষ্ট দিয়ে থাকলে মহরম আবুল হাসেম অপুকে দয়া করে মাফ করে দিয়েন। মহরম আবুল হাসেম অপু মৃত্যুতে তার পরিবারের সদস্যরা শোকহত। আল্লাহ সুবহানাল্লাহ তায়ালা মহরম আবুল হাসেম অপু কে জান্নাতুল ফেরদৌসের মর্যাদা করুক। আমিন