কিশোরকন্ঠ পাঠক ফোরাম, কুমিল্লা মহানগর

  • Home
  • Bangladesh
  • Cumilla
  • কিশোরকন্ঠ পাঠক ফোরাম, কুমিল্লা মহানগর

কিশোরকন্ঠ পাঠক ফোরাম, কুমিল্লা মহানগর সর্বাধিক প্রচারিত শিশু-কিশোর মাসিক।

🌟✨🎯 কিশোরকন্ঠ মেধাবৃত্তি – ২০২৫ 🎯✨🌟📢 গুরুত্বপূর্ণ ঘোষণা:❌ এই বছর “অন্বেষণ” থাকছে না।✅ সাধারণ জ্ঞান অংশ থাকবে –📘 কিশোরকন্...
08/07/2025

🌟✨🎯 কিশোরকন্ঠ মেধাবৃত্তি – ২০২৫ 🎯✨🌟

📢 গুরুত্বপূর্ণ ঘোষণা:

❌ এই বছর “অন্বেষণ” থাকছে না।

✅ সাধারণ জ্ঞান অংশ থাকবে –
📘 কিশোরকন্ঠ (জুলাই – অক্টোবর) সংখ্যাগুলো থেকে।

🎉🎉সিলেবাস রেজিষ্ট্রেশন সময়সূচি, সম্ভাব্য পরীক্ষার তারিখ সহ বিস্তারিত জানতে চোখ রাখ আগামী মাসের কিশোর কন্ঠ এবং আমাদের এই পেইজে🎊🎊

🎯 তাই এই মাস থেকেই কিশোরকন্ঠ সংগ্রহ শুরু করো।

📍 যেখান থেকে পাবে:
🔹 আমাদের শাখা প্রতিনিধিদের কাছে
🔹 আপনার নিকটস্থ শহরের লাইব্রেরিগুলোতে

💡 সময়মতো সংখ্যা সংগ্রহ করো এবং সঠিকভাবে প্রস্তুতি নাও।

📅 প্রস্তুতি শুরু হোক এখনই!

🌱 সাফল্য তোমার হাতের মুঠোয়! 🌱
অথবা যোগাযোগ এর জন্য- 01896-403408

04/07/2025

জুলাই-২০২৫ সংখ্যা।

জুলাই ছাত্রজনতার অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে ১ জুলাই থেকে ৩৬ জুলাই পর্যন্ত কিশোরকন্ঠের নিম্নোক্ত পন্যেগুলোতে ৩৬% ছ...
02/07/2025

জুলাই ছাত্রজনতার অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে ১ জুলাই থেকে ৩৬ জুলাই পর্যন্ত কিশোরকন্ঠের নিম্নোক্ত পন্যেগুলোতে ৩৬% ছাড়।
শুধুমাত্র অনলাইনে অর্ডারের ক্ষেত্রে।
অর্ডার লিংক-
https://www.kishorkanthabd.com/write-kishorkantha

🔭 সায়েন্স অলিম্পিয়াড ২০২৫গত ২০ জুন ২০২৫, ঐতিহ্যবাহী কুমিল্লা জিলা স্কুলের প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ক...
28/06/2025

🔭 সায়েন্স অলিম্পিয়াড ২০২৫

গত ২০ জুন ২০২৫, ঐতিহ্যবাহী কুমিল্লা জিলা স্কুলের প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কিশোর কণ্ঠ পাঠক ফোরাম, কুমিল্লা মহানগর আয়োজিত সায়েন্স অলিম্পিয়াড ২০২৫।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঠক ফোরামের সম্মানিত উপদেষ্টা জনাব মুহতাসিম বিল্লাহ এবং চেয়ারম্যান হাসান আহমেদ।

এ সময় বিজয়ীদের মধ্যে ১ম থেকে ২০তম স্থান অধিকারী প্রতিযোগীদের হাতে ক্রেস্ট,সম্মাননা সনদপত্র এবং নগদ অর্থ তুলে দেওয়া হয়।

সায়েন্স অলিম্পিয়াডে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

📣 সাইন্স অলিম্পিয়াড – ২০২৫📍 স্থান: কুমিল্লা জিলা স্কুল📅 তারিখ: ২০ জুন ২০২৫, শুক্রবার🕣 সময়: সকাল ৮:৩০টাঅলিম্পিয়াড পুরস্ক...
19/06/2025

📣 সাইন্স অলিম্পিয়াড – ২০২৫
📍 স্থান: কুমিল্লা জিলা স্কুল
📅 তারিখ: ২০ জুন ২০২৫, শুক্রবার
🕣 সময়: সকাল ৮:৩০টা

অলিম্পিয়াড পুরস্কার প্রদান অনুষ্ঠান একই দিনে অলিম্পিয়াড শেষে অনুষ্ঠিত হবে।

প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ,
আশা করি তোমরা সবাই ভালো আছো।
ইতোমধ্যে তোমরা “সাইন্স অলিম্পিয়াড – ২০২৫”-এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছো। ইনশা'আল্লাহ, এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী ২০ জুন ২০২৫, শুক্রবার সকাল ৮:৩০টায়।
ভেন্যু: কুমিল্লা জিলা স্কুল ।

🔔 নিচে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হলো:

1️⃣ অলিম্পিয়াড শুরুর কমপক্ষে ৩০ মিনিট পূর্বে কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে হবে।
2️⃣ কোনো বই, বইয়ের অংশ বা অনুরূপ সামগ্রী সঙ্গে আনা যাবে না।
3️⃣ প্রবেশপত্র বাধ্যতামূলক। অনলাইন রেজিস্ট্রেশনকারী শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন নম্বরসহ মেসেজ দেখিয়ে পরীক্ষার ৩০ মিনিট পূর্বে কুমিল্লা জিলা স্কুলগেট থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবে।
4️⃣ কেউ অসদুপায় অবলম্বন করলে বা অপ্রীতিকর কোনো আচরণ করলে কর্তৃপক্ষ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
5️⃣ শুধুমাত্র ক্যালকুলেটর ও ঘড়ি সঙ্গে রাখা যাবে।
6️⃣ যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস (যেমন মোবাইল, স্মার্টওয়াচ, ট্যাব ইত্যাদি) কেন্দ্রে সম্পূর্ণ নিষিদ্ধ।

🎯 সকল অংশগ্রহণকারীকে জানাই আন্তরিক শুভকামনা।
✨ সফল হোক তোমার বিজ্ঞান যাত্রা!

📣 সাইন্স অলিম্পিয়াড – ২০২৫📍 স্থান: কুমিল্লা জিলা স্কুল📅 তারিখ: ২০ জুন ২০২৫, শুক্রবার🕣 সময়: সকাল ৮:৩০টাবিঃদ্রঃ অলিম্পিয়াড...
17/06/2025

📣 সাইন্স অলিম্পিয়াড – ২০২৫
📍 স্থান: কুমিল্লা জিলা স্কুল
📅 তারিখ: ২০ জুন ২০২৫, শুক্রবার
🕣 সময়: সকাল ৮:৩০টা

বিঃদ্রঃ অলিম্পিয়াড শুরুর কমপক্ষে ৩০ মিনিট পূর্বে কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে হবে।
#কিশোরকণ্ঠ

আসমানী রঙে আকিঁহৃদয়ের ছক,ভালোবাসায় ছুয়ে যাকঈদ মোবারক।🌙কিশোরকন্ঠ পাঠক ফোরাম,কুমিল্লা মহানগর এর পক্ষ হতে সকল শিক্ষার্থী,পা...
06/06/2025

আসমানী রঙে আকিঁ
হৃদয়ের ছক,
ভালোবাসায় ছুয়ে যাক
ঈদ মোবারক।🌙

কিশোরকন্ঠ পাঠক ফোরাম,কুমিল্লা মহানগর এর পক্ষ হতে সকল শিক্ষার্থী,পাঠক ও শুভানুধ্যায়ীদের জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক।

গল্পকুরবানির গরুমুহাম্মদ ইব্রাহিম বাহারী
05/06/2025

গল্প
কুরবানির গরু
মুহাম্মদ ইব্রাহিম বাহারী

অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান।📌অফলাইন রেজিস্ট্রেশনের জন্য লিপিকা লাইব্রেরি থেকে অলিম্পিয়াড ফরম সংগ্রহ করা যাবে।
30/05/2025

অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান।

📌অফলাইন রেজিস্ট্রেশনের জন্য লিপিকা লাইব্রেরি থেকে অলিম্পিয়াড ফরম সংগ্রহ করা যাবে।

কিশোরকন্ঠ সাইন্স অলিম্পিয়াড ২০২৫ ※ নিয়মাবলী- ১. সাইন্স অলিম্পিয়াড দুই ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে। - ক্যাটাগরি "ক"- ৬.....

জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন কুমিল্লা মডার্ন হাই স্কুল টিমকে কিশোর কন্ঠ পাঠক ফোরাম কুমিল্লা মহানগর এর পক্ষ থেকে রইল...
30/05/2025

জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন কুমিল্লা মডার্ন হাই স্কুল টিমকে কিশোর কন্ঠ পাঠক ফোরাম কুমিল্লা মহানগর এর পক্ষ থেকে রইল শুভেচ্ছা ও অভিনন্দন

কুমিল্লা পুলিশ লাইন হাইস্কুলে সাইন্স অলিম্পিয়াডের🥈 রেজিস্ট্রেশন কার্যক্রম।📌অফলাইন রেজিস্ট্রেশনের জন্য নিয়মিত বুথ ছাড়াও ...
28/05/2025

কুমিল্লা পুলিশ লাইন হাইস্কুলে সাইন্স অলিম্পিয়াডের🥈 রেজিস্ট্রেশন কার্যক্রম।
📌অফলাইন রেজিস্ট্রেশনের জন্য নিয়মিত বুথ ছাড়াও লিপিকা লাইব্রেরি থেকে অলিম্পিয়াড ফরম সংগ্রহ করা যাবে।

অনলাইন রেজিস্ট্রেশনের জন্য বিস্তারিত কমেন্টে ।

এসএসসি ও দাখিল ফলপ্রার্থীদের নিয়ে শিক্ষা সফরের আয়োজন করে কিশোরকন্ঠ পাঠক ফোরাম, কুমিল্লা মহানগর।প্রধান অতিথি হিসেবে উপস...
28/05/2025

এসএসসি ও দাখিল ফলপ্রার্থীদের নিয়ে শিক্ষা সফরের আয়োজন করে কিশোরকন্ঠ পাঠক ফোরাম, কুমিল্লা মহানগর।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকন্ঠ পাঠক ফোরাম এর কেন্দ্রীয় স্কুল সম্পাদক নোমান হোসেন নয়ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকন্ঠ পাঠক ফোরাম এর সাবেক কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক ইস্রাফিল হোসাইন এবং কিশোরকন্ঠ পাঠক ফোরাম কুমিল্লা মহানগরের চেয়ারম্যান হাসান আহমেদ।
এতে প্রায় ৩ শতাধিক ফলপ্রার্থী শিক্ষার্থী অংশগ্রহণ করে।

Address

Cumilla City
Cumilla
3500

Alerts

Be the first to know and let us send you an email when কিশোরকন্ঠ পাঠক ফোরাম, কুমিল্লা মহানগর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category