
30/01/2022
খুলনা বিভাগে একদিনে করোনা আক্রান্ত ৭৮৪ জন, মৃত্যু ১
মোঃ আক্তারুজ্জামান লিটন // খুলনা ব্যুরো।।
খুলনা বিভাগে বেড়েছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় বিভাগের মধ্যে খুলনা মহানগরীতে করোনায় একজনের মৃত্যু হয়েছে। আর গত ২৪ ঘন্টায় খুলনা বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৭৮৪ জনের। আজ রবিবার (৩০ জানুয়ারি) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।
খুলনা ২০০ শয্যা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পারসন ডাঃ সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় নগরীর আড়ংঘাটার বাসিন্দা দ্বীন মোহাম্মদ (৮৫) নামে একজনের মৃত্যু হয়েছে।
এদিকে, খুলনা বিভাগের ১০ জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭৮৪ জনের। এরমধ্যে খুলনায় ২১২, বাগেরহাটে ৭০, সাতক্ষীরায় ৬৫, যশোরে ১৯১, নড়াইলে ১৪, মাগুরায় ১৩, ঝিনাইদহে ৪৫, কুষ্টিয়ায় ৮৭, চুয়াডাঙ্গায় ৫১ ও মেহেরপুরে ৩৬জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত ১ লাখ ২১ হাজার ২৭৫জনের করোনা শনাক্ত হয়েছে খুলনা বিভাগে।