কিশোরকন্ঠ পাঠক ফোরাম, কুমিল্লা মহানগর

  • Home
  • Bangladesh
  • Cumilla
  • কিশোরকন্ঠ পাঠক ফোরাম, কুমিল্লা মহানগর

কিশোরকন্ঠ পাঠক ফোরাম, কুমিল্লা মহানগর সর্বাধিক প্রচারিত শিশু-কিশোর মাসিক।

🌟✨ কিশোরকণ্ঠ মেধাবৃত্তি-২০২৫ ✨🌟🎓 আনন্দ ধারা বিদ্যাপীঠ স্কুল বুথে  রেজিস্ট্রেশন করছে পাঠক বন্ধুরা! 🚀 দ্রুত নিশ্চিত কর তোম...
15/10/2025

🌟✨ কিশোরকণ্ঠ মেধাবৃত্তি-২০২৫ ✨🌟
🎓 আনন্দ ধারা বিদ্যাপীঠ স্কুল বুথে রেজিস্ট্রেশন করছে পাঠক বন্ধুরা!
🚀 দ্রুত নিশ্চিত কর তোমার রেজিস্ট্রেশন!
#কিশোরকণ্ঠমেধাবৃত্তি২০২৫
#কিশোরকণ্ঠ_পাঠক_ফোরাম_কুমিল্লা_মহানগর

#কিশোরকণ্ঠ

🌟✨ কিশোরকণ্ঠ মেধাবৃত্তি-২০২৫ ✨🌟🎓 ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ বুথে  রেজিস্ট্রেশন করছে পাঠক বন্ধুরা! 🚀 দ্রুত নিশ্চিত কর ত...
14/10/2025

🌟✨ কিশোরকণ্ঠ মেধাবৃত্তি-২০২৫ ✨🌟
🎓 ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ বুথে রেজিস্ট্রেশন করছে পাঠক বন্ধুরা!
🚀 দ্রুত নিশ্চিত কর তোমার রেজিস্ট্রেশন!
#কিশোরকণ্ঠমেধাবৃত্তি২০২৫
#কিশোরকণ্ঠ_পাঠক_ফোরাম_কুমিল্লা_মহানগর

#কিশোরকণ্ঠ

🌟✨ কিশোরকণ্ঠ মেধাবৃত্তি-২০২৫ ✨🌟🎓 কুমিল্লা জিলা স্কুলে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি-২০২৫ এর প্রচারনা করে প্রতিনিধিরা।🌟 আর মাত্র ৭...
13/10/2025

🌟✨ কিশোরকণ্ঠ মেধাবৃত্তি-২০২৫ ✨🌟
🎓 কুমিল্লা জিলা স্কুলে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি-২০২৫ এর প্রচারনা করে প্রতিনিধিরা।
🌟 আর মাত্র ৭ দিন বাকি। দ্রুত নিশ্চিত কর তোমার রেজিষ্ট্রেশন।

#কিশোরকণ্ঠমেধাবৃত্তি২০২৫
#কিশোরকণ্ঠ_পাঠক_ফোরাম_কুমিল্লা_মহানগর

#কিশোরকণ্ঠ

কিশোরকন্ঠ মেধাবৃত্তি-২০২৫ এর রেজিস্ট্রেশন ফরম পাওয়া যাচ্ছে কান্দিরপাড়ের এ তিনটি লাইব্রেরিতে।👉আইডিয়াল লাইব্রেরি,কান্দিরপা...
13/10/2025

কিশোরকন্ঠ মেধাবৃত্তি-২০২৫ এর রেজিস্ট্রেশন ফরম পাওয়া যাচ্ছে কান্দিরপাড়ের এ তিনটি লাইব্রেরিতে।
👉আইডিয়াল লাইব্রেরি,কান্দিরপাড়(নিউমার্কেটের বিপরীতে)
👉লেখাপড়া লাইব্রেরি,কান্দিরপাড়(নিউমার্কেটের বিপরীতে)
👉লিপিকা লাইব্রেরি,কান্দিরপাড়(ভিক্টোরিয়া কলেজ রোড)
রেজিস্ট্রেশন শেষ সময়- ২০ অক্টোবর।

কিশোরকন্ঠ অফিসে নিয়মিত মেধাবৃত্তি রেজিস্ট্রেশন চলছে।এছাড়াও কিশোরকন্ঠ এবং পাঠ প্রতিযোগিতার প্রশ্ন পাওয়া যাচ্ছে।
13/10/2025

কিশোরকন্ঠ অফিসে নিয়মিত মেধাবৃত্তি রেজিস্ট্রেশন চলছে।এছাড়াও কিশোরকন্ঠ এবং পাঠ প্রতিযোগিতার প্রশ্ন পাওয়া যাচ্ছে।

মেধাবৃত্তির রেজিস্ট্রেশন এবং প্রয়োজনীয় তথ্য জানতে নিম্নোক্ত আপনার স্কুল প্রতিনিধিদের সাথে যোগাযোগ করুন।
13/10/2025

মেধাবৃত্তির রেজিস্ট্রেশন এবং প্রয়োজনীয় তথ্য জানতে নিম্নোক্ত আপনার স্কুল প্রতিনিধিদের সাথে যোগাযোগ করুন।

প্রিয় পাঠকবন্ধু, উল্লিখিত লাইব্রেরিগুলো থেকে দ্রুত তোমার কিশোরকণ্ঠ সংগ্রহ করে নাও।
09/10/2025

প্রিয় পাঠকবন্ধু, উল্লিখিত লাইব্রেরিগুলো থেকে দ্রুত তোমার কিশোরকণ্ঠ সংগ্রহ করে নাও।

06/10/2025

সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
আগামীকাল থেকে পূর্বের ন্যায় প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত নিয়মিতভাবে কিশোরকণ্ঠ অফিস খোলা থাকবে।

🎓 কিশোরকণ্ঠ মেধাবৃত্তি–২০২৫ এর রেজিস্ট্রেশনের পাশাপাশি
📘কিশোরকন্ঠ পাঠ প্রতিযোগিতার প্রশ্নপত্র এখান থেকে সংগ্রহ করা যাবে।

কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা – ২০২৫ এর সময় বৃদ্ধি করা হয়েছে-২০ অক্টোবর পর্যন্ত।রেজিস্ট্রেশন ফি: ২০০/- টাকাঅনলাইন রেজিস্ট...
03/10/2025

কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা – ২০২৫ এর সময় বৃদ্ধি করা হয়েছে-২০ অক্টোবর পর্যন্ত।

রেজিস্ট্রেশন ফি: ২০০/- টাকা
অনলাইন রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন: www.kishorkanthacumillacity.com/talent-hunt-25/registration
রেজিস্ট্রেশন ফরম সংগ্রহ (অফলাইন):
কিশোরকণ্ঠ পাঠক ফোরাম অফিস ও ক্যাম্পাস প্রতিনিধিদের থেকে ফরম সংগ্রহ করা যাবে।
বৃত্তি সংক্রান্ত তথ্যাবলি:
>রেজিস্ট্রেশন সরাসরি ও অনলাইনে করা যাবে
>৪র্থ থেকে ১০ম শ্রেণি (স্কুল ও মাদরাসা) পর্যন্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।
>মেধা ও সাধারণ গ্রেডের ভিত্তিতে শিক্ষার্থীদের ল্যাপটপ,সার্টিফিকেট ও ক্রেস্ট সহ সর্বমোট ৫ লক্ষ টাকার বৃত্তি প্রদান করা হবে।
পরীক্ষার তারিখঃ ৩১শে অক্টোবর ২০২৫ খ্রিঃ
রেজিস্ট্রেশনের শেষ সময়ঃ ২০ অক্টোবর ২০২৫ খ্রিঃ
পরীক্ষা সংক্রান্ত নিয়মাবলীঃ
> পরীক্ষা, মানবন্টন অনুযায়ী MCQ পদ্ধতিতে হবে।
> পরীক্ষা প্রবেশপত্রে নির্দেশিত স্থানে সরাসরি অনুষ্ঠিত হবে।
> পরীক্ষার সময়: ১ ঘন্টা।
> পূর্ণমান: ১০০ নম্বর।
> প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর বরাদ্দ থাকবে এবং কোনো নেগেটিভ মার্কিং থাকবে না।
> প্রতিটি বিষয়ে আলাদা আলাদা পাশ করতে হবে। এক্ষেত্রে পাশ নম্বর ৪০%।
> পরীক্ষার অন্তত ৭ দিন পূর্বে প্রবেশপত্র সংগ্রহ করে পরীক্ষার কেন্দ্র, চূড়ান্ত তারিখ ও সময় জেনে নিতে হবে।
ফলাফল প্রকাশ: ২০ শে ডিসেম্বর ২০২৫ (সম্ভাব্য)
যোগাযোগ:
মোবাইল: 01896-403408
অফিস টাইম: সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত
অফিসের ঠিকানাঃসদর হসপিটাল মসজিদ মার্কেট ২য় তলা, সালাউদ্দিন মোড় লাকসাম রোড, কুমিল্লা।

শুক্রবারেও চলছে কিশোরকন্ঠ মেধাবৃত্তি-২০২৫ এর রেজিস্ট্রেশন কার্যক্রম।
03/10/2025

শুক্রবারেও চলছে কিশোরকন্ঠ মেধাবৃত্তি-২০২৫ এর রেজিস্ট্রেশন কার্যক্রম।

Address

Cumilla City
Cumilla
3500

Alerts

Be the first to know and let us send you an email when কিশোরকন্ঠ পাঠক ফোরাম, কুমিল্লা মহানগর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category