03/10/2025
কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা – ২০২৫ এর সময় বৃদ্ধি করা হয়েছে-২০ অক্টোবর পর্যন্ত।
রেজিস্ট্রেশন ফি: ২০০/- টাকা
অনলাইন রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন: www.kishorkanthacumillacity.com/talent-hunt-25/registration
রেজিস্ট্রেশন ফরম সংগ্রহ (অফলাইন):
কিশোরকণ্ঠ পাঠক ফোরাম অফিস ও ক্যাম্পাস প্রতিনিধিদের থেকে ফরম সংগ্রহ করা যাবে।
বৃত্তি সংক্রান্ত তথ্যাবলি:
>রেজিস্ট্রেশন সরাসরি ও অনলাইনে করা যাবে
>৪র্থ থেকে ১০ম শ্রেণি (স্কুল ও মাদরাসা) পর্যন্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।
>মেধা ও সাধারণ গ্রেডের ভিত্তিতে শিক্ষার্থীদের ল্যাপটপ,সার্টিফিকেট ও ক্রেস্ট সহ সর্বমোট ৫ লক্ষ টাকার বৃত্তি প্রদান করা হবে।
পরীক্ষার তারিখঃ ৩১শে অক্টোবর ২০২৫ খ্রিঃ
রেজিস্ট্রেশনের শেষ সময়ঃ ২০ অক্টোবর ২০২৫ খ্রিঃ
পরীক্ষা সংক্রান্ত নিয়মাবলীঃ
> পরীক্ষা, মানবন্টন অনুযায়ী MCQ পদ্ধতিতে হবে।
> পরীক্ষা প্রবেশপত্রে নির্দেশিত স্থানে সরাসরি অনুষ্ঠিত হবে।
> পরীক্ষার সময়: ১ ঘন্টা।
> পূর্ণমান: ১০০ নম্বর।
> প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর বরাদ্দ থাকবে এবং কোনো নেগেটিভ মার্কিং থাকবে না।
> প্রতিটি বিষয়ে আলাদা আলাদা পাশ করতে হবে। এক্ষেত্রে পাশ নম্বর ৪০%।
> পরীক্ষার অন্তত ৭ দিন পূর্বে প্রবেশপত্র সংগ্রহ করে পরীক্ষার কেন্দ্র, চূড়ান্ত তারিখ ও সময় জেনে নিতে হবে।
ফলাফল প্রকাশ: ২০ শে ডিসেম্বর ২০২৫ (সম্ভাব্য)
যোগাযোগ:
মোবাইল: 01896-403408
অফিস টাইম: সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত
অফিসের ঠিকানাঃসদর হসপিটাল মসজিদ মার্কেট ২য় তলা, সালাউদ্দিন মোড় লাকসাম রোড, কুমিল্লা।